A
O' henry
B
Alexander Graham Bell
C
T. S Eliot
D
Alexander Pope
উত্তরের বিবরণ
• "Fools rush in where angels fear to tread" উক্তিটি প্রখ্যাত ইংরেজ কবি Alexander Pope-এর লেখা। এটি তাঁর ১৭১১ সালে প্রকাশিত "An Essay on Criticism" কবিতা থেকে নেওয়া হয়েছে। উক্তির মাধ্যমে Pope বোঝাতে চেয়েছেন যে মূর্খরা অবিবেচনাপূর্ণভাবে এমন কাজ বা পরিস্থিতিতে ঝাঁপিয়ে পড়ে, যেখানে জ্ঞানী ও বিচক্ষণরা সাবধানে পা ফেলে বা একেবারেই পা রাখেন না। এটি একটি গভীর প্রবাদ হয়ে উঠেছে যা আজও নানা প্রসঙ্গে ব্যবহৃত হয়।
• বিস্তারিত আলোচনা:
• An Essay on Criticism:
- "An Essay on Criticism'" হচ্ছে Alexander Pope-এর একটি didactic (শিক্ষামূলক) কবিতা, যা heroic couplets (দ্বিপদী ছন্দে) লেখা।
- এই কবিতাটি মূলত Horace-এর Ars Poetica থেকে অনুপ্রাণিত, তবে এ লেখকদের ধারাও বিদ্যমান।
• Alexander Pope:
- ইংরেজি সাহিত্যের সবচেয়ে উক্তিমূলক (epigrammatic) কবিদের একজন।
- ইংরেজি Augustan যুগের বিখ্যাত কবি ও ব্যঙ্গরচয়িতা।
- তাকে ‘Mock Heroic Poet’ বলে।
- Pope এর কবিতা প্রায়শই জটিল বিষয়বস্তু এবং সুরুচিপূর্ণ ভাষায় রচিত এবং তার কাজগুলো ইংরেজি সাহিত্যে ব্যাপক প্রভাব ফেলেছে।
• Notable works:
Poems:
- An Essay on Criticism,
- The Rape of the Lock,
- The Dunciad,
- An Essay on Man,
- Eloisa to Abelard,
- Windsor-Forest, etc.
• Famous quotes:
- A little learning is a dangerous thing.
- To err is human, to forgive, divine.
- Fools rush in where angels fear to tread.
- Blessed is the man who expects nothing, for he shall never be disappointed.
- Hope springs eternal in the human breast.
- The proper study of mankind is man.

0
Updated: 4 weeks ago
Which literary work features the phrase "Alone, alone, all, all alone"?
Created: 4 weeks ago
A
The Rime of the Ancient Mariner
B
The Raven
C
Treasure Island
D
Moby Dick
• “Alone, alone, all, all alone” এই উক্তিটি সাহিত্যিক কাজগুলোর মধ্যে The Rime of the Ancient Mariner থেকে এসেছে। এটি সেমুয়েল টেলারের লেখা একটি বিখ্যাত কবিতা, যেখানে একজন সমুদ্রযাত্রীর একাকীত্ব ও মানসিক যন্ত্রণার বর্ণনা আছে। অন্য বিকল্পগুলোর কথা বললে, The Raven হল এডগার অ্যালান পো’র একটি গথিক কবিতা, যা শোক ও বিষণ্নতার বিষয়বস্তু নিয়ে গড়ে উঠেছে। Treasure Island একটি অ্যাডভেঞ্চার গল্প রবার্ট লুই স্টিভেনসনের লেখা, যেখানে দ্বীপের গুপ্তধন এবং অভিযান সম্পর্কিত গল্প। আর Moby Dick হলো হারমান মেলভিলের উপন্যাস, যেখানে একটি বিশাল সাদা তিমির শিকার ও মানসিক সংগ্রামের কাহিনী। তাই, “Alone, alone, all, all alone” উক্তিটি সবচেয়ে প্রাসঙ্গিক The Rime of the Ancient Mariner-এর সাথে।

0
Updated: 4 weeks ago
Who accompanies Elizabeth on her visit to Pemberley?
Created: 20 hours ago
A
Jane
B
Lydia and Kitty
C
The Gardiners
D
Charlotte Lucas
Elizabeth তার খালা-খালু Mr. and Mrs. Gardiner-এর সঙ্গে Pemberley ভ্রমণ করে। এখানে সে Darcy-র প্রকৃত চরিত্র দেখে। গৃহপরিচারিকা Mrs. Reynolds Darcy-র দয়ার কথা বলে, আর Elizabeth দেখে Darcy কেমন ভদ্রভাবে Gardiner-দের গ্রহণ করছে। এই ভ্রমণ Elizabeth-এর দৃষ্টিভঙ্গি বদলায়। Austen বোঝাতে চেয়েছেন—বাস্তব অভিজ্ঞতা ও প্রত্যক্ষ পর্যবেক্ষণ প্রথম ধারণার ভুল ভাঙতে সাহায্য করে।

1
Updated: 20 hours ago
"If music be the food of love, play on" - is the opening line of which play?
Created: 5 days ago
A
Twelfth Night
B
A Midsummer Night’s Dream
C
The Tempest
D
Cymbeline
Twelfth Night (নাটক)
-
লেখক: William Shakespeare
-
ধরণ: Comedy
-
লিখিতকাল: প্রায় ১৬০২–০৩
-
প্রকাশকাল: ১৬২৩, Shakespeare-এর First Folio
-
প্রেক্ষাপট: Illyria (কাল্পনিক অঞ্চল)
-
কেন্দ্রীয় চরিত্র: Viola (নাটকের শুরুতে পুরুষ ছদ্মবেশে)
-
বিশেষত্ব:
-
নাটকের সূচনায় Duke Orsino বলে: “If music be the food of love, play on.”
-
Viola সুন্দর ও বুদ্ধিদৃপ্ত চরিত্র হিসেবে উপস্থাপিত।
-
বিখ্যাত উক্তি
-
“Be not afraid of greatness. Some are born great, some achieve greatness, and others have greatness thrust upon them.”
-
“If music be the food of love, play on, Give me excess of it; that surfeiting, The appetite may sicken, and so die.”
-
“Better a witty fool, than a foolish wit.”
✦ William Shakespeare (১৫৬৪–১৬১৬)
-
জন্ম: ২৩ এপ্রিল ১৫৬৪, Stratford-upon-Avon
-
মৃত্যু: ২৩ এপ্রিল ১৬১৬
-
পরিচিতি:
-
The Bard of Avon
-
National Poet of England
-
The Great Dramatist of All Time
-
Dr. Samuel Johnson তাকে Poet of Human Nature হিসাবেও আখ্যায়িত করেছেন।
-
-
সাহিত্যিক অবদান:
-
১৫৪টি Sonnet
-
৩৭টি Drama (Tragedy এবং Comedy)
-
তাঁর নাটকগুলো সবচেয়ে পরিচিত ও পাঠযোগ্য।
-

0
Updated: 5 days ago