Who is the artist in Fra Lippo Lippi?
A
Fra Lippo Lippi
B
Andrea del Sarto
C
My Last Duchess
D
Rabbi Ben Ezra
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
What nickname is Andrea del Sarto known by in art history?
Created: 1 month ago
A
The Divine Painter
B
The Faultless Painter
C
The Painter of Light
D
The Master of Florence
অ্যান্ড্রিয়া দেল সার্তোকে শিল্পের ইতিহাসে বলা হয় “The Faultless Painter”। কারণ তার চিত্রকর্মগুলো টেকনিক্যালি ছিল অত্যন্ত নিখুঁত। ড্রয়িং, পার্সপেকটিভ, রঙের ব্যবহার—সবকিছুতেই ছিল কারিগরি নিখুঁততা।
কিন্তু তার শিল্পে সেই প্রাণময়তা বা আত্মার দীপ্তি অনুপস্থিত ছিল, যা রাফায়েল বা মাইকেলেঞ্জেলোর কাজকে মহিমান্বিত করেছে। ব্রাউনিং এই দ্বৈততা তুলে ধরেছেন কবিতায়। তিনি দেখিয়েছেন, নিখুঁততা থাকলেও প্রেরণার অভাবে শিল্পী সত্যিকার মহত্ত্ব অর্জন করতে পারে না।
Faultless অর্থাৎ “ত্রুটিহীন” হলেও এই নাম আসলে একধরনের বিদ্রূপও বয়ে আনে—কারণ নিখুঁততায় প্রাণের উচ্ছ্বাস নেই। তাই Faultless Painter Andrea del Sarto হয়ে ওঠেন শিল্পের সীমাবদ্ধতার প্রতীক।

1
Updated: 1 month ago
What figure of speech is used in “Flower o’ the broom, Take away love, and our earth is a tomb”?
Created: 1 month ago
A
Personification
B
Metaphor
C
Hyperbole
D
Simile
এখানে পৃথিবীকে “tomb” বা কবরের সঙ্গে তুলনা করা হয়েছে, যদি ভালোবাসা না থাকে। এটি একটি রূপক, যা বোঝায়—ভালোবাসা ছাড়া জীবন মৃত। Lippo-র মানবপ্রেমী শিল্পদর্শনের প্রতিফলন এখানেই।

1
Updated: 1 month ago
The poem "The Patriot" was written by-
Created: 6 days ago
A
Matthew Arnold
B
William Hazlitt
C
Robert Browning
D
Sir Walter Scott
“The Patriot” কবিতাটি Robert Browning রচিত একটি বিখ্যাত dramatic monologue, যা প্রকাশিত হয়েছিল ১৮৪২ সালে তাঁর কাব্যগ্রন্থ “Dramatic Lyrics”-এ। এই কবিতায় কবি এক দেশপ্রেমিকের জীবনের করুণ পরিণতি এবং জনসাধারণের চঞ্চল, দ্বিমুখী মানসিকতা তুলে ধরেছেন।
• The Patriot:
-
এটি Robert Browning রচিত শ্রেষ্ঠ dramatic monologue-গুলোর একটি।
-
কবিতাটি প্রথম প্রকাশিত হয় ১৮৪২ সালে “Dramatic Lyrics” কাব্যগ্রন্থে।
-
এতে এক সময়ের জনপ্রিয় দেশপ্রেমিক যিনি এক বছর আগে জনগণের প্রশংসা ও ভালোবাসায় সিক্ত ছিলেন, তিনি পরবর্তীতে অবমূল্যায়ন ও অপমানের শিকার হন।
-
কবিতার কেন্দ্রীয় ভাব হলো Irony, অর্থাৎ একই জনগণ এক সময় প্রশংসা করে, আবার অন্য সময় ঘৃণায় পাথর ছোঁড়ে।
-
কবিতার বক্তা (the Patriot) অতীতের গৌরবময় মুহূর্তের কথা স্মরণ করে বর্তমানের লাঞ্ছিত অবস্থা বর্ণনা করে এবং শেষে বলে যে—এই জগতে ন্যায় না পেলেও পরলোকে ন্যায়বিচার পাবেন।
-
কবিতার অন্যতম বিখ্যাত লাইন: “Thus I entered, and thus I go!”
-
এর মাধ্যমে কবি বুঝিয়েছেন—একসময় তিনি যেভাবে উল্লাসে রাজপথে প্রবেশ করেছিলেন, আজ সেই পথেই মৃত্যুর মুখে যাচ্ছেন, তবে অন্তরে শান্তি আছে কারণ তিনি জানেন যে সত্য পরলোকে প্রতিফল পাবে।
• Robert Browning (1812–1889):
-
তিনি ছিলেন Victorian Age-এর একজন প্রধান ইংরেজ কবি।
-
Dramatic monologue রচনায় তাঁর দক্ষতা ও মানবমনস্তত্ত্বের সূক্ষ্ম বিশ্লেষণ তাঁকে আলাদা মর্যাদা দিয়েছে।
-
তাঁর কবিতায় প্রায়ই নৈতিক দ্বন্দ্ব, আত্মসমালোচনা এবং মানসিক জটিলতা ফুটে ওঠে।
-
তাঁর স্ত্রী Elizabeth Barrett Browning-ও সমসাময়িক এক বিখ্যাত কবি ছিলেন।
• Notable Works (Poems):
-
Porphyria’s Lover
-
My Last Duchess
-
Fra Lippo Lippi
-
The Patriot
-
Rabbi Ben Ezra
-
Andrea del Sarto
-
Sordello
-
Paracelsus
-
Pippa Passes (verse drama)
-
The Pied Piper of Hamelin
-
Bishop Blougram’s Apology (long poem)
-
Christmas Eve and Easter-Day (long poem)
• Books of Poems:
-
Dramatis Personae
-
Men and Women
-
Dramatic Lyrics
-
The Ring and the Book
• অতিরিক্ত তথ্য:
-
Robert Browning-এর “The Patriot” কবিতাটি মানুষের অকৃতজ্ঞতা, সময়ের পরিবর্তনশীলতা এবং মানবজীবনের অনিত্যতা তুলে ধরে।
-
কবিতাটি আধ্যাত্মিক আশা ও ন্যায়ের বিশ্বাস দ্বারা শেষ হয়, যেখানে কবি বিশ্বাস প্রকাশ করেন যে মানুষের প্রকৃত মূল্যায়ন ঈশ্বরের বিচারে হবে।
-
উল্লেখযোগ্য যে, “Patriotism” নামক কবিতাটি Sir Walter Scott রচিত, যা “The Patriot” থেকে ভিন্ন।

0
Updated: 6 days ago