Terrorists often use bombs to --- building and other kind of property .
A
blow in
B
blow-up
C
push
D
fall over
উত্তরের বিবরণ
Blow up (something) অর্থ হলো বিস্ফোরণ ঘটানো বা বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা।
ব্যাখ্যা:
-
যদি কোনো কিছু blows up হয়, তা বিস্ফোরিত হয়ে ধ্বংস হয়ে যায়।
-
যদি কেউ blows something up করে, তাহলে সেই ব্যক্তি কোনো বস্তু বিস্ফোরণের মাধ্যমে নষ্ট করে।
উদাহরণ:
-
Terrorists had threatened to blow up the embassy. → সন্ত্রাসীরা দূতাবাসটি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল।
-
The boiler blew up, wrecking the whole house. → বয়লারটি বিস্ফোরিত হয়ে পুরো বাড়ি ধ্বংস করে।
মূল বিষয়গুলো:
-
Blow up: বিস্ফোরণ ঘটানো বা বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস।
-
এটি কারো দ্বারা করা বা স্বতঃস্ফূর্তভাবে হওয়া উভয় ক্ষেত্রেই প্রযোজ্য।
0
Updated: 23 hours ago
He would be rich now if he ____ that business last year.
Created: 2 months ago
A
starts
B
had started
C
started
D
has started
বিশ্লেষণ:
-
Structure: would + be (present result) + if + past perfect (past action)
-
এটি একটি Mixed Conditional Sentence—অতীতের কোনো কাজ বর্তমানকে প্রভাবিত করছে।
✔ Present Result → He would be rich now (এখন ধনী হতো)
✔ Past Condition → if he had started that business last year (যদি সে গত বছর ওই ব্যবসা শুরু করত)
তাই if-clause-এ past perfect tense (had + past participle) ব্যবহার করা বাধ্যতামূলক।
0
Updated: 2 months ago
Find the error:
Didnot he tell you to come early?
Created: 1 month ago
A
Didnot
B
tell
C
come
D
early
• Correct Usage: Didn't (Did not)
-
Correct Sentence: Didn't he tell you to come early?
-
এখানে "Didnot" ভুলভাবে ব্যবহৃত হয়েছে।
-
সঠিক হবে: "Did he not tell you to come early?" অথবা সংক্ষেপে "Didn't he tell you to come early?"
-
-
Grammar Rule:
-
যখন "did" ব্যবহৃত হয়, "not" আলাদা রেখে ব্যবহার করতে হয়।
-
"Did + not" একত্র করলে সংক্ষেপে "didn't" হয়।
-
-
More Examples:
-
Did she not ask you why you were late?
-
সংক্ষেপে: Didn't she ask you why you were late?
-
Did they not attend the meeting yesterday?
-
সংক্ষেপে: Didn't they attend the meeting yesterday?
-
0
Updated: 1 month ago
Of the four alternatives given below, choose the word/words that best fits into the underlined word given in the sentence : 'One day women will have what has so long been denied them - leisure, money and room to themselves'.
Created: 2 months ago
A
Space
B
Liberty
C
Office
D
Capacity
Leisure (Noun)
English Meaning: time when one is not working or occupied; free time.
Bangla Meaning: অবকাশ; অবসর।
Synonym: free time, spare time, spare moments, time to spare, idle hours, time off, freedom,
Example Sentence: People with too much enforced leisure.
- Here 'Liberty' conveys the closest meaning of Leisure.
- আর তাই এখানে সঠিক উত্তর হবে - Liberty.
• উল্লেখ্য,
'One day women will have what has so long been denied them - leisure, money and room to themselves' - উক্তিটি Virginia Woolf রচিত A Room of One's Own থেকে গৃহীত।
• অন্য অপশনগুলোর অর্থ -
ক) Space [uncountable noun]
- যার ভিতর সব বস্তু বিদ্যমান ও চলমান থাকে; মহাজাগতিক সকল বস্তুর আধার; মহাশূন্য; স্পেস।
গ) Office (Countable noun]
- (প্রায়ই plural) দফতর; কার্যালয়; অফিস
ঘ) Capacity [uncountable noun] (এবং indefinite article- সহ)
- ধারণক্ষমতা; শেখার ক্ষমতা; ধারণশক্তি; ধীশক্তি; সামর্থ্য; সংকুলান
Source: Oxford Learner's Dictionary & Accessible Dictionary by Bangla Academy.
0
Updated: 2 months ago