নিচের কোন ডিভাইসটি হতে শুধুমাত্র তথ্য পড়া (Read) যায় কিন্তু লেখা (Write) যায় না?
A
রম
B
র্যাম
C
হার্ডডিস্ক
D
ফ্লপি ডিস্ক
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো ক) রম।
রম (ROM - Read Only Memory) একটি প্রকারের মেমরি যা শুধুমাত্র তথ্য পড়ার জন্য ব্যবহৃত হয়, এতে লেখা (Write) যায় না। এটি সাধারণত কম্পিউটার বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে স্টোরেজ হিসেবে ব্যবহার হয় যেখানে স্থায়ী তথ্য বা ফার্মওয়্যার সংরক্ষণ করা থাকে।
0
Updated: 19 hours ago
ROM ভিত্তিক প্রোগ্রামের নাম কি?
Created: 2 months ago
A
malware
B
firmware
C
virus
D
lip - lop
ROM (রিড ওনলি মেমরি)
-
ROM এর পূর্ণরূপ হলো Read Only Memory।
-
ROM-এ থাকা তথ্য পরিবর্তন করা যায় না।
-
ROM-ভিত্তিক প্রোগ্রামকে Firmware বলা হয়।
-
সাধারণত, কম্পিউটার তৈরি হওয়ার সময় যে সকল প্রোগ্রাম স্থায়ীভাবে মেমরিতে রাখা হয়, সেগুলো ফার্মওয়্যার।
-
এই প্রোগ্রামগুলো কম্পিউটারের পর্দায় দেখা যায়, কিন্তু ব্যবহারকারী এগুলোতে কোনো পরিবর্তন করতে পারে না।
-
উদাহরণস্বরূপ, কম্পিউটার চালু করলে স্বয়ংক্রিয়ভাবে কিছু তথ্য মনিটরে প্রদর্শিত হয়; এগুলোই ROM-ভিত্তিক ফার্মওয়্যারের আউটপুট।
উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল, ২০২১ সংস্করণ)
0
Updated: 2 months ago
BIOS সাধারণত কোথায় সংরক্ষিত থাকে?
Created: 2 months ago
A
Cache
B
Hard Drive
C
ROM
D
RAM
সংক্ষেপে ব্যাখ্যা:
BIOS (Basic Input Output System) হলো কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ ফার্মওয়্যার যা কম্পিউটার চালু হওয়ার সময় হার্ডওয়্যার পরীক্ষা করে এবং অপারেটিং সিস্টেম লোড করতে সাহায্য করে। এটি ROM-এ সংরক্ষিত থাকে, কারণ ROM-এ থাকা তথ্য বিদ্যুৎ বন্ধ হলেও থাকে, ফলে প্রতিবার কম্পিউটার চালু হলে BIOS সক্রিয় হয়।
BIOS-এর প্রধান কাজ:
-
কম্পিউটারের সাথে সংযুক্ত পারিফেরাল ডিভাইস (কীবোর্ড, মাউস, ডিস্ক ড্রাইভ ইত্যাদি) শনাক্ত করা।
-
অপারেটিং সিস্টেমকে RAM-এ লোড করা।
উল্লেখযোগ্য বিষয়:
-
ROM হওয়ায় BIOS স্থায়ী থাকে।
-
আধুনিক কম্পিউটারে BIOS-এর জায়গায় UEFI (Unified Extensible Firmware Interface) ব্যবহার শুরু হয়েছে, যা দ্রুত বুটিং এবং বড় ড্রাইভ সাপোর্ট করে।
উৎস:
-
মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
-
Britannica।
0
Updated: 2 months ago
ROM-এ স্থায়ীভাবে যে সফটওয়্যার রাখা থাকে তাকে কী বলে?
Created: 1 month ago
A
ম্যালওয়্যার
B
ফার্মওয়্যার
C
ভাইরাস
D
ফ্লিপ-ফ্লপ
ফার্মওয়্যার হলো এক ধরনের বিশেষ সফটওয়্যার যা ROM (Read Only Memory)-এ স্থায়ীভাবে সংরক্ষিত থাকে এবং হার্ডওয়্যার সঠিকভাবে চালাতে সাহায্য করে। এটি মূলত কম্পিউটার বা যেকোনো ইলেকট্রনিক ডিভাইসের মৌলিক কার্যক্রম শুরু করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা সরবরাহ করে। ব্যবহারকারীরা সাধারণত এটিকে পরিবর্তন বা সংশোধন করতে পারে না।
ROM এবং Firmware সম্পর্কিত তথ্য:
-
ROM এর পূর্ণরূপ হলো Read Only Memory।
-
ROM-এ সংরক্ষিত তথ্য পরিবর্তন করা যায় না বা খুব সীমিতভাবে পরিবর্তনযোগ্য।
-
ROM ভিত্তিক প্রোগ্রামকে Firmware বলা হয়।
-
কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইস তৈরি করার সময় এর মেমরিতে স্থায়ীভাবে সংরক্ষিত যে প্রোগ্রামগুলো থাকে, সেগুলোই ফার্মওয়্যার।
-
ব্যবহারকারীর পক্ষে এই প্রোগ্রাম সরাসরি পরিবর্তন করা সম্ভব নয়।
-
উদাহরণস্বরূপ, কম্পিউটার চালু করলে স্বয়ংক্রিয়ভাবে মনিটরে যে প্রাথমিক তথ্য দেখা যায় (যেমন BIOS/POST স্ক্রিন), সেগুলো ফার্মওয়্যারের আউটপুট।
0
Updated: 1 month ago