Who is Mr. Darcy’s closest friend in Pride and Prejudice?
A
Mr. Bingley
B
Mr. Collins
C
George Wickham
D
Colonel Fitzwilliam
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
Who accompanies Elizabeth on her visit to Pemberley?
Created: 1 month ago
A
Jane
B
Lydia and Kitty
C
The Gardiners
D
Charlotte Lucas
Elizabeth তার খালা-খালু Mr. and Mrs. Gardiner-এর সঙ্গে Pemberley ভ্রমণ করে। এখানে সে Darcy-র প্রকৃত চরিত্র দেখে। গৃহপরিচারিকা Mrs. Reynolds Darcy-র দয়ার কথা বলে, আর Elizabeth দেখে Darcy কেমন ভদ্রভাবে Gardiner-দের গ্রহণ করছে। এই ভ্রমণ Elizabeth-এর দৃষ্টিভঙ্গি বদলায়। Austen বোঝাতে চেয়েছেন—বাস্তব অভিজ্ঞতা ও প্রত্যক্ষ পর্যবেক্ষণ প্রথম ধারণার ভুল ভাঙতে সাহায্য করে।

1
Updated: 1 month ago
Who reveals Wickham’s true character to Elizabeth?
Created: 1 month ago
A
Lady Catherine
B
Mr. Bennet
C
Mr. Darcy (through a letter)
D
Colonel Fitzwilliam
Wickham শুরুতে Elizabeth-কে Darcy সম্পর্কে ভুল তথ্য দেয়। Elizabeth বিশ্বাস করে Darcy নিষ্ঠুর। কিন্তু Darcy তার প্রথম প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর Elizabeth-কে একটি চিঠি লেখে। সেই চিঠিতে Wickham-এর সত্য প্রকাশ করে—Wickham Darcy-এর বোন Georgiana-কে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল।
এই চিঠিই Elizabeth-এর জীবনের টার্নিং পয়েন্ট। সে বুঝতে পারে Darcy আসলে এতটা খারাপ নয় এবং তার নিজের বিচার-ক্ষমতাও প্রশ্নবিদ্ধ। এভাবেই prejudice ভাঙতে শুরু হয়।

0
Updated: 1 month ago
Which daughter is Mrs. Bennet's favorite?
Created: 2 weeks ago
A
Jane
B
Kitty
C
Elizabeth
D
Lydia
Lydia Bennet হলো Jane Austen-এর "Pride and Prejudice" নাটকে Mrs. Bennet-এর সর্বপ্রিয় কন্যা, কারণ তাদের personality একে অপরের সঙ্গে strikingly similar।
মা ও কন্যা দুজনেই frivolous, high-spirited, এবং social events ও romantic affairs নিয়ে উচ্ছ্বসিত।
-
Narrator স্পষ্টভাবে বলেন Lydia-এর status: "Lydia was a stout, well-grown girl of fifteen, with a fine complexion and good-humoured countenance; a favourite with her mother, whose affection had brought her into public at an early age."
-
Mrs. Bennet Lydia-এর whims indulge করেন এবং প্রায়শই তার ভুল আচরণও defend করেন। তিনি Lydia-তে নিজের youthful self-এর reflection দেখতে পান এবং তার flirtatious nature-এ আনন্দ পান।
-
Lydia-এর Mr. Wickham-এর সঙ্গে বিবাহে Mrs. Bennet আনন্দিত হন, scandalous circumstances থাকা সত্ত্বেও, কারণ তার main goal হলো তার কন্যাদের বিয়ে করা। Mrs. Bennet exclaim করেন: "Well! I am so happy! In a short time I shall have a daughter married. Mrs. Wickham! How well it sounds!"
-
Jane-এর প্রতি Mrs. Bennet-এর fondness আছে, কিন্তু তা মূলত Jane-এর beauty এবং সম্ভাব্য wealthy marriage-এর জন্য। তার daughters-এর প্রতি প্রেম প্রায়ই তাদের marriageability-এর উপর নির্ভর করে।
-
Elizabeth হলো তার least favorite, কারণ Mrs. Bennet irritate হন Elizabeth-এর wit ও independence-এ। Elizabeth-এর Mr. Collins-এর proposal reject করা তাকে personal affront মনে হয় এবং family-এর financial security jeopardize করা মনে হয়।
-
Kitty, চতুর্থ কন্যা, প্রায়শই overlooked হয় এবং Lydia-এর shadow-তে থাকে। Mary, middle daughter, খুব plain এবং pedantic হওয়ায় তার প্রতি মায়ের মনোযোগ কম।
অতএব, Lydia-এর মায়ের সঙ্গে shared temperament এবং তার social life-এর উপর মা-এর vicarious enjoyment তাকে Mrs. Bennet-এর favorite করে তোলে।

0
Updated: 2 weeks ago