একজন ছাত্র ৮০০ নম্বরের মধ্যে ৬০০ নম্বর পেল। সে শতকরা কত নম্বর কম পেল?
A
৬০%
B
৩০%
C
২০%
D
২৫%
উত্তরের বিবরণ
৮০০ নম্বরের মধ্যে ৬০০ পাওয়ার অর্থ ৮০০ তো ২০০ কম পাওয়া
অর্থাৎ, ১০০ তে কম পায় (২০০X১০০)/৮০০ = ২৫%
0
Updated: 20 hours ago
100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় ৪টি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে?
Created: 3 months ago
A
16%
B
20%
C
25%
D
28%
প্রশ্ন: 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় ৪টি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে?
সমাধান:
10 টি ডিমের ক্রয়মূল্য 100 টাকা
1টি ডিমের ক্রয়মূল্য 100/10 টাকা
= 10 টাকা
8 টি ডিমের বিক্রয়মূল্য 100 টাকা
1টি ডিমের বিক্রয়মূল্য 100/8 টাকা
= 25/2 টাকা
লাভ = (25/2) - 10
= (25 - 20)/2
= 5/2 টাকা
শতকরা লাভ = [{(5/2)/10} × 100]%
= (5/20) × 100%
= 25%
0
Updated: 3 months ago
A pizza is divided into 36 slices. If Rahim takes 1/4 of the pizza and Karim takes 1/3 of the remaining slices, how many slices are still left?
Created: 1 month ago
A
9
B
18
C
15
D
12
Question: A pizza is divided into 36 slices. If Rahim takes 1/4 of the pizza and Karim takes 1/3 of the remaining slices, how many slices are still left?
সমাধান:
• মোট স্লাইসের সংখ্যা ছিল 36 টি।
• রহিম নেয় মোট স্লাইসের 1/4 অংশ।
⇒ রহিমের নেওয়া স্লাইস = 36 × (1/4) = 9টি।
∴ অবশিষ্ট স্লাইসের সংখ্যা = 36 - 9 = 27 টি।
• করিম অবশিষ্ট স্লাইসের 1/3 অংশ নেয়।
⇒ করিমের নেওয়া স্লাইস = 27 × (1/3) = 9 টি।
∴ সবশেষে অবশিষ্ট স্লাইসের সংখ্যা = 27 - 9 = 18 টি।
0
Updated: 1 month ago
৫/১৩ এর ১৫৬% =?
Created: 1 day ago
A
১৫%
B
৬৮%
C
৩৫%
D
৬০%
৫/১৩ × ১৫৬%
= ৫×১২%
= ৬০%
0
Updated: 1 day ago