বাংলায় বংশানুক্রমিক শাসনের সূচনা হয়-
A
পাল বংশের মাধ্যমে
B
সেন বংশের মাধ্যমে
C
গুপ্ত বংশের মাধ্যমে
D
মৌর্য বংশের মাধ্যমে
উত্তরের বিবরণ
বাংলায় বংশানুক্রমিক শাসনের সূচনা ঘটে পাল বংশের মাধ্যমে। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল, যিনি জনগণের সমর্থনে রাজা নির্বাচিত হয়ে একটি স্থিতিশীল রাজবংশ প্রতিষ্ঠা করেন। পাল বংশের শাসন দীর্ঘ সময় ধরে চলে এবং এতে দেখা যায় বহু উত্থান-পতনের ধারা। প্রায় আঠারো পুরুষ ধরে এ বংশ বাংলার রাজত্ব পরিচালনা করে, যার ফলে বাংলা রাজনীতিতে স্থায়িত্ব ও ঐক্যের সূচনা হয়।
• গোপাল ছিলেন বাংলার প্রথম বংশানুক্রমিক শাসক, যিনি রাজনৈতিক অস্থিরতা দূর করেন।
• তার উত্তরসূরিরা রাজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
• পাল বংশের সময় বাংলা শিক্ষা, সাহিত্য ও বৌদ্ধ ধর্মচর্চার একটি সুবর্ণ যুগে পরিণত হয়।
• এ সময়ের বিখ্যাত রাজাদের মধ্যে ধর্মপাল ও দেবপাল বিশেষভাবে উল্লেখযোগ্য।
• পাল শাসনামলে নালন্দা ও বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে।
• বংশটির শেষদিকে অভ্যন্তরীণ দুর্বলতা ও বহিরাক্রমণের ফলে তাদের শাসনের অবসান ঘটে।
0
Updated: 21 hours ago