What kind of poem is The Love Song of J. Alfred Prufrock?
A
Dramatic monologue
B
Epic
C
Ode
D
Ballad
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
What song do soldiers sing in “The Fire Sermon” in the poem "The Waste Land"?
Created: 2 weeks ago
A
“O, the moon shone bright on Mrs. Porter”
B
“God Save the King”
C
“Auld Lang Syne”
D
“Greensleeves”
The Waste Land -এ Eliot সৈনিকদের গান এনেছেন — “O the moon shone bright on Mrs. Porter।” এটি হালকা সুরে হলেও প্রতীক করেছে যৌনতা আর হতাশাকে। গানটি আধুনিক সমাজের ভাঙা নৈতিকতার প্রতিফলন।

0
Updated: 2 weeks ago
What does the imagery of “half-deserted streets” convey in the poem "The Love Song of J. Alfred Prufrock”?
Created: 1 week ago
A
A peaceful and quiet city
B
A sense of loneliness and isolation
C
A thriving social environment
D
A literal description of the city
The Love Song of J. Alfred Prufrock কবিতায় “half-deserted streets” নগরের একাকীত্ব, বিষণ্ণতা এবং প্রুফ্রকের মানসিক নিঃসঙ্গতা প্রকাশ করে।
Eliot এই চিত্রকল্পের মাধ্যমে পাঠককে প্রুফ্রকের অন্তর্মুখী অবস্থার সঙ্গে পরিচয় করান, যেখানে সে নিজেকে সমাজ থেকে বিচ্ছিন্ন এবং অনিরাপদ মনে করে। এটি আধুনিক জীবনের নিঃসঙ্গতা এবং ব্যক্তিগত আত্ম-সন্দেহের প্রতীক।

1
Updated: 1 week ago
Which phrase conveys Prufrock’s sense of wasted time in meaningless talk in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 3 weeks ago
A
“To prepare a face to meet the faces that you meet”
B
“To chase the winds along the barren street”
C
“To drink the endless wine of sorrow”
D
“To dance beneath the silver moon”
এই লাইনটি Prufrock–এর জীবনের ভণ্ডামি ও নাটকীয়তা বোঝায়। সে প্রতিদিন একটি মুখোশ পরে সমাজে যায়, যাতে অন্যদের সাথে মানিয়ে চলতে পারে। এটি আসল অনুভূতি লুকিয়ে রাখার প্রতীক। আধুনিক মানুষ প্রতিদিন ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন মুখ বানিয়ে নেয়, কিন্তু ভেতরে সে শূন্য থেকে যায়।
Eliot এই লাইন দিয়ে সামাজিক ভণ্ডামি, কৃত্রিমতা এবং অর্থহীন আলাপচারিতার ছবি এঁকেছেন। Prufrock মনে করে, তার পুরো জীবন এই “মুখ বানানো” কাজেই নষ্ট হয়ে গেছে।

0
Updated: 3 weeks ago