What is the Duke’s attitude toward his late wife in My Last Duchess?
A
Indifferent
B
Loving and forgiving
C
Jealous and controlling
D
Sad but accepting
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
Who is the speaker in Rabbi Ben Ezra?
Created: 2 months ago
A
Rabbi Ben Ezra
B
Robert Browning
C
Matthew Arnold
D
Alfred Tennyson

0
Updated: 2 months ago
How does Fra Lippo Lippi view the role of art in society in the poem?
Created: 2 weeks ago
A
Art is a tool for religious worship and spiritual expression
B
Art is meant to reflect reality and serve as a form of personal expression
C
Art is irrelevant in the face of religious devotion
D
Art should be confined to religious contexts only
Fra Lippo Lippi কবিতায়, ফ্রা লিপ্পো আর্টকে বাস্তবতার প্রতিবিম্ব এবং ব্যক্তিগত অভিব্যক্তি হিসেবে দেখে। সে বিশ্বাস করে যে, শিল্পীকে তার অনুভূতি এবং দর্শন প্রকাশ করার জন্য স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত, যা কখনোই কেবল ধর্মীয় আদর্শের মধ্যে সীমাবদ্ধ নয়।
ফ্রা লিপ্পো মনে করেন যে, শিল্প তার সৃজনশীলতার মুক্ততা এবং মানবিক অভ্যন্তরীণ সত্যের প্রকাশ। সে এমন এক শিল্পী, যে ধর্মীয় জীবনের বাধার মধ্যেও প্রকৃতির সৌন্দর্য এবং মানবিক অনুভূতির প্রতি তার দৃষ্টি সংযুক্ত রাখতে চায়।

0
Updated: 2 weeks ago
What symbolic time of day dominates Andrea’s reflections?
Created: 1 month ago
A
Morning
B
Afternoon
C
Twilight/Evening
D
Midnight
কবিতায় অ্যান্ড্রিয়া বারবার সন্ধ্যা ও গোধূলির উল্লেখ করেন। “A common greyness silvers everything,—All in a twilight, you and I alike.” এখানে গোধূলি বা twilight প্রতীক হিসেবে এসেছে অ্যান্ড্রিয়ার জীবন ও শিল্পকে বোঝাতে।
তার জীবন যেন দিনের মতো নয়—উজ্জ্বল সূর্যোদয় বা দীপ্ত midday নেই, আছে কেবল ম্লান গোধূলি। এই twilight তার দাম্পত্য জীবনের ক্লান্তি, শিল্পের অপূর্ণতা এবং অনুপ্রেরণাহীন নিখুঁততাকে প্রকাশ করে। আবার, twilight বোঝায় জীবন ও মৃত্যুর মাঝামাঝি অবস্থা—একজন শিল্পীর অস্তগামী জীবনের প্রতীক। ফিয়েসোলের শান্ত পাহাড়ি দৃশ্য আর মঠের ঘণ্টাধ্বনি এই গোধূলি ভাবকে আরও জোরালো করে তোলে। ফলে সময়ের প্রতীক হিসেবে twilight কবিতার আবহ গড়ে তোলে।

1
Updated: 1 month ago