The word 'Momentous' means-
A
momenary
B
popular
C
important
D
modest
উত্তরের বিবরণ
ইংরেজি শব্দ “Momentous” মূলত গুরুত্বপূর্ণ বা বিশেষ প্রভাবসম্পন্ন বিষয় বা ঘটনা বোঝাতে ব্যবহার হয়। এটি এমন কিছু নির্দেশ করে যা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে বা যেটি গুরুত্বপুর্ণ হিসেবে বিবেচিত হয়।
সঠিক উত্তর: গ) important
ব্যাখ্যা—
-
Momentous শব্দটি কোনো ঘটনা, সিদ্ধান্ত বা সময়কে বর্ণনা করতে ব্যবহৃত হয় যা বৃহৎ গুরুত্ব বা প্রভাব রাখে। উদাহরণ:
-
“The signing of the peace treaty was a momentous event in history.”
-
এখানে ঘটনার গুরুত্ব বোঝানো হচ্ছে, তাই এটি important অর্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
-
-
অন্যান্য বিকল্পগুলো—
-
Momentary মানে অল্প সময়ের বা ক্ষণস্থায়ী, যা ‘Momentous’ এর বিপরীত।
-
Popular মানে জনপ্রিয় বা পরিচিত, যা Momentous-এর অর্থের সঙ্গে সম্পর্কহীন।
-
Modest মানে নম্র বা সংযমী, যা সম্পূর্ণ আলাদা অর্থ বহন করে।
-
-
সংক্ষেপে, Momentous শব্দটি কোনো ঘটনার বা বিষয়বস্তুর বিশেষ গুরুত্ব নির্দেশ করতে ব্যবহৃত হয়।
অতএব, প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে Momentous-এর সঠিক সমার্থক শব্দ হলো important, কারণ এটি ব্যাকরণগত ও অর্থগতভাবে সম্পূর্ণ সঠিক এবং প্রাসঙ্গিক।
0
Updated: 8 hours ago
The adjective derived from 'Mountain' is -
Created: 2 months ago
A
Mountic
B
Mounting
C
Mountainous
D
Mountain
• Adjective of 'Mountain': Mountainous
-
Mountain (Noun)
-
English Meaning: A raised part of the earth’s surface, larger than a hill; a large amount of something.
-
Bangla Meaning: পর্বত; শৈল; গিরি; পাহাড়; বিশাল কোনো বস্তু।
-
Other Forms:
-
Mounting (Noun): পটভূমি; অধিরোহণ; বাঁধাইবার কাঠামো
-
Mountainous (Adjective): পার্বত্য; পর্বতময়
-
Mountaineer (Noun): পাহাড়ি লোক; দক্ষ পর্বতারোহী
-
Mountaineering (Noun): পর্বতারোহণ (ক্রীড়া হিসেবে)
Example Sentences:
-
The view from the top of the mountain is breathtaking.
-
I've got a mountain of work to do.
Source:
-
Accessible Dictionary by Bangla Academy
-
Cambridge Dictionary
-
Merriam-Webster Dictionary
0
Updated: 2 months ago
My phone's in my back pocket. Here 'back' is -
Created: 1 month ago
A
Noun
B
Adjective
C
Adverb
D
Preposition
ব্যাখ্যা
Back (adjective):
-
অর্থ: behind বা কোনো কিছুর পিছনে অবস্থিত।
-
এটি noun-এর আগে বসে noun-কে modify করে।
Example (Oxford Dictionary অনুযায়ী):
-
My phone's in my back pocket. (পিছনের পকেট)
-
We were sitting in the back row. (পিছনের সারি)
-
We drove along miles of twisty back roads (= away from the main roads). (মুখ্য রাস্তা ছাড়া অন্য পিছনের/অপ্রধান রাস্তা)
0
Updated: 1 month ago
The flowers bloom beautifully in late spring.
Here the underlined word is a/an-
Created: 2 months ago
A
Adjective
B
Noun
C
Verb
D
Adverb
• Complete Sentence: The flowers bloom beautifully in late spring.
-
Bangla Meaning: ফুলগুলো বসন্তের শেষ দিকে সুন্দরভাবে ফুটে।
• Part of Speech Analysis:
-
এখানে spring একটি noun।
-
late শব্দটি spring কে modify করছে। যেহেতু noun modify করছে, তাই late হচ্ছে adjective।
• Late (Adjective)
-
English Meaning: coming or remaining after the due, usual, or proper time.
-
Bangla Meaning: যথাসময়ের পর বা দেরিতে আগত; বিলম্বিত।
-
Example Sentence: We had a late spring this year.
-
Bangla Meaning: এ বছর বসন্ত দেরিতে এসেছে।
-
• Late (Adverb)
-
Example Sentence: It rained late in the day.
-
Bangla Meaning: দিনের শেষ দিকে বৃষ্টি পড়েছিল।
-
Source: 1. Merriam-Webster Dictionary 2. Accessible Dictionary by Bangla Academy
0
Updated: 2 months ago