বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বপ্রথম নিচের কোন এলাকা শক্র মুক্ত হয়?
A
বরিশাল
B
খুলনা
C
সিলেট
D
কোনটিই নয়
উত্তরের বিবরণ
মুক্তিযোদ্ধা সংসদের যশোর জেলা কমান্ডার রাজেক আহমদ জানিয়েছেন যে, ৬ ডিসেম্বর তারা যশোর শহর থেকে শত্রু সেনাদের বিতাড়িত করেন। তবে, সেদিন শহরটি ছিল জনশূন্য। ফলে, ৭ ডিসেম্বর বিজয় মিছিল বের করা হয়। স্বাধীনতার পর থেকে ৭ ডিসেম্বর যশোর মুক্ত দিবস হিসেবে পালন করা হলেও, মুক্তিযোদ্ধা ও ইতিহাসবিদদের তথ্য অনুযায়ী ২০১০ সাল থেকে ৬ ডিসেম্বর যশোর মুক্ত দিবস হিসেবে উদযাপন করা শুরু হয়। ৮ ডিসেম্বর যশোর শহরের নিরাপত্তা দায়িত্ব নেয় মুক্তিবাহিনী।
-
৬ ডিসেম্বর শত্রু সেনাদের শহর থেকে বিতাড়িত করার পর, যশোর ছিল জনশূন্য।
-
৭ ডিসেম্বর যশোর শহরে বিজয় মিছিলের আয়োজন করা হয়, যা শহরের মুক্তির প্রতীক হয়ে দাঁড়ায়।
-
৭ ডিসেম্বরকে যশোর মুক্ত দিবস হিসেবে পালন করা হলেও, ২০১০ সাল থেকে ৬ ডিসেম্বরকেই মুক্ত দিবস হিসেবে উদযাপন করা হয়।
-
৮ ডিসেম্বর মুক্তিবাহিনী যশোর শহরের নিরাপত্তা গ্রহণ করে, যা শহরের স্বাধীনতার পরবর্তী ধাপ ছিল।
0
Updated: 20 hours ago
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে পাকিস্তানের পক্ষে যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করে কোন দেশ?
Created: 1 month ago
A
সোভিয়েত ইউনিয়ন
B
মার্কিন যুক্তরাষ্ট্র
C
জাপান
D
কানাডা
মুক্তিযুদ্ধকালীন বৃহৎ শক্তির ভূমিকা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন আন্তর্জাতিক উদ্যোগ ও অবস্থানের মাধ্যমে বিশেষভাবে প্রকাশ পেয়েছিল। প্রধান তথ্যসমূহ হলো:
-
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন জাতিসংঘে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল।
-
একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে মোট তিনবার যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘে উত্থাপন করেছিল।
-
প্রতিবারই সোভিয়েত ইউনিয়ন সেই প্রস্তাবে ভেটো প্রদান করে, ফলে পাকিস্তানপন্থী প্রচেষ্টা ব্যর্থ হয়।
0
Updated: 1 month ago
১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর কতজন মুক্তিযোদ্ধাকে খেতাব প্রদান করা হয়?
Created: 2 months ago
A
৫৭৬ জন
B
৪৭৬ জন
C
৬৭৬ জন
D
৭৭৬ জন
-
বীরত্বসূচক খেতাব
-
বীরত্বসূচক খেতাব বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতা প্রদর্শন এবং আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের প্রদত্ত খেতাব।
-
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন মুক্তিবাহিনীর সদস্যদের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি দেওয়া এবং তাদের মধ্যে আত্মত্যাগের প্রেরণা সৃষ্টি করার উদ্দেশ্যে বীরত্বসূচক খেতাব প্রদানের প্রস্তাব মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম.এ.জি. ওসমানী মুজিবনগর সরকারের মন্ত্রিপরিষদে মে মাসের প্রথম দিকে উপস্থাপন করেন।
-
১৬ মে মন্ত্রিপরিষদের বৈঠকে এই প্রস্তাবটি অনুমোদিত হয়।
-
প্রস্তাবে চার পর্যায়ের খেতাব প্রদানের বিধান ছিল:
১. সর্বোচ্চ পদ
২. উচ্চ পদ
৩. প্রশংসনীয় পদ
৪. বীরত্বসূচক প্রশংসাপত্র
-
-
১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর প্রদত্ত খেতাবসমূহ
-
বীরশ্রেষ্ঠ: ৭ জন
-
বীর উত্তম: ৬৮ জন
-
বীর বিক্রম: ১৭৫ জন
-
বীর প্রতীক: ৪২৬ জন
-
সূত্র: বাংলাপিডিয়া এবং প্রথম আলো রিপোর্ট
0
Updated: 2 months ago
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে 'অপারেশন কিলো ফ্লাইট' পরিচালনা করে কোন বাহিনী?
Created: 2 months ago
A
নৌবাহিনী
B
সেনাবাহিনী
C
বিমান বাহিনী
D
কিলো কমান্ডো
-
অপারেশন কিলো ফ্লাইট:
-
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম সামরিক আকাশ অভিযান।
-
ভারত সরকারের দেওয়া তিনটি সিভিলিয়ান বিমানকে যুদ্ধবিমানে রূপান্তর করে এই অভিযান পরিচালনা করা হয়।
-
স্কোয়াড্রন লিডার বদরুল আলমসহ মুক্তিযোদ্ধা পাইলটরা চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে পাকিস্তানি তেলের ডিপোতে সফল হামলা চালান।
-
এই আক্রমণ পাকিস্তানি বাহিনীর যোগাযোগ ও রসদ সরবরাহ ব্যবস্থা ধ্বংস করে।
-
স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান হামলা হিসেবে এটি এক গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক মাইলফলক।
-
সূত্র: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বিবিসি নিউজ
0
Updated: 2 months ago