'হস্তি' এর সাথে কোন বহুবচন প্রত্যয় যুক্ত হবে?
A
নিচয়
B
আবলি
C
রা
D
যূথ
উত্তরের বিবরণ
যূথ ও পাল শব্দ দুটি শুধুমাত্র জন্তুবাচক শব্দের বহুবচন রূপে ব্যবহৃত হয়।
যেমন– গরুর পাল, হস্তিযূথ ইত্যাদি।
0
Updated: 1 day ago
উক্তি-এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
Created: 1 month ago
A
√উক্+তি
B
√উচ্ + ক্তি
C
√বচ্+ ক্তি
D
√বচ্+তি
উক্তি = √বচ্ + ক্তি (সংস্কৃত কৃৎ প্রত্যয়)। মুচ + ক্তি = মুক্তি।
0
Updated: 1 month ago
'প্রচুর + ষ্ণ্য = প্রাচুর্য' কোন প্রত্যয় সাধিত শব্দ?
Created: 1 month ago
A
বাংলা কৃৎ প্রত্যয়
B
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
C
সংস্কৃত কৃৎ প্রত্যয়
D
বাংলা তদ্ধিত প্রত্যয়
বাংলা ভাষায় সংস্কৃত তদ্ধিত প্রত্যয় যোগের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়। এর একটি গুরুত্বপূর্ণ প্রত্যয় হলো "ষ্ণ্য", যা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে বিশেষ্য ও বিশেষণ তৈরি করে। নিচে বিষয়গুলো ব্যাখ্যা করা হলো।
-
প্রচুর + ষ্ণ্য = প্রাচুর্য → সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
-
ষ্ণ্য (ষ) সংস্কৃত তদ্ধিত প্রত্যয় ব্যবহারের ক্ষেত্র:
-
অপত্যার্থে (বংশ বা সম্পর্ক বোঝাতে)
উদাহরণ: মনুঃ + ষ্ণ্য = মনুষ্য, জমদগ্নি + ষ্ণ্য = জামদগ্ন্য -
ভাবার্থে (অবস্থা বা গুণ প্রকাশে)
উদাহরণ: সুন্দর + ষ্ণ্য = সৌন্দর্য, শূর + ষ্ণ্য = শৌর্য, ধীর + ষ্ণ্য = ধৈর্য -
বিশেষণ গঠনে
উদাহরণ: পর্বত + ষ্ণ্য = পার্বত্য, বেদ + ষ্ণ্য = বৈদ্য
-
উৎস:
0
Updated: 1 month ago
কোন নির্দেশকটি বিশেষ অর্থে, নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত হয়?
Created: 2 months ago
A
টা
B
পাটি
C
টি
D
খানা
পদাশ্রিত নির্দেশক
-
কোনো পদের পরে যুক্ত হয়ে নির্দিষ্টতা প্রকাশ করে।
-
বাংলায় নির্দিষ্টতা জ্ঞাপক প্রত্যয় ইংরেজি Definite Article "The"-এর সমতুল্য।
প্রত্যয়/অব্যয় উদাহরণ:
-
টা, টি, খানা, খানি, টুকু ইত্যাদি।
বিশেষ শব্দ:
-
তা → দশ তা কাগজ দাও।
-
পাটি → আমার একপাটি জুতো ছিঁড়ে গেছে।
0
Updated: 2 months ago