We can safely say that the business is now concluded so- .
A
that's him
B
that's us
C
that 's them
D
that's it
উত্তরের বিবরণ
এটি ব্যবহার করা হয় যখন কোন কিছু শেষ হয়ে গেছে বা যথেষ্ট হয়েছে। সাধারণ অর্থে বোঝায় যে কোনো কাজ বা ঘটনা আর চলবে না এবং এরই মধ্যে পর্যাপ্ত হয়েছে। উদাহরণস্বরূপ:
-
"That's it" মানে "এটাই যথেষ্ট" বা "এটাই শেষ"।
-
প্রায়োগিক উদাহরণ: "Okay, that's it, you've cried long enough" → এখানে বলা হচ্ছে, "ঠিক আছে, এবার যথেষ্ট, তুমি অনেক কাঁদেছ"।
মূল বিষয়গুলো:
-
ব্যবহার হয় কাজ বা ঘটনার শেষ বোঝাতে।
-
বোঝায় পর্যাপ্ত বা যথেষ্ট হয়েছে।
-
প্রায়ই কথ্য ইংরেজিতে ব্যবহৃত হয়।
0
Updated: 23 hours ago
Things Fall Apart is written by -
Created: 1 month ago
A
Charlotte Bronte
B
Emily Bronte
C
Rudyard Kipling
D
Chinua Achebe
Things Fall Apart হলো Chinua Achebe-এর প্রথম উপন্যাস, যা 1958 সালে প্রকাশিত হয়। এটি মূলত Igbo সম্প্রদায়ের নেতা Okonkwo-এর জীবন ও তার সংগ্রামের কাহিনী বর্ণনা করে। গল্পের সূচনা হয় যখন Okonkwo ভুলবশত একজন clansman-কে হত্যা করেন এবং এর ফলে তাকে সম্প্রদায় থেকে বিতাড়িত হতে হয়।
-
লেখক: Chinua Achebe, একজন Nigerian author।
-
তিনি বিশেষভাবে আগ্রহী ছিলেন ক্রমবর্ধমান আফ্রিকার সংকটময় মুহূর্তগুলিতে।
-
প্রধান চরিত্র: Okonkwo
-
ঘটনা: Okonkwo সম্প্রদায় থেকে বিতাড়িত হন একজন clansman হত্যা করার কারণে।
উল্লেখযোগ্য কাজসমূহ:
-
A Man of the People
-
Anthills of the Savannah
-
Arrow of God
-
Home and Exile
-
Hopes and Impediments
-
No Longer at Ease
-
The Education of a British-Protected Child
-
Things Fall Apart
উৎস:
0
Updated: 1 month ago
Frightened: Scream:: Angry: ____?
Created: 1 month ago
A
Cry
B
Shiver
C
Sneer
D
yell
Frightened: Scream :: Angry: Yell
-
Frightened: ভীত, আতঙ্কিত বা সন্ত্রস্ত করা; ভয় পাইয়ে দেওয়া।
-
Scream: তীব্র চিৎকার বা আর্তনাদ করা; চেঁচানো।
-
Angry: ক্রুদ্ধ, রুষ্ট।
-
Analogical recognition:
-
যখন আমরা ভীত হই, আমরা scream করি।
-
যখন আমরা ক্রুদ্ধ হই, আমরা yell করি।
-
অপশন ব্যাখ্যা:
-
Cry: কাঁদা বা আর্তনাদ করা।
-
Shiver: থর থর কাঁপা; ভয়ে শিউরে ওঠা।
-
Sneer: বিদ্রূপের হাসি দিয়ে অবজ্ঞা প্রকাশ করা।
-
Yell: চিৎকার বা চেঁচানি করা; ডাক।
0
Updated: 1 month ago
What is Francis Bacon popularly known for in English Literature?
Created: 1 month ago
A
Writing poetry
B
Writing plays
C
Writing essays
D
Writing novels
rancis Bacon – Essays and Contribution
১. About Francis Bacon
-
Full Name: Francis Bacon, Viscount Saint Alban (Sir Francis Bacon)
-
Lifespan: 1561–1626
-
Professions: Lawyer, Statesman, Philosopher, Writer
-
Contribution to Literature: Known as the father of the English essay; famous for his worldly wisdom and concise style.
২. Literary Importance
-
Popularly recognized as a master essayist in English literature.
-
Essays reflect practical philosophy, moral insight, and human experience.
-
His writings influenced later essayists and thinkers.
৩. Famous Essays
-
Of Love
-
Of Revenge
-
Of Studies
-
Of Marriage and Single Life
-
Of Friendship
-
Of Truth
৪. Notable Quotes
-
“Wives are young men’s mistresses; companions for middle age, and old men’s nurses.”
-
“Reading maketh a full man; conference a ready man, and writing an exact man.”
-
“It is impossible to love and to be wise.”
-
“Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested.”
-
“Wonder is the seed of knowledge.”
-
“A false friend is more dangerous than an open enemy.”
-
“Beauty itself is but the sensible image of the Infinite.”
-
“Silence is the sleep that nourishes wisdom.”
0
Updated: 1 month ago