তেভাগা আন্দোলনের নেতৃত্ব দেন কোন সাহসী নারী?
A
রানী ভবানী
B
ইলা মিত্র
C
প্রীতিলতা ওয়াদ্দেদার
D
সুমিত্রা দেবী
উত্তরের বিবরণ
১৯৪৬-৪৭ সালে ফসলের দুই-তৃতীয়াংশের উপর কৃষকের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বাংলার ১৯টি জেলায় তেভাগা আন্দোলন গড়ে ওঠে, যা ১৯৪৯-৫০ সাল পর্যন্ত বিস্তৃত ছিল। তেভাগা আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল কৃষকদের ফসলের একটি বড় অংশ অধিকার প্রতিষ্ঠা করা। রাজশাহী জেলার, বিশেষভাবে নাচোলের কৃষকদের সংগঠিত করতে ইলা মিত্র অবিস্মরণীয় ভূমিকা পালন করেন, যা আন্দোলনকে আরো শক্তিশালী করে তোলে।
-
তেভাগা আন্দোলন কৃষকদের ফসলের অধিকারের দাবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
১৯টি জেলা এই আন্দোলনে অংশগ্রহণ করে, যা সমাজে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে।
-
ইলা মিত্র রাজশাহী জেলার, বিশেষত নাচোলের কৃষকদের সংগঠিত করার মাধ্যমে আন্দোলনকে বিস্তৃত করেন।
-
তেভাগা আন্দোলন ১৯৪৯-৫০ সাল পর্যন্ত পরিব্যাপ্ত থাকে এবং এর প্রভাব বাংলা কৃষক সমাজে দীর্ঘকালীন ছিল।
0
Updated: 20 hours ago
"নবযুগ তেভাগা খামার" কে প্রতিষ্ঠা করেন?
Created: 2 months ago
A
ড. মুহাম্মদ ইউনূস
B
আবদুল জলিল
C
ড. কামাল হোসেন
D
মুহাম্মদ জিয়াউর রহমান
0
Updated: 2 months ago