‘Don't count the days, make the days count.’ Quoted by whom?
A
George Washington
B
Muhammad Ali
C
Edmund Hillary
D
Issac Newton
উত্তরের বিবরণ
“Don’t count the days, make the days count.” — Muhammad Ali
This quote emphasizes the importance of making each day meaningful and productive, rather than simply waiting for time to pass. It inspires people to focus on action, growth, and purpose, reminding us that true success comes from how we use our days, not just how many we live.
0
Updated: 21 hours ago
নিম্নের শব্দগুলো অভিধানে যে ক্রমে আছে সেভাবে সাজান;
(১) Protect (২) Pragmatic (৩) Pastel (8) Postal (৫) Pebble
Created: 2 weeks ago
A
৪৩৫২১
B
৩৫৪২১
C
৩৪৫১২
D
৪৩৫১২
প্রশ্ন: নিম্নের শব্দগুলো অভিধানে যে ক্রমে আছে সেভাবে সাজান;
(১) Protect (২) Pragmatic
(৩) Pastel (8) Postal
(৫) Pebble
সমাধান:
১ম বর্ণ P যা সবগুলো শব্দের মধ্যে আছে।
অভিধানের ক্রম
(৩) Pastel বর্ণ a, যা অভিধানে সবার প্রথমে আসে;
(৫) Pebble বর্ণ e, প্রদত্ত শব্দগুলোর মধ্যে ২য়;
(8) Postal বর্ণ o, প্রদত্ত শব্দগুলোর মধ্যে ৩য়;
(২) Pragmatic বর্ণ ra, প্রদত্ত শব্দগুলোর মধ্যে ৪র্থ;
(১) Protect বর্ণ r, প্রদত্ত শব্দগুলোর মধ্যে ৫ম;
সঠিক উত্তর ৩৫৪২১
0
Updated: 2 weeks ago
সেই জুটি নির্বাচন করুন যা- 'Children : pediatrician' জুটির মধ্যে প্রকাশিত সম্পর্কটির মতো একটি সম্পর্ককে সর্বোত্তমভাবে প্রকাশ করে।
Created: 2 weeks ago
A
Adult : Orthopedist
B
Kidney : Nephrologist
C
Females : Gynecologist
D
Skin : Darmatologist
প্রশ্ন: সেই জুটি নির্বাচন করুন যা- 'Children : pediatrician' জুটির মধ্যে প্রকাশিত সম্পর্কটির মতো একটি সম্পর্ককে সর্বোত্তমভাবে প্রকাশ করে।
এই প্রশ্নে দুটি শব্দের মধ্যে সম্পর্ক বোঝাতে বলা হয়েছে। এখানে Children : Pediatrician জুটিতে দেখা যাচ্ছে, শিশুদের রোগ চিকিৎসা করেন শিশুরোগ বিশেষজ্ঞ। অর্থাৎ প্রথম শব্দটি একজন মানুষের একটি নির্দিষ্ট শ্রেণি, আর দ্বিতীয়টি সেই শ্রেণির রোগ নিরাময়কারী চিকিৎসক। এই সম্পর্কটি বজায় রেখে নিচের জুটিগুলোর বিশ্লেষণ করলে দেখা যায়—
-
Adult : Orthopedist – এটি সঠিক নয়, কারণ অর্থোপেডিস্ট শুধু প্রাপ্তবয়স্ক নয়, শিশু ও বৃদ্ধ—সব বয়সের মানুষের হাড় ও মাংসপেশির রোগ নিরাময় করেন।
-
Kidney : Nephrologist – এটি ভুল, কারণ এখানে কিডনি কোনো ব্যক্তি নয়, বরং দেহের একটি অঙ্গ, আর নেফ্রোলজিস্ট সেই অঙ্গের রোগ বিশেষজ্ঞ।
-
Female : Gynecologist – এটি সঠিক সম্পর্ক প্রকাশ করে। কারণ নারী মানুষের শ্রেণি বোঝায়, আর গাইনোকোলজিস্ট নারী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক।
-
Skin : Dermatologist – এটিও ভুল, কারণ চামড়া মানুষ নয়, দেহের একটি অংশ মাত্র, আর ডার্মাটোলজিস্ট সেই অংশের রোগ বিশেষজ্ঞ।
সুতরাং এখানে Children ও Female উভয়ই মানুষ, আর Pediatrician ও Gynecologist উভয়ই নির্দিষ্ট শ্রেণির মানুষের চিকিৎসক। তাই Children : Pediatrician এর মতো সম্পর্ক প্রকাশ করে এমন সঠিক জুটি হলো Female : Gynecologist।
0
Updated: 2 weeks ago
নিচের কোন শব্দটি অন্যদের থেকে আলাদা?
Created: 2 weeks ago
A
Kiwi
B
Eagle
C
Emu
D
Ostrich
প্রশ্ন: Kiwi, Eagle, Emu, Ostrich এখানে কোন শব্দটি অন্যদের থেকে আলাদা?
0
Updated: 2 weeks ago