Find the antonym of the word 'yearn’
A
desire
B
refuse
C
long
D
unite
উত্তরের বিবরণ
Yearn (আকুল আকাঙ্খা বা গভীরভাবে কামনা করা) এর বিপরীত শব্দ হলো Refuse (প্রত্যাখ্যান করা বা অস্বীকার করা)।
মূল বিষয়গুলো:
-
Yearn: কোন কিছুর জন্য গভীর আকাঙ্খা বা কামনা করা।
-
Refuse: কোনো প্রস্তাব, সুযোগ বা ইচ্ছা অস্বীকার করা বা প্রত্যাখ্যান করা।
-
অর্থাৎ, যেটি কামনা করা বা চাইতে চাও, সেটিকে Refuse করলে তার বিপরীত অর্থ তৈরি হয়।
0
Updated: 23 hours ago
Antonym of ample is-
Created: 5 months ago
A
Extensive
B
Limited
C
Sufferness
D
Abundant
0
Updated: 5 months ago
The antonym of the word 'Treacherous' is -
Created: 2 months ago
A
Faithful
B
Unreliable
C
Beginning
D
Gallant
Treacherous (Adjective)
সংজ্ঞা:
-
English: Behaving in an angry or sulky way, especially because you cannot do or have what you want
-
Bangla: যুক্তিহীনভাবে অস্থির বা বিরক্তিকর
সমার্থক (Synonyms):
-
Traitorous, Unreliable, False
বিপরীতার্থক (Antonyms):
-
Constant, Loyal, True, Faithful
উদাহরণ বাক্য:
-
The mountain road was narrow and treacherous during the storm.
-
He was betrayed by his treacherous friend.
গুরুত্বপূর্ণ সংজ্ঞা নোট:
-
Faithful = বিশ্বস্ত
-
Unreliable = অনির্ভরযোগ্য
Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary
0
Updated: 2 months ago
Choose the correct antonym for 'Oblige'-
Created: 2 months ago
A
Bind
B
Require
C
Bother
D
Censure
Oblige
- (verb transitive) নীতিগত বা আইনগতভাবে বাধ্য বা বাধিত করা:
- (বিশেষত passive) কোনোকিছু করতে বাধ্য হওয়া:
- অনুগ্রহ করা।
- কাউকে খুশি করা বা সাহায্য করা, বিশেষ করে এমন কিছু করে যা তারা আপনাকে করতে বলেছে।
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Bind
- বাঁধা; বন্ধন করা; গ্রন্থ/খাতা বাঁধাই করা: ছিন্ন বস্তুর প্রান্তভাগ জুড়ে দেওয়া: কোনো কিছু পেঁচিয়ে বাঁধা।
খ) Require (verb transitive)
- দরকার পড়া/হওয়া; চাওয়া (প্রায়ই passive) (আনুষ্ঠানিক) নির্দেশিত হওয়া; আবশ্যক হওয়া।
গ) Bother (verb transitive), (verb intransitive)
- বিরক্ত করা; বিব্রত করা; জ্বালাতন করা: (ভদ্রতাপূর্ণ বাক্যে) অসুবিধা ঘটানো।
ঘ) Censure (verb transitive) (noun) [uncountable noun] ; [countable noun]
- কাউকে (কোনো কিছুর জন্য) সমালোচনা করা: তিরস্কার; আপত্তি সমালোচনা বা আপত্তিজ্ঞাপক কথা।
- Oblige- accommodate, favor.
- Bother-annoyance, worry.
- শব্দটির বাংলায় বিভিন্ন রকম অর্থ হতে পারে, যেমন বাধ্য করা, অনুগ্রহ করা ইত্যাদি।
- অপশনে প্রদত্ত শব্দগুলোর মধ্যে একমাত্র Botherশব্দটির সাথেই এর কোন অর্থগত মিল নেই।
- সুতরাং সঠিক উত্তর: Bother
Source: Accessible Dictionary by Bangla Academy.
0
Updated: 2 months ago