Which poem begins with “There was a time when meadow, grove and stream”?
A
Ode: Intimations of Immortality
B
Kubla Khan
C
Ode to a Nightingale
D
The Waste Land
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
"Poetry is the spontaneous overflow of powerful feelings" appears in -
Created: 3 weeks ago
A
Biographia Literaria
B
The Prelude
C
Preface to Lyrical Ballads
D
Don Juan
Preface to Lyrical Ballads ও William Wordsworth
-
“Poetry is the spontaneous overflow of powerful feelings” উক্তিটি পাওয়া যায় Preface to Lyrical Ballads-এ।
Preface to Lyrical Ballads:
-
এটি রোমান্টিক যুগের একটি গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম।
-
মূলত কয়েকটি Romantic কবিতার সংকলন বা collection of poems।
-
১৭৯৮ সালে William Wordsworth এবং Samuel Taylor Coleridge যৌথভাবে এটি প্রকাশ করেন।
-
সংকলনে মোট ২৩টি কবিতা আছে, যার মধ্যে ১৯টি কবিতা লেখা Wordsworth এবং ৪টি Coleridge দ্বারা।
William Wordsworth:
-
জন্ম: April 7, 1770, Cockermouth, Cumberland, England।
-
তার সাহিত্যিক জীবনের প্রাথমিক সময়ে The French Revolution তাকে অনুপ্রাণিত করে এবং এর প্রভাব তার কবিতায় প্রতিফলিত হয়।
-
কবিতা যেমন London, 1802 এবং নাটক The Borderers-এ French Revolution-এর প্রভাব দেখা যায়।
-
তাকে The Father of the Romantic Age বলা হয়।
-
Lake Poet উপাধি প্রাপ্ত, কারণ তার বাল্যকাল Lake District-এ কাটে।
-
১৮৪৩ সালে তিনি Poet Laureate হিসেবে সম্মানিত হন।
প্রখ্যাত কাজসমূহ:
-
Lines Composed a Few Miles Above Tintern Abbey
-
Lyrical Ballads
-
Michael
-
Ode: Intimations of Immortality
-
Peter Bell
-
The Excursion
-
The Prelude
-
The Recluse
-
The Ruined Cottage
-
The Solitary Reaper
-
Rainbow (Poem)
-
Lucy Poems ইত্যাদি
উপাধি:
-
Poet of Nature
-
Poet of Childhood
-
Lake Poet

0
Updated: 3 weeks ago
What role does Wordsworth assign to nature in the poem?
Created: 2 weeks ago
A
A harsh and uncontrollable force
B
A teacher, healer, and guide
C
A source of fear and danger
D
A fleeting and temporary pleasure
Wordsworth-এর Tintern Abbey কবিতায় প্রকৃতিকে তিনি বিভিন্ন দিক থেকে দেখিয়েছেন, যা মানুষের আধ্যাত্মিক, নৈতিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
শিক্ষক (Teacher): প্রকৃতি মানুষের নৈতিক চেতনার গাইড হিসেবে কাজ করে। এটি মানুষের মধ্যে “little, nameless, unremembered acts / Of kindness and of love” উদ্রেক করে এবং উচ্চতর চিন্তা ও নৈতিক ভাবনা জন্মায়।
-
নিরাময়কারী (Healer): প্রকৃতির স্মৃতি নগরজীবনের ক্লেশ থেকে মুক্তি দেয় এবং “tranquil restoration” প্রদান করে। এটি মানুষের মানসিক ও আধ্যাত্মিক শান্তি বাড়ায়।
-
পথপ্রদর্শক (Guide): প্রকৃতি বক্তার চিন্তা ও মনকে স্থিতিশীলতা ও দিশা দেয়। এটি তাঁর “anchor of my purest thoughts”, যা তাকে “blessed mood” এনে দেয় এবং প্রকৃতির গভীর রহস্য ও জীবনের অর্থ উপলব্ধি করতে সাহায্য করে।
-
পরিপক্বতার বিকাশ: যুবককালে তাঁর প্রকৃতিপ্রেম ছিল “thoughtless” এবং শুধু শারীরিক আনন্দের ওপর নির্ভরশীল। প্রাপ্তবয়স্ক অবস্থায় তিনি প্রকৃতির ধ্যানমূলক, বৌদ্ধিক ও আধ্যাত্মিক শক্তি উপলব্ধি করেন।
-
এই পরিপক্ব ও প্রতিফলনমূলক সংযোগ প্রকৃতিকে জ্ঞানী ও গভীর আধ্যাত্মিক শক্তি হিসেবে অনুভব করার সুযোগ দেয়, যা কেবল আনন্দ নয়, বরং মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক বিকাশের উৎস।

0
Updated: 2 weeks ago
What role does Nature play in Tintern Abbey?
Created: 1 month ago
A
Nature is only a source of pleasure
B
Nature is hostile to mankind
C
Nature is a guide, guardian, and moral teacher
D
Nature is destructive and violent
Wordsworth Tintern Abbey-এ প্রকৃতিকে কেবল আনন্দের উৎস নয়, বরং এক নৈতিক শিক্ষক ও আত্মার অভিভাবক হিসেবে বর্ণনা করেছেন। তিনি মনে করেন প্রকৃতি মানুষের মনের অশান্তি দূর করে শান্তি দেয় এবং ঈশ্বরের সঙ্গে মানুষের যোগসূত্র স্থাপন করে। প্রকৃতি তাঁকে ধৈর্য, আশা এবং আধ্যাত্মিক শিক্ষা দিয়েছে। তাই তিনি Dorothy-র কাছেও আশা করেন, প্রকৃতি তার জীবনে একই ভূমিকা পালন করবে।

0
Updated: 1 month ago