যদি A = { x: x , 3 এর গুণিতক < 15} হলে নিচের কোনটি সঠিক?
A
A = {1,3,6,9,12}
B
A = {3,6,9,12}
C
A = {3,6,9,12,15}
D
A = {3,5}
উত্তরের বিবরণ
15 এর ছোট 3 এর গুণিতক গুলো হলো- 3,6,9,12.
0
Updated: 17 hours ago
Ι 1 - 2x Ι < 1 এর সমাধান-
Created: 2 months ago
A
- 2 < x < 1
B
- 1 < x < 0
C
0 < x < 1
D
- 1 < x < 1
প্রশ্ন: |1 - 2x| < 1 এর সমাধান-
সমাধান:
|1 - 2x| < 1
- 1 < 1 - 2x < 1
বা, - 1 - 1 < 1 - 1- 2x < 1 - 1
বা, - 2 < - 2x < 0
বা, - 1 < - x < 0
বা, 1 > x > 0
0 < x < 1
0
Updated: 2 months ago
sin(- 390°) এর মান কত?
Created: 1 month ago
A
√3/√2
B
√3/√2
C
1/√2
D
- 1/2
প্রশ্ন: sin(- 390°) এর মান কত?
সমাধান:
sin(- 390°)
= - sin390° [sin(- θ) = - sinθ]
= - sin(4 × 90° + 30°)
= - (sin30°)
= - sin30°
= - 1/2
0
Updated: 1 month ago
একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৩ ফুট থেকে বৃদ্ধি করে ৬ ফুট করা হলে, ক্ষেত্রফল কতগুণ বাড়বে?
Created: 1 day ago
A
২ গুণ
B
৩ গুণ
C
৪ গুণ
D
কোনটিই নয়
প্রশ্নঃ একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৩ ফুট থেকে বৃদ্ধি করে ৬ ফুট করা হলে, ক্ষেত্রফল কতগুণ বাড়বে?
সমাধানঃ
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (বাহু)²
প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ৩² = ৯ বর্গফুট
দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ৬² = ৩৬ বর্গফুট
অতএব, ক্ষেত্রফল বৃদ্ধির অনুপাত = ৩৬ ÷ ৯ = ৪
অতএব, ক্ষেত্রফল ৪ গুণ বাড়বে।
0
Updated: 1 day ago