a,b,c,d চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা?
A
Abcd
B
Ab+cd
C
abcd+1
D
abcd -1
উত্তরের বিবরণ
Let, a=1, b=2, c=3, d= 4
So, abcd = 1x2x3x4 = 24
Now, abcd+1 = 24+1 = 25 = 52
0
Updated: 23 hours ago
৪৫ থেকে ১০০ পর্যন্ত ৪ এর গুণিতক সংখ্যা মোট কতটি?
Created: 3 weeks ago
A
১২ টি
B
১৪ টি
C
১৬ টি
D
১৫ টি
প্রশ্ন: ৪৫ থেকে ১০০ পর্যন্ত ৪ এর গুণিতক সংখ্যা মোট কতটি?
সমাধান:
৪৫ থেকে ১০০ পর্যন্ত ৪ এর গুণিতকগুলো হলো,
৪৮, ৫২, ৫৬, ৬০, ৬৪, ৬৮, ৭২, ৭৬, ৮০, ৮৪, ৮৮, ৯২, ৯৬, ১০০
∴ সংখ্যা মোট ১৪ টি।
0
Updated: 3 weeks ago
নিচের কোন সংখ্যাটি অন্য রকম?
Created: 1 day ago
A
৪৩
B
২৩
C
১৯
D
১৬
১৬ সংখ্যা টি অন্যরকম।কারণ ১৬ জোড় এবং অন্যগুলো বিজোড়। আবার ১৬ যৌগিক সংখ্যা এবং অন্যগুলো মৌলিক সংখ্যা।
0
Updated: 1 day ago
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে ছোট সংখ্যাটি কত?
Created: 1 week ago
A
99
B
89
C
79
D
69
উ. 99
ধরা যাক, ছোট সংখ্যাটি x এবং বড় সংখ্যাটি x + 1।
প্রশ্নে বলা হয়েছে, তাদের বর্গের অন্তর (difference of squares) হলো 199।
অতএব,
⇒
⇒
⇒
⇒
অতএব, ছোট সংখ্যাটি হলো 99।
0
Updated: 1 week ago