I would be most obliged if you __ pay later
A
let me
B
permit me
C
allow me to
D
grant me to
উত্তরের বিবরণ
The second conditional হলো একটি বাক্য গঠন যা অসম্ভব বা কল্পিত পরিস্থিতি বোঝাতে ব্যবহার করা হয়।
গঠন:
-
would + base form এবং if + past simple
উদাহরণ: I would be most obliged if you let me pay later. -
অথবা if + past simple এবং would + base form
উদাহরণ: If I won a lot of money, I’d travel the world.
বিষয়টি বিশেষভাবে লক্ষণীয়:
-
এখানে ‘let’-এর past simple ফর্ম হলো let।
-
এই কাঠামো সাধারণত এমন ঘটনা বা পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয় যা বাস্তবে ঘটতে সম্ভব নয় বা কল্পনার বিষয়।
0
Updated: 23 hours ago
"Full many a flower is born to blush unseen,
And waste its sweetness on the desert air."
Who of the following wrote these lines?
Created: 1 month ago
A
Lord Byron
B
Thomas Gray
C
Alexander pope
D
P. B. Shelley
“Full many a flower is born to blush unseen, And waste its sweetness on the desert air.”
-
এই পঙক্তি লিখেছেন Thomas Gray তাঁর Elegy Written in a Country Churchyard-এ।
-
ভাবার্থ:
-
কবি বলছেন, অনেক সুন্দর ও মূল্যবান জিনিস জন্ম নেয়, কিন্তু তা কারও দৃষ্টিগোচর হয় না বা কেউ তার গুণের প্রশংসা করে না।
-
ফলে সেই সৌন্দর্য বা গুণ নির্জন স্থানে অপচয় হয়ে যায়, কারণ তা কেউ দেখে না বা উপভোগ করে না।
-
-
Elegy Written in a Country Churchyard:
-
প্রকাশিত: ১৭৫১
-
ধরণ: ধ্যানমূলক এলেজি (Meditative Elegy)
-
বিষয়: গ্রামের সাধারণ মানুষের জীবনে প্রতিভা থাকলেও দারিদ্র্য ও অজ্ঞতার কারণে তা বিকশিত হয়নি
-
-
Thomas Gray (1716–1771):
-
The Age of Sensibility-এর গুরুত্বপূর্ণ সাহিত্যিক
-
ইংরেজ কবি, পন্ডিত এবং অধ্যাপক
-
আবেগময় এবং প্রতিফলিত কবিতার জন্য পরিচিত
-
খ্যাতি: Graveyard poet
-
An Elegy Written in a Country Churchyard ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ এলেজি
-
-
Famous Quotations:
-
"Where ignorance is bliss, it is folly to be wise."
-
"Full many a flower is born to blush unseen, And waste its sweetness on the desert air."
-
"The paths of glory lead but to the grave."
-
"Sorrow never comes too late."
-
-
Notable Works:
-
An Elegy Written in a Country Churchyard
-
Ode on a Distant Prospect of Eton College
-
The Bard
-
The Progress of Poesy
-
0
Updated: 1 month ago
Which one of the following sentences is correct?
Created: 2 months ago
A
The news made me to cry.
B
The news made me crying.
C
The news made me cry.
D
The news made me cried.
Causative Verb Rule (using “Make”):
-
Definition: A Causative Verb is used when the subject does not do the action itself but causes someone else to do it. Common causative verbs include Have, Get, Help, Let, Make.
-
Using “Make”:
-
After Make, the person or object comes next, followed by the base form of the verb.
-
“Make” implies compelling someone to do something, stronger than “Have” or “Get”.
-
Example:
-
Correct Sentence: The news made me cry.
-
Here, “me” is the object and “cry” is the base form of the verb.
-
The news caused me to cry; I did not choose to do it independently.
-
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain
0
Updated: 2 months ago
Choose the correct sentence.
Created: 3 months ago
A
Rahim ate almost the whole fish.
B
Rahim almost ate the whole fish.
C
Almost Rahim ate whole fish.
D
Rahim ate the whole fish almost.
• Almost (adverb)- (প্রায়)
- এই বাক্যে almost একটি adverb যা বাক্যের verb, adjective এর পূর্বে বসে তার দোষ গুণ প্রকাশ করে
- Almost যার পূর্বে বসবে, তাকে Modify করবে।
- যার কারণে ate ও Rahim এর পূর্বে বসালে কোন Sense প্রকাশ করে না। আর বাক্যের শেষেও almost বসে না।
- সে হিসেবে গ এবং ঘ ভুল।
- Ate almost the whole fish অর্থ প্রায় সম্পূর্ণ মাছটি খেল, এটা যথার্থ অর্থবোধক।
- তাই এটিই সঠিক উত্তর।
0
Updated: 3 months ago