Choose the simple form of the sentence 'Stand here and die'
A
Standing here you will die
B
Stand here only to die .
C
Without standing here you will die.
D
As you stand here you will die.
উত্তরের বিবরণ
যখন compound sentence-এ বোঝানো হয় যে কেউ দুটি কাজ করছে, যার একটি আগে ঘটে এবং অন্যটি পরে, এবং এই দুটি কাজ “and” conjunction দ্বারা যুক্ত থাকে, তখন simple sentence-এ রূপান্তর করার সময় প্রথম verb-এর সঙ্গে “ing” যোগ করে প্রথম clause-টি সংক্ষিপ্ত করা হয়। এতে বাক্যটি আরও সংক্ষিপ্ত ও প্রাঞ্জল হয়।
উদাহরণ:
-
Compound: I went there and met her.
Simple: Going there I met her. -
Compound: Stand here and die.
Simple: Standing here you will die.
0
Updated: 17 hours ago
Choose the correct tense-
Created: 3 months ago
A
Javed was so exhausted that he lain down for a sleep.
B
Javed was so exhausted that he had laid down for a sleep.
C
Javed was so exhausted that he was lying down for a sleep.
D
Javed was so exhausted that he will lay down for a sleep.
• সঠিক বাক্যটি হচ্ছে - Javed was so exhausted that he was lying down for a sleep.
- This sentence uses the past continuous tense "was lying," which correctly describes an ongoing action in the past, fitting the context of Javed being exhausted and lying down.
• Lie - শয়ন করা, অবস্থান করা।
- এর past form হচ্ছে - Lay এবং participle form হচ্ছে - Lain.
• অন্যদিকে, Lay - স্থাপন করা, ডিম পাড়া।
- এর past form এবং participle form হচ্ছে - Laid.
অপশন অনুযায়ী,
ক) বাক্যটি ভুল কারণ এখানে past participle lain ব্যাবহৃত হলেও তার পূর্বে have বসে নি।
- সঠিক বাক্য - Javed was so exhausted that he had lain down for a sleep.
খ) তে laid down ব্যাবহৃত হয়েছে যার অর্থ ডিম পারা যার সাথে ঘুমানোর কোনো সম্পর্ক নেই।
ঘ) অপশনে tense এর ভুল ব্যাবহার হয়েছে।
0
Updated: 3 months ago
Which of the following is correct?
Created: 1 month ago
A
I still have a few money in my pocket.
B
I still have a little money in my pocket.
C
I still have quite little money in my pocket.
D
I still have many money in my pocket.
Correct sentence: I still have a little money in my pocket.
Little, A little, Few, A few এর ব্যবহার:
-
এগুলো Quantifier determiners।
-
Little এবং A little ব্যবহৃত হয় Uncountable nouns এর সাথে।
-
Few এবং A few ব্যবহৃত হয় Countable nouns এর সাথে।
-
Little ও Few হলো negative quantifier determiners, অর্থাৎ খুব অল্প বা প্রায় নেই।
ব্যবহারের অর্থ অনুযায়ী:
-
অল্প কয়েকটি অর্থে Countable noun এর আগে A few ব্যবহৃত হয়।
-
অল্প একটু বা সামান্য অর্থে Uncountable noun এর আগে A little ব্যবহৃত হয়।
-
A few বা A little উভয়ের অর্থ হলো Some (অল্প কয়েকটি বা অল্প পরিমাণ)।
প্রদত্ত বাক্যের ব্যাখ্যা:
-
বাক্যে money একটি Uncountable noun, তাই এখানে Little/A little ব্যবহার হবে।
-
বাক্যটি বোঝাচ্ছে এখনও কিছু টাকা আছে, তাই Little নয়, বরং a little money in my pocket ব্যবহার হবে।
-
A little অর্থ হলো: অল্প একটু বা সামান্য।
0
Updated: 1 month ago
Fire : Burn :: Water : ?
Created: 2 months ago
A
Ash
B
Flow
C
Fly
D
Clean
Fire : Burn :: Water : ?
Correct Answer: খ) Flow
ব্যাখ্যা:
-
Fire (আগুন) কোনো কিছু poṛāy / burn করে।
-
Water (পানি) এর সাথে একই ধরনের সম্পর্ক খুঁজতে হবে।
-
Water flows / বয়ে চলে।
-
তাই analogical relation:
Fire : Burn = Water : Flow
Options:
-
ক) Ash – ছাই; ভস্ম
-
খ) Flow – বওয়া; বয়ে চলা / যাওয়া; প্রবাহিত হওয়া ✅
-
গ) Fly – উড়া; উড়াল দেওয়া; উড়ে যাওয়া
-
ঘ) Clean – নির্মল; পরিষ্কার
Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary
0
Updated: 2 months ago