A
Cassio
B
Desdemona
C
Othello
D
Iago
উত্তরের বিবরণ
• শেক্সপিয়ারের নাটক Othello-তে “The Moor of Venice” বলতে বোঝানো হয়েছে Othello-কে (উত্তর: গ)। Othello একজন মরোক্কান বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গ সেনাপতি, যিনি ভেনিসের সেবা করছেন। তাঁর বিদেশি পরিচয় ও গায়ের রঙ তাঁকে সমাজে একঘরে করে তোলে, যদিও তিনি দক্ষ, সৎ ও সম্মানিত। নাটকের কেন্দ্রীয় চরিত্র হওয়ায়, তাঁর ব্যক্তিত্ব, প্রেম, ঈর্ষা ও বিশ্বাসঘাতকতা থেকেই কাহিনির মূল নাটকীয়তা তৈরি হয়। অন্য অপশনগুলির মধ্যে Cassio হচ্ছে Othello-র লেফটেন্যান্ট, Desdemona তাঁর স্ত্রী এবং Iago তাঁর বিশ্বস্ত বলে বিবেচিত হলেও এক বিশাল ষড়যন্ত্রকারী, যার কারণে নাটকের ট্র্যাজেডি ঘটে।
• বিস্তারিত আলোচনা:
• Othello:
- এটি Shakespeare রচিত একটি পাঁচ-অ্যাক্টের Tragedy নাটক।
- যা ১৬০৩-১৬০৪ সালের দিকে লেখা হয়।
- এটি শেকসপিয়রের অন্যতম শক্তিশালী এবং জনপ্রিয় নাটকগুলির মধ্যে একটি।
- It tells the story of 'Othello, A Moor of Venice'.
- নাটকটির মূল চরিত্র Othello, সে ছিল ভেনিসের একজন সেনাপতি।
- এই tragedy এর কেন্দ্রীয় চরিত্র Othello এবং Othello এর Desdemona হচ্ছে নায়িকা।
- Villan চরিত্রে ছিল lago.
- নাটকে Othello তাঁর নিজ স্ত্রীকে সন্দেহ করে এবং তাকে হত্যা করে।
- In this tragedy, Othello, the hero, was affected by Othello Syndrome (a mental disorder of excessive jealousy) যার বর্শবর্তী হয়ে villain, Iago -এর প্ররোচনায় Othello -'Desdemona' কে হত্যা করে।
• Shakespeare:
- তার জন্মস্থান Stratford-upon-Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.

0
Updated: 4 weeks ago
The 'Poet Laureate' is -
Created: 2 weeks ago
A
A classical poet
B
The best poet of the country
C
A winner of the Nobel Prize in poetry
D
The Court Poet of England
সঠিক উত্তর: ঘ) the Court Poet of England.
• Poet Laureate:
- This title first granted in England in the 17th century for poetic excellence.
- যিনি এই উপাধি লাভ করেন, তিনি ব্রিটিশ রাজপরিবারের একজন বেতনভুক্ত সদস্য হন, যদিও বর্তমানে তাঁর নির্দিষ্ট কোনো কবিতা-সংক্রান্ত দায়িত্ব নেই।
- "Poet Laureate" হচ্ছেন একটি দেশের সরকার-নিযুক্ত সরকারি কবি। ব্রিটেনে, যিনি এই উপাধি পান, তিনি বাকি জীবনের জন্য সরকারের পক্ষ থেকে সম্মানসূচক বেতন পান।
- ব্রিটেনে Poet Laureate পদটি ধারাবাহিকতার দিক থেকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এর সূচনা হয় ১৬১৬ সালে, যখন King James I, Ben Jonson কে একটি পেনশন প্রদান করেন।
• যুক্তরাষ্ট্রে ১৯৩৬ সালে এ ধরনের একটি পদ সৃষ্টি করা হয়, এবং বিশ্বের অনেক দেশেই একজন "Poet Laureate" বা জাতীয় কবির সমপর্যায়ের পদে কাউকে নিযুক্ত করা হয়।

0
Updated: 2 weeks ago
“Life’s but a walking shadow, a poor player That starts and frets his hour upon the stage and then is heard no more” - quoted from?
Created: 6 days ago
A
King Lear
B
Macbeth
C
Dr. Faustus
D
Othello
English
Corruption wins not more than honesty-William Shakespeare
English Grammar
English Literature
The upright judge condemns crimes but he does not hate the criminals-William Shakespeare
William Shakespeare (1564-1616)
No subjects available.
Macbeth’s “Tomorrow, and tomorrow, and tomorrow” Soliloquy – Act 5, Scene 5
-
Context:
-
Macbeth has just learned of Lady Macbeth’s death.
-
He is trapped in his castle, facing an invading army, and his reign is collapsing.
-
-
Meaning:
-
The soliloquy reflects complete despair and nihilism.
-
Life is portrayed as meaningless, brief, and insignificant:
-
Like a shadow with no substance
-
Like a bad actor who has a dramatic moment on stage but is quickly forgotten
-
-
Concludes with:
"Life’s a tale / Told by an idiot, full of sound and fury, / Signifying nothing."
-
-
Significance:
-
One of the most powerful expressions of hopelessness in literature
-
Marks the absolute low point of Macbeth’s tragic journey
-

0
Updated: 6 days ago
'To nurse a grudge' means-
Created: 1 week ago
A
To take care of the sick
B
To forget a harm done
C
To become a friend to someone
D
To hold unfriendly feelings
To Nurse a Grudge
• Answer:
-
ঘ) To hold unfriendly feelings
• Meaning:
-
English: If you have or bear a grudge against someone, you have unfriendly feelings towards them because of something they did in the past.
-
Bangla: মনে ক্ষোভ পুষে রাখা
• Example Sentence:
-
English: She is just so forgiving—I don't think she's ever nursed a grudge in her life!
-
Bangla: সে এতটাই ক্ষমাশীল—আমার মনে হয় না সে জীবনে কখনও ক্ষোভ পুষে রেখেছে!
Source:
-
Collins Dictionary

0
Updated: 1 week ago