Which poem is known for its fragmentation and allusions?
A
The Waste Land
B
My Last Duchess
C
The Rime of the Ancient Mariner
D
Ode to a Nightingale
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
Which myth is alluded to in “A Game of Chess” of the poem "The Waste Land"?
Created: 3 weeks ago
A
Philomela
B
Pandora
C
Persephone
D
Andromeda
Eliot Philomela–র মিথ উল্লেখ করেছেন। Philomela তার ধর্ষণের পর গলা কেটে দেওয়া হয়েছিল, কিন্তু সে পাখি হয়ে গান গাইতে থাকে। Eliot এই মিথ ব্যবহার করে দেখিয়েছেন, যৌন নির্যাতন ও নারীর কষ্ট আধুনিক সমাজেও বিদ্যমান। Philomela–র কাহিনি “A Game of Chess” অংশে যৌন হতাশার প্রতীক।

0
Updated: 3 weeks ago
In T. S. Eliot’s poem “The Love Song of J. Alfred Prufrock”, what does the repeated question “Do I dare?” symbolise?
Created: 1 week ago
A
Prufrock’s courage to act boldly
B
The inevitability of fate
C
A call to adventure
D
Prufrock’s indecision and fear of judgment
The Love Song of J. Alfred Prufrock কবিতায় “Do I dare?” বারংবার ব্যবহার করা হয়েছে প্রুফ্রকের দ্বিধা, আত্ম-সন্দেহ এবং সামাজিক সমালোচনার ভয় প্রতিফলিত করার জন্য। এই পুনরাবৃত্তি তার একাকীত্ব, আত্মবিশ্বাসের অভাব এবং বাস্তব জীবনের ক্রিয়াকলাপগুলোতে প্রবল অস্থিরতা প্রকাশ করে।
Eliot আধুনিক ব্যক্তির মানসিক দ্বন্দ্ব এবং আত্ম-সীমাবদ্ধতার অভিজ্ঞতা এই বাক্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।

1
Updated: 1 week ago
What figure says “London Bridge is falling” in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
A nursery rhyme singer
B
A prophet
C
A sailor
D
A monk
“London Bridge is falling down” আসলে একটি শিশুতোষ গান থেকে নেওয়া। Eliot এটি ব্যবহার করেছেন প্রতীকীভাবে। শহরের ভিত্তি ভেঙে পড়ছে, যেমন ভেঙে পড়ছে আধুনিক সভ্যতার আধ্যাত্মিক ভিত্তি। Nursery rhyme–এর সরল সুর আধুনিক সমাজের পতনকে আরও ভৌতিক করে তোলে।

1
Updated: 1 month ago