শতকরা ২০ টাকা মুনাফায় ৫০০ টাকায় ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
A
৭৫০ টাকা
B
৭৪০ টাকা
C
৭২০ টাকা
D
৭০০ টাকা
উত্তরের বিবরণ
আমরা জানি,
C = P(1+r)n
C = 500(1+(20/100))2
C = 500 X 1.44
C = 720
0
Updated: 17 hours ago
বার্ষিক ১০% মুনাফায় ৮০০০ টাকার ৩ বছরের সরল মুনাফা কত?
Created: 1 month ago
A
২৪৮০ টাকা
B
২৪০০ টাকা
C
১৮৪০ টাকা
D
১৮০০ টাকা
প্রশ্ন: বার্ষিক ১০% মুনাফায় ৮০০০ টাকার ৩ বছরের সরল মুনাফা কত?
সমাধান:
দেওয়া আছে,
আসল, p = ৮০০০ টাকা
সময়, n = ৩ বছর
মুনাফার হার, r = ১০%
আমরা জানি,
মুনাফার হার, I = pnr/১০০
= (৮০০০ × ৩ × ১০)/১০০
= ২৪০০ টাকা
0
Updated: 1 month ago
A merchant has 1500 kg of wheat, part of which he sells at 10% profit and the rest at 20% profit. He gains 14% overall. The quantity sold at 20% profit is-
Created: 3 weeks ago
A
450 kg
B
600 kg
C
750 kg
D
900 kg
Solution:
ধরি, 20% লাভে বিক্রি করা গমের পরিমাণ = x কেজি
∴ 10% লাভে বিক্রি করা গমের পরিমাণ = (1500 - x) কেজি
প্রশ্নমতে,
10% of (1500 - x) + 20% of x = 14% of 1500
⇒ 10(1500 - x)/100 + 20x/100 = (14 × 1500)/100
⇒ {10(1500 - x) + 20x}/100 = 210
⇒ 15000 - 10x + 20x = 21000
⇒ 10x = 6000
⇒ x = 600
সুতরাং, 20% লাভে বিক্রি করা গমের পরিমাণ হলো 600 কেজি।
ধরি, 20% লাভে বিক্রি করা গমের পরিমাণ = x কেজি
∴ 10% লাভে বিক্রি করা গমের পরিমাণ = (1500 - x) কেজি
প্রশ্নমতে,
10% of (1500 - x) + 20% of x = 14% of 1500
⇒ 10(1500 - x)/100 + 20x/100 = (14 × 1500)/100
⇒ {10(1500 - x) + 20x}/100 = 210
⇒ 15000 - 10x + 20x = 21000
⇒ 10x = 6000
⇒ x = 600
সুতরাং, 20% লাভে বিক্রি করা গমের পরিমাণ হলো 600 কেজি।
0
Updated: 3 weeks ago
একজন ব্যবসায়ী একটি পণ্যের মূল্য ১৫% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে ১৫% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায়-
Created: 2 months ago
A
৪.৫০% কমানো হয়েছে
B
৬.২৫% বাড়ানো হয়েছে
C
৩.৭৫% বাড়ানো হয়েছে
D
২.২৫% কমানো হয়েছে
প্রশ্ন: একজন ব্যবসায়ী একটি পণ্যের মূল্য ১৫% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে ১৫% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায়-
সমাধান:
একটি পণ্যের মূল্য ১৫% বৃদ্ধি করায় নতুন মূল্য হয় = (১০০ + ১৫) টাকা
= ১১৫ টাকা।
অতঃপর বর্ধিত মূল্য থেকে ১৫% কমালে = ১১৫ - {১১৫ × (১৫/১০০)} টাকা
= (১১৫ - ১৭.২৫) টাকা
= ৯৭.৭৫ টাকা।
সুতরাং সর্বশেষ মূল্য প্রথম মূল্যের তুলনায় কম = (১০০ - ৯৭.৭৫) = ২.২৫ টাকা।
0
Updated: 2 months ago