Who became the first martyr in our liberation war among the seven Bir Sreshtho?
A
Mohiuddin Jahangir
B
Hamidur Rahman
C
Munshi Abdur Rauf
D
Muhammad Mustafa
উত্তরের বিবরণ
বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আবদুর রউফ (১ মে ১৯৪৯ – ৮ এপ্রিল ১৯৭১) বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন সাহসী শহীদ।
-
জন্মগ্রাম: ফরিদপুর জেলার মধুখালী থানার সালামতপুর গ্রাম।
-
সমাধি স্থান: রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে, কেন্দ্রিয় শহীদ মিনারের পাশে।
-
২০১৪ সালে পিলখানায় অবস্থিত বাংলাদেশ রাইফেলস কলেজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ।
-
এই প্রতিষ্ঠান তার সাহসিকতা ও ত্যাগের প্রতি সম্মান জানাতে নামকরণ করা হয়েছে।
0
Updated: 21 hours ago
‘Don't count the days, make the days count.’ Quoted by whom?
Created: 21 hours ago
A
George Washington
B
Muhammad Ali
C
Edmund Hillary
D
Issac Newton
“Don’t count the days, make the days count.” — Muhammad Ali
This quote emphasizes the importance of making each day meaningful and productive, rather than simply waiting for time to pass. It inspires people to focus on action, growth, and purpose, reminding us that true success comes from how we use our days, not just how many we live.
0
Updated: 21 hours ago
পাঁচটি ধারাবাহিক পূর্ণসংখ্যার গড় হলো ১৫ সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কত?
Created: 2 weeks ago
A
১৮ (সঠিক উত্তরঃ ১৭)
B
২০
C
২২
D
২৪
প্রশ্ন: পাঁচটি ধারাবাহিক পূর্ণসংখ্যার গড় হলো ১৫ সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কত?
সমাধান:
ধরি,
ধারাবাহিক পাঁচটি পূর্ণসংখ্যার ক, ক + ১, ক + ২, ক + ৩, ক + ৪
প্রশ্নমতে,
(ক + ক + ১ + ক + ২ + ক + ৩ + ক + ৪)/৫ = ১৫
বা, ৫ক + ১০ = ১৫ × ৫
বা, ৫ক + ১০ = ৭৫
বা, ৫ক = ৬৫
∴ ক = ১৩
সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা = ১৩ + ৪ = ১৭
অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
0
Updated: 2 weeks ago
একজন লোক উত্তর-পশ্চিম দিকে মুখ করে আছে। সে ঘড়ির কাঁটার দিকে ৯০° ঘুরে, তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০° ঘুরে এবং তারপর একই দিকে আরো ৯০° ঘুরে। এখন সে কোন দিকে মুখ করে আছে?
Created: 2 weeks ago
A
দক্ষিণ
B
দক্ষিণ-পশ্চিম
C
দক্ষিণ-পূর্ব
D
পূর্ব
প্রথমে লোকটির মুখের দিক পরিবর্তনের ধাপগুলো বোঝা দরকার। সে বিভিন্ন কোণে ঘুরে নিজের অবস্থান পরিবর্তন করেছে, তাই শেষদিকে সে কোন দিকে মুখ করে আছে তা নির্ভর করছে তার ঘোরার ক্রমানুসারে।
-
শুরুতে সে উত্তর-পশ্চিম দিকে মুখ করে ছিল।
-
প্রথমে ঘড়ির কাঁটার দিকে ৯০° ঘুরলে সে মুখ করে উত্তর-পূর্ব দিকে।
-
এরপর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০° ঘোরায় তার মুখ হয় দক্ষিণ-পশ্চিম দিকে।
-
শেষবার একই দিক অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে ৯০° ঘোরায় সে মুখ করে দক্ষিণ-পূর্ব দিকে।
অতএব, লোকটি শেষ পর্যন্ত দক্ষিণ-পূর্ব দিকে মুখ করে আছে।

0
Updated: 2 weeks ago