Nobody's going to to call me names and --
A
get away with it
B
get up with it
C
get on with it
D
get away from it
উত্তরের বিবরণ
"Call somebody names" অর্থ হলো গালমন্দ করা বা কাউকে অবমাননা করে খারাপ নামে ডাকা।
"Get away with something" অর্থ হলো কোনো অন্যায় বা ভুল করার পরও দণ্ড বা ফলাফল এড়িয়ে চলা, অর্থাৎ অন্যায় করেও পার পাওয়া।
মূল বিষয়গুলো:
-
Call somebody names: কাউকে গালাগালি বা অবমাননাকর নাম দিয়ে ডাকা।
-
Get away with something: অন্যায় বা ভুল করে কোনো শাস্তি বা ফলাফল এড়ানো।
0
Updated: 23 hours ago
What type of literary work is 'The Faerie Queene' by Edmund Spenser?
Created: 1 month ago
A
Political novel
B
Fantasy play
C
Poem
D
Short story
The Faerie Queene
-
Edmund Spenser রচিত একটি religious–moral–political allegory।
-
এটিকে Epic Poem ধরা হয় এবং এটি ইংরেজি সাহিত্যের অন্যতম দীর্ঘ কবিতা।
-
প্রথম প্রকাশ: ১৫৯০।
-
মোট 12 বই; প্রতিটি বইয়ে এক একজন নাইটের অভিযান বর্ণিত, যারা নৈতিক গুণের প্রতীক।
-
Book I: Red Cross Knight বা Holiness এর কাহিনি।
-
নাইটরা Faerie Queene (Glory/Queen Elizabeth I)–এর সেবা করে।
Characters
Red Cross Knight, Archimago, Belphoebe, Orgoglio, King Arthur, Gloriana প্রমুখ।
Edmund Spenser
-
English poet, পরিচিত Poet of Poets নামে।
-
তার বিখ্যাত sonnet collection: Amoretti।
Notable Works
A View of the Present State of Ireland, Amoretti, Colin Clouts Come Home Again, Complaints, The Faerie Queene, The Shepheardes Calender।
0
Updated: 1 month ago
"The Night Piece, to Julia" was written by-
Created: 1 month ago
A
Richard Crashaw
B
Ben Jonson
C
Andrew Marvell
D
Robert Herrick
“The Night Piece, to Julia” – By Robert Herrick
১. কবিতার সংক্ষিপ্ত বিবরণ
-
লেখক: Robert Herrick
-
ধরণ: Romantic / Cavalier Poetry
-
বিষয়বস্তু:
-
কবি তাঁর প্রেমিকা Julia-র উদ্দেশ্যে রাতের বেলায় বিদায় বার্তা লিখেছেন।
-
কবিতায় রাতে রাস্তায় চলার সময়ের অভিজ্ঞতা, অন্ধকার, ছায়া ও অশরীরী উপস্থিতির ভয় বর্ণিত।
-
তবুও Julia-র উষ্ণ উপস্থিতি ও স্মৃতি তাকে সাহস দেয়।
-
২. Robert Herrick সম্পর্কে
-
জন্ম: 1591
-
মৃত্যু: 1674
-
পরিচিতি: 17th century English Cavalier Poet
-
কবিতায় সাধারণভাবে প্রকৃতি, ভালোবাসা, সৌন্দর্য, ধর্মীয় অনুভূতি ও ক্ষণস্থায়ী জীবনের রোমান্টিকতা ফুটে ওঠে।
৩. উল্লেখযোগ্য কবিতাসমূহ
-
To Daffodils
-
Delight in Disorder
-
The Night Piece, to Julia
-
The Litany to the Holy Spirit
0
Updated: 1 month ago
The phrase "Put up with" means:
Created: 1 month ago
A
To prevent
B
To terminate
C
To tolerate
D
To protect
Phrase: Put up with
-
Meaning: To tolerate or endure something
-
Bangla Meaning: সহ্য করা
Examples:
-
I'm too tired to put up with any nonsense.
-
I don't know how she puts up with him.
অন্য বিকল্পসমূহ:
-
ক) To prevent – প্রতিরোধ/নিবারণ করা
-
খ) To terminate – (আনুষ্ঠানিক) ইতি টানা; সমাপ্ত করা; সমাপ্ত হওয়া
-
ঘ) To protect – নিরাপদ/সুরক্ষিত রাখা
উৎস:
0
Updated: 1 month ago