First impressions are important because how you ______ initially can be as important as what you say.
A
come by
B
come back
C
come out
D
come across
উত্তরের বিবরণ
Come across অর্থ to make a particular impression, অর্থাৎ কোনো ব্যক্তি বা বিষয়ের মাধ্যমে নির্দিষ্ট ধরনের প্রভাব ফেলা। আবার এর আরেকটি অর্থ হলো হঠাৎ দেখা হয়ে যাওয়া বা সহসা সাক্ষাৎ হওয়া।
Come by অর্থ পাওয়া বা অর্জন করা।
Come back অর্থ ফিরে আসা বা পুনরাগমন করা।
Come out অর্থ প্রকাশিত হওয়া, যেমন— কোনো বই, সংবাদ বা তথ্যের প্রকাশ।
0
Updated: 1 day ago
“Take a fancy to” means -
Created: 2 months ago
A
To feel encouraged
B
To become fond of, often suddenly or unexpectedly
C
Very likely
D
Everything considered
The correct answer is -To become fond of, often suddenly or unexpectedly.
• Take a fancy to
- English Meaning: to become fond of, often suddenly or unexpectedly.
- Bangla Meaning: কারো প্রতি অনুরক্ত হওয়া / ভালো লাগা।
- Ex. Sentence: They bought that house because they took a fancy to it.
- Bangla Meaning: এই বাড়িটা তারা কিনেছে কারণ এটা তাদের পছন্দ হয়েছে।
0
Updated: 2 months ago
“Frailty, thy name is woman.” - Who said this line?
Created: 2 months ago
A
Macbeth
B
Othello
C
Hamlet
D
King Lear
• Hamlet:
- Hamlet হলো William Shakespeare-এর লেখা একটি ট্র্যাজেডি।
- এটি Prince Hamlet-এর গল্প, যে তার চাচা Claudius-এর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়, কারণ Claudius রাজাকে (Hamlet-এর পিতা) হত্যা করে সিংহাসন দখল করে।
- তার পিতার ভূতের আদেশে Hamlet প্রতিশোধ নিতে চায়, কিন্তু মানসিক দ্বিধা ও নাটকীয়তা তাকে পাগলামির পথে ঠেলে দেয়।
- তার এই ভান করা উন্মত্ততা ও প্রতিহিংসা বহু মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, যার মধ্যে Hamlet নিজেও নিহত হয়।
- নাটকটি প্রতিশোধ, মৃত্যু এবং মানুষের জটিল আবেগ নিয়ে গভীরভাবে চিন্তা করে।
• Main Characters of Hamlet:
- Hamlet - Prince of Denmark, the tragic hero.
- King Claudius - Hamlet’s uncle and the new king, who killed Hamlet’s father.
- Queen Gertrude - Hamlet’s mother, now married to Claudius.
- The Ghost - Spirit of Hamlet’s dead father.
- Ophelia - Daughter of Polonius, and Hamlet’s love interest.
- Polonius - The Lord Chamberlain, advisor to the king.
- Laertes - Polonius’s son, later seeks revenge against Hamlet.
- Horatio - Hamlet’s loyal friend.
- Rosencrantz & Guildenstern - Hamlet’s former schoolmates, used by Claudius.
• Famous Lines from Hamlet :
- "To be, or not to be: that is the question."
- "Something is rotten in the state of Denmark."
- "Frailty, thy name is woman!"
- "The lady doth protest too much, methinks."
- "Brevity is the soul of wit."
• William Shakespeare:
- William Shakespeare (১৫৬৪–১৬১৬) ছিলেন ইংল্যান্ডের একজন নাট্যকার, কবি ও অভিনেতা, যিনি ইংরেজি সাহিত্যের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ লেখক হিসেবে পরিচিত।
- তিনি Stratford-upon-Avon শহরে জন্মগ্রহণ করেন এবং প্রায় ৩৯টি নাটক, ১৫৪টি সনেট এবং কিছু দীর্ঘ আখ্যানমূলক কবিতা রচনা করেন।
- তার নাটকগুলোর ভাষা সমৃদ্ধ, চরিত্রগুলো জটিল, এবং থিমগুলো সার্বজনীন—যেমন ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, ক্ষমতা, লোভ ও মানবিক দুর্বলতা।
- তিনি The Lord Chamberlain’s Men নামক নাট্যদলের সদস্য ছিলেন, যা পরে The King’s Men নামে পরিচিত হয়।
- তার রচনাসমূহ ৪০০ বছরের বেশি সময় ধরে বিশ্বজুড়ে মঞ্চস্থ ও অধ্যয়ন করা হচ্ছে।
• Famous Works of William Shakespeare:
- Hamlet.
- Macbeth.
- Othello.
- King Lear.
- Romeo and Juliet.
- A Midsummer Night’s Dream.
- Twelfth Night.
- As You Like It.
- The Merchant of Venice.
- Much Ado About Nothing.
- Henry IV (Part 1 & 2).
- Henry V.
- Richard III.
- King John.
0
Updated: 2 months ago
Antonym of 'Prodigal' -
Created: 1 month ago
A
Parsimonious
B
Spendthrift
C
Wasteful
D
None of these
Prodigal (adjective) শব্দের অর্থ হলো এমন ব্যক্তি বা প্রতিষ্ঠান যা অতিব্যয়ী বা সম্পদকে অযথাযথভাবে, অপ্রয়োজনীয়ভাবে খরচ করে। বাংলায় এর অর্থ হতে পারে অতিব্যয়ী, অপব্যয়ী, অপচেতা, বজ্রপদ, অকৃপণ, মুক্তহন্ত – যেমন: a prodigal administration; prodigal habits।
সমার্থক শব্দসমূহ: Wasteful (অপচয়ী), Extravagant (অপচয়কর), Spendthrift (অমিতব্যয়ী বা অপব্যয়ী লোক), Waster (অমিতব্যয়ী), Spendthrift (খরুচে)।
বিপরীতার্থক শব্দসমূহ: Thrifty (মিতব্যয়ী), Parsimonious (ব্যয়কুণ্ঠ, কৃপণ), Mean (সংকীর্ণমনা), Miserly (কৃপণ), Tight-fisted (ব্যয়কুণ্ঠ)।
উদাহরণ বাক্য:
-
সেই চিনির চাষীদের কঠোর ব্যবস্থা নিন, অথবা বলতে পারেন, সেই অপব্যয়ী ফেডারেল সরকারের ওপর কঠোর ব্যবস্থা নিন।
-
মিলিয়ন ডলারের লটারির বিজয়ী এতটা অপব্যয়ী ছিল যে তার সম্পদ মাত্র কয়েক বছরের মধ্যে শেষ হয়ে গেল।
উৎস:
0
Updated: 1 month ago