Leviathan, a foundational work in political philosophy, was authored by which thinker?
A
Thomas Hobbes
B
Niccolo Machiavelli
C
David Hume
D
Immanuel Kant
উত্তরের বিবরণ
• লেভিয়াথান (Leviathan) হলো রাজনীতি ও সমাজবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ, যা ইংরেজ দার্শনিক Thomas Hobbes (থমাস হবস) কর্তৃক রচিত। Hobbes ১৬৫১ সালে এই বইটি প্রকাশ করেন, যেখানে তিনি সামাজিক চুক্তি ও শাসকের কর্তৃত্ব নিয়ে আলোচনা করেন। তিনি যুক্তি দেন যে, মানুষের প্রাকৃতিক অবস্থা "সবাই সবার বিরুদ্ধে যুদ্ধ" (war of all against all), যেখানে জীবন হয় "নিরাপত্তাহীন, দুঃখজনক ও সংক্ষিপ্ত"। Hobbes মনে করেন শান্তি বজায় রাখতে মানুষ একসম্মতিতে একটি সর্বশক্তিমান রাষ্ট্র (লেভিয়াথান) গঠন করে। অন্যান্য বিকল্প যেমন Niccolo Machiavelli 'The Prince'–এ শাসকের কূটনীতি ও শক্তি নিয়ে আলোচনা করেন; David Hume যুক্তি ও অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞানের ভিত্তি স্থাপন করেন; আর Immanuel Kant নৈতিকতা ও যুক্তির ভিত্তিতে শাসন নিয়ে চিন্তা করেন। কিন্তু ‘Leviathan’ গ্রন্থের লেখক একমাত্র Thomas Hobbes.

0
Updated: 2 months ago
In the sentence, “During the famine, villagers began to hoard food supplies,” the word hoard most nearly implies:
Created: 3 weeks ago
A
Donate generously
B
Guard resources openly
C
Store selfishly or secretly
D
Celebrate abundance
• Word: Hoard
-
Meaning: Store selfishly or secretly.
Details:
-
Part of Speech: Noun, Verb
-
English Meaning: A collection of money, food, or valuable objects, especially kept in a secret place so others will not find or steal it.
-
Bangla Meaning: সযত্নে সঞ্চিত ও রক্ষিত অর্থ; খাদ্য বা অন্য মূল্যবান সম্পদ; সঞ্চিত ভাণ্ডার।
Example Sentences:
-
The squirrel had a hoard of nuts hidden under the tree roots.
-
During the crisis, some people began to hoard essentials like toilet paper and canned food.
-
They discovered a hoard of ancient gold coins buried in the field.

0
Updated: 2 weeks ago
Harbinger : Omen :: Epitome : ________
Created: 1 month ago
A
Antithesis
B
Fragment
C
Expansion
D
Perfection
• Harbinger : Omen :: Epitome : Perfection
• শব্দগুলোর অর্থ:
-
Harbinger (Noun) — অগ্রদূত
-
Omen (Noun) — পূর্বাভাস
-
Epitome (Noun) — সারসংক্ষেপ; গুণাবলির প্রতীক
• Given options:
-
ক) Antithesis (Noun) — সরাসরি বিপরীত বস্তু
-
খ) Fragment (Noun) — খণ্ড; টুকরা; ক্ষুদ্রাংশ; অসম্পূর্ণ অংশ
-
গ) Expansion (Noun) — বিস্তার; বিস্তারণ; প্রসারণ
-
ঘ) Perfection (Noun) — উৎকৃষ্ট রূপ বা উৎকর্ষের উদাহরণ
• Analogical Relation:
-
A harbinger is a type of omen (both indicate something to come).
-
Similarly, the epitome of something represents its perfection or highest form.
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 month ago
He had left the office before the manager _____.
Created: 1 month ago
A
had arrived
B
arrived
C
arrives
D
have arrived
• প্রশ্নটি করা হয়েছে Before যুক্ত বাক্যের গঠন-এর উপর ভিত্তি করে।
Before যুক্ত বাক্যের গঠন:
-
Past perfect + before + Past indefinite
-
'Before' conjunction যুক্ত sentence-এ before এর পূর্বে past perfect tense হয় এবং before এর পরে past indefinite tense হয়।
Sentence Correction:
-
He had left the office before the manager arrived.
-
বাক্যটিতে before এর পূর্বে past perfect tense ও পরে past indefinite tense হওয়াতে সঠিক হয়েছে।
আরও উদাহরণ:
-
যদি before দ্বারা যুক্ত প্রথম clauseটি future perfect tense এ হয়, তবে পরের clause-এ present indefinite tense হবে।
-
উদাহরণ: We shall have reached the school before the bell rings.

0
Updated: 1 month ago