Who is referred to as the Moor of Venice in Shakespeare’s plays?
A
Cassio
B
Desdemona
C
Othello
D
Iago
উত্তরের বিবরণ
• শেক্সপিয়ারের নাটক Othello-তে “The Moor of Venice” বলতে বোঝানো হয়েছে Othello-কে (উত্তর: গ)। Othello একজন মরোক্কান বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গ সেনাপতি, যিনি ভেনিসের সেবা করছেন। তাঁর বিদেশি পরিচয় ও গায়ের রঙ তাঁকে সমাজে একঘরে করে তোলে, যদিও তিনি দক্ষ, সৎ ও সম্মানিত। নাটকের কেন্দ্রীয় চরিত্র হওয়ায়, তাঁর ব্যক্তিত্ব, প্রেম, ঈর্ষা ও বিশ্বাসঘাতকতা থেকেই কাহিনির মূল নাটকীয়তা তৈরি হয়। অন্য অপশনগুলির মধ্যে Cassio হচ্ছে Othello-র লেফটেন্যান্ট, Desdemona তাঁর স্ত্রী এবং Iago তাঁর বিশ্বস্ত বলে বিবেচিত হলেও এক বিশাল ষড়যন্ত্রকারী, যার কারণে নাটকের ট্র্যাজেডি ঘটে।
• বিস্তারিত আলোচনা:
• Othello:
- এটি Shakespeare রচিত একটি পাঁচ-অ্যাক্টের Tragedy নাটক।
- যা ১৬০৩-১৬০৪ সালের দিকে লেখা হয়।
- এটি শেকসপিয়রের অন্যতম শক্তিশালী এবং জনপ্রিয় নাটকগুলির মধ্যে একটি।
- It tells the story of 'Othello, A Moor of Venice'.
- নাটকটির মূল চরিত্র Othello, সে ছিল ভেনিসের একজন সেনাপতি।
- এই tragedy এর কেন্দ্রীয় চরিত্র Othello এবং Othello এর Desdemona হচ্ছে নায়িকা।
- Villan চরিত্রে ছিল lago.
- নাটকে Othello তাঁর নিজ স্ত্রীকে সন্দেহ করে এবং তাকে হত্যা করে।
- In this tragedy, Othello, the hero, was affected by Othello Syndrome (a mental disorder of excessive jealousy) যার বর্শবর্তী হয়ে villain, Iago -এর প্ররোচনায় Othello -'Desdemona' কে হত্যা করে।
• Shakespeare:
- তার জন্মস্থান Stratford-upon-Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.

0
Updated: 2 months ago
Bertrand Russell won the Nobel Prize in Literature in which year?
Created: 1 month ago
A
1950
B
1955
C
1960
D
1965
Bertrand Russell, সম্পূর্ণ নাম Bertrand Arthur William Russell, একজন ব্রিটিশ philosopher, logician, এবং social reformer, যিনি Analytic movement-এর প্রতিষ্ঠাতা হিসেবে খ্যাত।
-
Russell-এর অবদান Logic, Epistemology, এবং Philosophy of Mathematics-এ তাকে ২০শ শতকের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
-
শিক্ষাজীবন: Cambridge University, Trinity College, যেখানে দর্শন এবং গণিত অধ্যয়ন করেন।
-
তিনি একজন বিশ শতকের বিখ্যাত দার্শনিক, শ্রেষ্ঠ যুক্তিবিদ্যাবিদ এবং সমাজ সংস্কারক।
-
সমাজ, রাজনীতি ও দর্শনসহ নানা বিষয়ে তার পাণ্ডিত্যপূর্ণ রচনা বিশ্বকে চিন্তার খোরাক যুগিয়েছে বহু বছর ধরে।
-
১৯৫০ সালে সাহিত্যে Nobel Prize লাভ করেন।
Russell-এর কিছু উল্লেখযোগ্য রচনা:
-
Mysticism and Logic
-
History of Modern Philosophy
-
The Analysis of Mind
-
Authority and the Individual
-
The Future of Mankind
Source:

0
Updated: 1 month ago
Who wrote The Spanish Tragedy?
Created: 1 month ago
A
Thomas Kyd
B
Cyril Tourneur
C
Christopher Marlowe
D
Robert Herrick
The Spanish Tragedy
-
রচনা: Thomas Kyd।
-
ধরন: প্রথম Revenge Tragedy।
-
বিষয়: প্রতিশোধের খোঁজ, রক্তপাত ও হত্যাকাণ্ড।
-
প্রভাব: Elizabethan Period-এ revenge tragedy-এর জনপ্রিয়তা বৃদ্ধি।
-
Senecan tragedy অনুসরণ করে লেখা হয়।
Thomas Kyd
-
English dramatist, Elizabethan Period-এর একজন prominent writer।
-
সদস্য: University Wits।
Notable Works
-
The Spanish Tragedy (1585)
-
Cornelia (1590)
অন্য Elizabethan Revenge Tragedies
-
The Maid’s Tragedy: Beaumont
-
The Atheist’s Tragedy & The Revenger’s Tragedy: Cyril Tourneur

0
Updated: 1 month ago
Pick the synonym for "Impair":
Created: 3 weeks ago
A
Enhance
B
Build
C
Restore
D
Mar
The word "Impair" অর্থে "Mar"-এর কাছাকাছি। এটি বোঝায় কোনো কিছুকে দুর্বল বা ক্ষতিগ্রস্ত করা, যাতে তার কার্যকারিতা কমে যায়।
• Impair (verb)
-
English Meaning: to weaken or damage something, especially in a way that makes it less effective.
-
Bangla Meaning: ক্ষতিগ্রস্ত করা; দুর্বল করা।
• Option Analysis:
-
Enhance – উন্নত করা; বাড়ানো।
-
Build – তৈরি করা; গড়া।
-
Restore – পুনরুদ্ধার করা; ঠিক করা।
-
Mar – নষ্ট করা; ক্ষতিগ্রস্ত করা।
• Example Sentence:
-
Excessive alcohol consumption can impair your judgment.
-
অতিরিক্ত মদ্যপান আপনার বিচারক্ষমতা ক্ষতিগ্রস্ত করতে পারে।

0
Updated: 2 weeks ago