বিজয় লে-আউটে বাংলা লেখার সময় 'ত' বর্ণটি লিখতে কম্পিউটারের কীবের্ডে ইংরেজী কোন বর্ণটি চাপতে হবে?
A
R
B
K
C
G
D
M
উত্তরের বিবরণ
বিজয় লে-আউটে বাংলা লেখার সময় 'ত' বর্ণটি লিখতে কম্পিউটারের কীবোর্ডে ইংরেজী "K" বর্ণটি চাপতে হয়।
সঠিক উত্তর হল:
খ) K
0
Updated: 20 hours ago
F1 কী-এর কাজ কী?
Created: 1 month ago
A
ফাইল সেভ করা
B
Help মেনু খোলা
C
উইন্ডো বন্ধ করা
D
সার্চ চালু করা
ফাংশন কী (F1–F12) এর সাধারণ ব্যবহার
-
F1 → Help মেনু খুলে।
-
F2 → নির্বাচিত ফাইল বা ফোল্ডার Rename করা যায়।
-
F3 → সার্চ বা খোঁজার অপশন চালু করে।
-
F4 →
-
শুধু F4: ব্রাউজারে শেষ অ্যাকশন রিপিট করে।
-
Alt + F4: বর্তমান উইন্ডো বন্ধ করে।
-
-
F5 → Refresh (ওয়েবপেজ বা ডেস্কটপ রিফ্রেশ)।
-
F6 → ব্রাউজারের Address bar নির্বাচন করে।
-
F7 → Word-এ Spelling ও Grammar Check চালু করে।
-
F8 → উইন্ডোজ চালুর সময় Safe Mode চালুর জন্য ব্যবহৃত হয়।
-
F9 → কিছু প্রোগ্রামে নির্দিষ্ট ফাংশনের জন্য (যেমন MS Word-এ রিফ্রেশ ফিল্ড কোড)।
-
F10 → মেনু বার চালু করে (Shift + F10 → Right-click এর বিকল্প)।
-
F11 → Fullscreen Mode অন/অফ করে।
-
F12 → Save As (Word-এ), কিছু সফটওয়্যারে ভিন্ন কাজ করে।
0
Updated: 1 month ago
কম্পিউটারের কোন 'ফাংশন কী' চাপলে সাধারণত ফুলস্ক্রিন মোডে পরিবর্তিত হয়?
Created: 2 months ago
A
F5
B
F7
C
F9
D
F11
0
Updated: 2 months ago
কীবোর্ডে End কী-এর প্রধান কাজ কী?
Created: 4 weeks ago
A
কার্সরকে লাইনের শেষের দিকে নিয়ে যায়
B
কার্সরকে লাইনের শুরুতে নিয়ে যায়
C
বর্তমান শব্দটি মুছে ফেলে
D
টাস্ক ম্যানেজার খুলে
কীবোর্ডের End কী মূলত কার্সরকে লাইনের শেষের দিকে নিয়ে যাওয়ার জন্য ব্যবহৃত হয়। এটি টেক্সট এডিটরে কাজ করার সময় দ্রুত কার্সরকে লাইনের শেষে সরানোর সুযোগ দেয়, ফলে দীর্ঘ লাইন বা ডকুমেন্টে সময় বাঁচানো যায়। End কী সাধারণত Home কী-এর বিপরীত, যা কার্সরকে লাইনের শুরুতে নিয়ে যায়। এটি কোনো শব্দ মুছতে বা টাস্ক ম্যানেজার খোলার জন্য ব্যবহৃত হয় না।
-
নেভিগেশন কী:
-
নেভিগেশন কী ব্যবহার করে ডকুমেন্টে ঘুরে বেড়ানো এবং কার্সর পরিচালনা করা যায়।
-
নেভিগেশন কী ১০টি, যেমন: Delete, Insert, Home, End, Page Up, Page Down, Arrow Keys ইত্যাদি।
-
-
কন্ট্রোল কী:
-
কীবোর্ডের মাধ্যমে বিভিন্ন নির্দেশ দেওয়ার জন্য কন্ট্রোল কী ব্যবহৃত হয়।
-
যেমন: Ctrl, Alt, Windows লোগো কী।
-
-
মডিফায়ার কী:
-
এই কীগুলো একা বা অন্য কী-এর সঙ্গে মিলিয়ে কাজ করতে পারে।
-
যেমন: Shift, Ctrl, Alt।
-
-
নিউমেরিক কীপ্যাড:
-
এতে 0-9 সংখ্যার কী এবং যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি চিহ্নিত ১৭টি কী থাকে।
-
0
Updated: 4 weeks ago