কম্পিউটারের হার্ডডিস্কের রুট ড্রাইভ বলা হয় কোন কোনটিকে?
A
A
B
B
C
C
D
D
উত্তরের বিবরণ
কম্পিউটারের হার্ডডিস্কের রুট ড্রাইভ সাধারণত C ড্রাইভ বলা হয়।
এটি ডিফল্টভাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ব্যবহৃত ড্রাইভ, যেখানে অপারেটিং সিস্টেম এবং অন্যান্য প্রোগ্রামগুলো ইনস্টল করা থাকে।
0
Updated: 19 hours ago
হার্ড ডিস্ক কী?
Created: 1 month ago
A
অপটিক্যাল ডাটা সংরক্ষণ মাধ্যম
B
চৌম্বকীয় ডাটা সংরক্ষণ মাধ্যম
C
সফটওয়্যার ডেভেলপমেন্ট টুল
D
কম্পিউটারের ডিসপ্লে ডিভাইস
হার্ড ডিস্ক – চৌম্বকীয় ডাটা সংরক্ষণ মাধ্যম
-
হার্ড ডিস্ক হলো অসংখ্য ফ্লপি ডিস্কের ক্ষমতার সমন্বয়ে তৈরি একটি ডিস্ক, যা কম্পিউটারের জন্য চৌম্বকীয় সংরক্ষণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়।
-
এটি কম্পিউটারের তথ্য ভান্ডার হিসেবে কাজ করে।
-
সাধারণত কম্পিউটারের ভেতরে স্থায়ীভাবে বসানো থাকে, তবে বাইরের ডিভাইস হিসেবেও ব্যবহার করা যায়।
-
হার্ড ডিস্ক স্থানান্তরযোগ্য, অর্থাৎ একটি কম্পিউটারের হার্ডডিস্ক ড্রাইভ থেকে অন্য কম্পিউটারে ব্যবহার করা সম্ভব।
-
ফ্লপি ডিস্কের মতো, হার্ড ডিস্কও ড্রাইভে বসিয়ে কাজ করে এবং প্রয়োজন অনুযায়ী অন্য ড্রাইভে স্থানান্তর করা যায়।
উৎস:
-
কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
-
ব্রিটানিকা
0
Updated: 1 month ago
কোন ডিভাইসটি কম্পিউটারের ‘তথ্য ভান্ডার’ হিসেবে পরিচিত?
Created: 2 months ago
A
RAM
B
হার্ড ডিস্ক
C
মাদারবোর্ড
D
প্রিন্টার
হার্ড ডিস্ক কম্পিউটারের ‘তথ্য ভান্ডার’ হিসেবে পরিচিত।
• হার্ড ডিস্ক:
- অসংখ্য ফ্লপি ডিস্কের ক্ষমতা সম্পন্ন ডিস্কই হল হার্ড ডিস্ক।
- হার্ড ডিস্ক হলো কম্পিউটারের জন্য একটি চৌম্বকীয় সংরক্ষণ মাধ্যম।
- হার্ড ডিস্ককে একটি কম্পিউটারের তথ্য ভান্ডার বলা যায়।
- সাধারণত কম্পিউটারের ভিতরে স্থায়ীভাবে হার্ড ডিস্ক বসিয়ে রেখে কাজ করতে হয়।
- আবার কম্পিউটারের বাইরেও হার্ড ডিস্ক রেখে কাজ করা যায়।
- হার্ডডিস্ক স্থানান্তরযোগ্য।
- ফ্লপি ডিস্কের ন্যায় একটি কম্পিউটারের হার্ডডিস্ক ড্রাইভে হার্ডডিস্ক ঢুকিয়ে কাজ করে তা অন্য একটি কম্পিউটারের হার্ডডিস্ক ড্রাইভে ঢুকিয়ে অবশিষ্ট কাজ সম্পাদন করে।
সূত্র: ১। কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা।
0
Updated: 2 months ago
নিচের কোনটি সহায়ক মেমরি?
Created: 2 months ago
A
র্যাম
B
হার্ডডিস্ক
C
ক্যাশ মেমরি
D
প্রসেসর
সহায়ক মেমরি (Secondary Memory)
-
কম্পিউটারের সেই মেমরি যেখানে তথ্য, নির্দেশাবলি, অডিও, ভিডিও, ইমেজ স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়।
-
CPU-এর সঙ্গে সরাসরি সংযোগ না থাকায় ধীরগতি সম্পন্ন।
-
বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটার বন্ধ হলেও তথ্য হারায় না।
উদাহরণ: হার্ডডিস্ক, সিডি, ডিভিডি, পেনড্রাইভ, জিপ ড্রাইভ, ম্যাগনেটিক টেপ
অন্যান্য অপশন:
-
র্যাম (RAM): প্রাইমারি মেমরি, দ্রুত যোগাযোগ করে, অস্থায়ী।
-
ক্যাশ মেমরি: প্রাইমারি মেমরির উচ্চগতির অংশ, CPU-এর কাছে।
-
প্রসেসর: মেমরি নয়, CPU হিসেবে হিসাব-নিকাশ সম্পাদন করে।
0
Updated: 2 months ago