Which element is associated with the West Wind in Shelley’s poem?
A
Air
B
Water
C
Fire
D
Earth
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
What is a central theme of "Ode to the West Wind"?
Created: 2 weeks ago
A
The beauty of a calm summer day
B
The cycle of death and rebirth
C
The importance of industrial progress
D
The celebration of monarchy
The poem "Ode to the West Wind" মূলত প্রকৃতির ধ্বংস এবং সৃষ্টি (destruction and creation) চক্রকে কেন্দ্র করে আবর্তিত।
কবি পশ্চিম বায়ুকে (West Wind) উভয় ভূমিকায় দেখেছেন—একদিকে এটি ধ্বংসকারী (destroyer) এবং অন্যদিকে রক্ষাকারী (preserver)।
-
পশ্চিম বাতাস মৃত পাতাগুলো (dead leaves) উড়িয়ে নিয়ে যায়, যা মৃত্যু (death) কে প্রতীক করে।
-
একই বাতাস বীজ (seeds) ছড়িয়ে দেয়, যা বসন্তে (spring) নতুন জীবন নিয়ে আসে এবং পুনর্জন্ম (rebirth) নির্দেশ করে।
-
কবি এই প্রাকৃতিক চক্র ব্যবহার করে নিজের বিপ্লবী চিন্তাভাবনার পুনর্জাগরণের (rejuvenation of revolutionary ideas) ইচ্ছা প্রকাশ করেছেন।
-
কবিতার বিখ্যাত শেষ লাইন, "If Winter comes, can Spring be far behind?" সরাসরি এই শক্তিশালী মৃত্যু এবং পুনর্জন্মের চক্র (cycle of death and rebirth) কে নির্দেশ করছে।

0
Updated: 2 weeks ago
What ancient city’s ruins are seen beneath the Mediterranean in the poem?
Created: 1 month ago
A
Athens
B
Rome
C
Baiae
D
Troy
Shelley ভূমধ্যসাগরের বর্ণনায় বলেন, “Beside a pumice isle in Baiae’s bay”। Baiae ছিল প্রাচীন রোমের একটি সমৃদ্ধ নগরী, যা পরে জলে তলিয়ে যায়। Shelley এটিকে স্মৃতির প্রতীক হিসেবে ব্যবহার করেছেন।

1
Updated: 1 month ago
Describe the rhyme scheme of "Ode to The West Wind"-
Created: 2 weeks ago
A
The poem follows the pattern ABAB
B
The poem does not rhyme
C
The poem's rhyme scheme is best illustrated as AABB
D
The middle line of each stanza provides the rhyme for the first and third lines of the next stanza
"Ode to the West Wind" কবিতাটি একটি বিশেষ ধরণের ছন্দভঙ্গিতে লেখা, যা terza rima নামে পরিচিত। এটি তিন লাইনের স্টাঞ্জা বা ছন্দবদ্ধ পংক্তি নিয়ে গঠিত এবং এর একটি নির্দিষ্ট, interlocking rhyme scheme থাকে।
-
প্রথম চারটি স্টাঞ্জার জন্য ছন্দের প্যাটার্ন হলো ABA BCB CDC DED।
-
প্রতিটি স্টাঞ্জার প্রথম ও তৃতীয় লাইন একে অপরের সাথে ছন্দ মিলায়।
-
স্টাঞ্জারটির মধ্যবর্তী লাইন পরবর্তী স্টাঞ্জারটির প্রথম ও তৃতীয় লাইনের সাথে মিলিয়ে একটি chain-like effect তৈরি করে, যা কবিতার গতিকে এগিয়ে নিয়ে যায়।
-
কবিতার শেষ অংশে একটি ছন্দযুক্ত rhyming couplet (EE) থাকে।
-
তাই, পাঁচটি অংশের সম্পূর্ণ ছন্দপ্যাটার্ন হলো ABA BCB CDC DED EE।

0
Updated: 2 weeks ago