What is the genre of Great Expectations?
A
Bildungsroman
B
Epic
C
Sonnet
D
Drama
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
What is the symbolic meaning of the stopped clocks in Miss Havisham’s house?
Created: 1 month ago
A
Death
B
Frozen time after betrayal
C
Loss of wealth
D
Fear of marriage
বাংলা ব্যাখ্যা: Miss Havisham-এর ঘড়িগুলো বিয়ের দিন থেকে চিরতরে থেমে আছে। এটি প্রতীক—প্রেমে প্রতারণার পর তার জীবনে সময় যেন আর এগোয়নি। বাড়ি, পোশাক, কেক—সব কিছু স্থবির হয়ে আছে। Dickens এই প্রতীক ব্যবহার করে দেখিয়েছেন, প্রতিশোধ ও দুঃখ মানুষকে জীবনের প্রবাহ থেকে আলাদা করে দেয়। সময়ের সঙ্গে না চললে জীবনও ধ্বংসস্তুপে পরিণত হয়।

0
Updated: 1 month ago
What is the fate of Drummle?
Created: 1 month ago
A
He becomes rich and powerful
B
He dies in a horse accident
C
He is killed by Compeyson
D
He marries Biddy
বাংলা ব্যাখ্যা: Drummle ছিল অহংকারী ও নিষ্ঠুর। সে পশুদের প্রতি অত্যাচার করত। শেষমেশ ঘোড়াকে নির্যাতন করতে গিয়ে দুর্ঘটনায় মারা যায়। Dickens দেখিয়েছেন, নিষ্ঠুরতার ফল ভয়াবহ।

0
Updated: 1 month ago
How does Magwitch die in the novel?
Created: 1 month ago
A
In prison after trial
B
In fire accident
C
Drowning in the river
D
Executed by hanging
বাংলা ব্যাখ্যা: Abel Magwitch, সেই অপরাধী যাকে Pip ছোটবেলায় সাহায্য করেছিল, উপন্যাসের শেষদিকে ধরা পড়ে। তার বিরুদ্ধে কঠোর আইন চলে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু রায় কার্যকর হওয়ার আগেই অসুস্থ হয়ে সে কারাগারে মারা যায়। মৃত্যুর আগে Pip তাকে সান্ত্বনা দেয় যে তার মেয়ে Estella জীবিত ও সুন্দরী। Dickens এখানে দেখিয়েছেন—আইন হয়তো তাকে অপরাধী হিসেবে বিচার করেছে, কিন্তু মানুষের দৃষ্টিতে সে ছিল কৃতজ্ঞতা ও ভালোবাসার প্রতীক।

0
Updated: 1 month ago