A
Beowulf
B
The Odyssey
C
Gilgamesh
D
The Song of Roland
উত্তরের বিবরণ
• পুরনো ইংরেজি মহাকাব্য "Beowulf" একটি বীর যোদ্ধার গল্প বলে, যে দানব ও ড্রাগনের বিরুদ্ধে লড়াই করে। এই কাব্যে বীর বিওউল্ফ প্রথমে দানব Grendel-কে পরাজিত করে, তারপর Grendel-এর মা-কে হত্যা করে। পরে বৃদ্ধ বয়সে, সে একটি ভয়ঙ্কর ড্রাগনের বিরুদ্ধে লড়াই করে নিজের প্রাণ বিসর্জন দেয়। এটি বীরত্ব, আত্মত্যাগ ও নৈতিকতার প্রতীক। কাব্যটি ইংল্যান্ডের সাহিত্যের প্রাচীনতম নিদর্শনগুলোর একটি এবং অষ্টম থেকে একাদশ শতাব্দীর মধ্যে রচিত হয়। তাই প্রশ্নে উল্লেখিত সঠিক উত্তর "ক) Beowulf"।
• বিস্তারিত আলোচনা:
• Beowulf is Old English literature's earliest epic and highest achievement.
- It is the first long poem in English literature
- এটি ৬ শতকের একটি প্রায় ৩ হাজার লাইনের long Heroic poem, যার লেখক এর নাম খুঁজে পাওয়া যায় নি।
- Beowulf কে highest achievement of Old English literature হিসাবে বিবেচনা করা হয়ে থাকে।
- এছাড়াও, এটাকে Earliest European vernacular epic ও বলা হয়।
• এই Epic টি দুইটি ভাগে বিভক্ত।
- এই কবিতার প্রধান চরিত্র Beowulf একজন Scandinavian hero.
- Beowulf এর তিনটি দু:সাহসিক অভিযানকে কেন্দ্র করে কাহিনী এগিয়ে চলে।
- ধারনা করা হয় এই Epic এর প্রধান চরিত্র Beowulf এর নাম অনুযায়ী এর নামকরণ করা হয়েছে।
- It opens in Denmark, where King Hrothgar has a splendid mead hall known as Heorot, a place of celebration and much merriment.'
- There is no evidence of a historical Beowulf, but some characters, sites, and events in the poem can be historically verified
- It is also the first monument in English literature.
Source: Live MCQ Lecture and Britannica.com

0
Updated: 4 weeks ago
The phrase "Beauty is truth, truth beauty" appears in which work?
Created: 2 weeks ago
A
Ode on a Grecian Urn
B
de to a Nightingale
C
To Autumn
D
The Raven
“Beauty is truth, truth beauty” বাক্যটি John Keats-এর কবিতা Ode on a Grecian Urn থেকে নেওয়া।
সংক্ষিপ্ত বর্ণনা:
-
লেখক: John Keats
-
প্রকাশিত: ১৮২০
-
কবিতার থিম: একটি প্রাচীন গ্রিক মাটির জারকে কেন্দ্র করে চিরন্তন সৌন্দর্য, সত্য ও শিল্পের সম্পর্ক
-
শেষ দুই লাইন:
“Beauty is truth, truth beauty, —that is all
Ye know on earth, and all ye need to know.”
উল্লেখযোগ্য বিষয়:
-
কবিতায় Keats বলেন যে যা সত্য তা সুন্দর, যা সুন্দর তা সত্য—দুইটির মধ্যে গভীর সম্পর্ক রয়েছে।
-
আরেকটি বিখ্যাত লাইন: “Heard melodies are sweet, but those unheard, are sweeter.”
-
Keats Romantic যুগের একজন প্রধান ইংরেজ কবি ছিলেন, এবং মাত্র ২৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
উত্তর: ক) Ode on a Grecian Urn

0
Updated: 2 weeks ago
The Doctor's Dilemma is -
Created: 2 weeks ago
A
play
B
novel
C
poem
D
short story
• The Doctor's Dilemma:
- এটি George Bernard Shaw রচিত একটি drama.
- এটি একটি four-act drama.
- ১৯১১ সালে প্রথম এই play টি প্রকাশিত হয়।
- The play satirizes the medical profession and comments wryly on the general public’s inability to distinguish between personal behavior and achievement.
• George Bernard Shaw:
- তার পুরো নাম George Bernard Shaw.
- তিনি 'Modern period' এর নাট্যকার।
- George Bernard Shaw একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
- তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার পান।
- G.B. Shaw ছিলেন Fabian Society এর একজন সদস্য।
• Famous Plays of G.B. Shaw:
- Pygmalion (Romantic play),
- Major Barbara (Social satire),
- Mrs. Warren's Profession;(play),
- Arms and the Man (Romantic comedy),
- Heartbreak House;
- Caesar and Cleopatra; (play/tragedy),
- Man and Superman; (Comedy play),
- The Doctor's Dilemma; (satire drama/play, Epilogue),
- St. Joan of Arc etc.

0
Updated: 2 weeks ago
What does Lady Catherine symbolize in the novel?
Created: 19 hours ago
A
True affection
B
Parental wisdom
C
Aristocratic arrogance
D
Feminist independence
Lady Catherine ধনী ও ক্ষমতাবান নারী। কিন্তু তার সব আচরণে অহংকার ও সামাজিক শ্রেণির দম্ভ প্রকাশ পায়। তিনি Darcy ও Elizabeth-এর বিয়েতে বাধা দিতে চান, কারণ Elizabeth নিম্নবিত্ত। Austen তার মাধ্যমে দেখান—উচ্চ শ্রেণির অহংকার কেমন করে সত্যিকারের গুণকে অস্বীকার করে। Lady Catherine হলো aristocratic arrogance-এর প্রতীক।

0
Updated: 19 hours ago