কোন বাগধারাটির অর্থ' নিতান্তই অলস?
A
গোঁফ খেজুরে
B
খয়ের খাঁ
C
কেতাদুরস্ত
D
ছা পোষা
উত্তরের বিবরণ
‘গোঁফ-খেজুরে’ একটি বাগধারা, যা ব্যাধিকরণ বহুব্রীহি সমাস দ্বারা গঠিত। এর মাধ্যমে এমন ব্যক্তিকে বোঝানো হয়, যে নিতান্তই অলস বা কাজকর্মে একেবারেই অনিচ্ছুক।
0
Updated: 1 day ago
'হাতভারী' বাগ্ধারার অর্থ-
Created: 3 weeks ago
A
নিষ্ক্রিয় দর্শক
B
সাধু বেশে অসৎ লোক
C
গম্ভীর প্রকৃতি
D
ব্যয়কুণ্ঠ
• 'হাতভারী' বাগ্ধারার অর্থ - ব্যয়কুণ্ঠ।
অন্যদিকে,
• 'সাক্ষী গোপাল' অর্থ - নিষ্ক্রিয় দর্শক।
• 'রাশভারী' অর্থ - গম্ভীর প্রকৃতি।
• 'ভিজে বেড়াল' অর্থ - সাধু বেশে অসৎ লোক।
0
Updated: 3 weeks ago
যার কোনো মূল্য নেই, তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়?
Created: 5 months ago
A
ডাকাবুকা
B
তুলশী বনের বাঘ
C
তামার বিষ
D
ঢাকের বাঁয়া
ঢাকের বাঁয়া: যার কোনো মূল্য নেই বা অপ্রয়োজনীয় অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ, অমূল্য বা অপ্রয়োজনীয় কিছু বোঝাতে এই বাগধারাটি ব্যবহৃত হয়।
অন্য কিছু বাগধারার অর্থ:
-
ডাকাবুকো: নির্ভীক, সাহসী ব্যক্তি।
-
তামার বিষ: অর্থের দূরাচার বা কুপ্রভাব।
-
তুলসি বনের বাঘ: ভণ্ড বা ভণ্ডামি করার প্রবণতা সম্পন্ন ব্যক্তি।
গুরুত্বপূর্ণ অন্যান্য বাগধারা:
-
ঢাকের কাঠি: তোষামুদ বা মিথ্যা প্রশংসা করা ব্যক্তি।
-
কচু বনের কালাচাঁদ: অপদার্থ বা অকেজো ব্যক্তি।
-
ঢেঁকি অবতার: নির্বোধ বা বোকা লোক।
-
নারকের ঢেঁকি: বিবাদের কারণ বা বিষয়।
-
সোনার কাঠি রূপার কাঠি: বাঁচামরার (অপ্রয়োজনীয়) লড়াই বা ঝগড়া।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
0
Updated: 5 months ago
’ঝড়ো কাক’ বাগ্ধারাটির অর্থ কী?
Created: 1 month ago
A
সমমনা
B
বিপর্যস্ত অবস্থা
C
নেশাগ্রস্ত
D
নির্ভীক
কিছু বাগ্ধারার অর্থ:
-
’ঝড়ো কাক’ – বিপর্যস্ত অবস্থা
-
’ঝাঁকের কই’ – সমমনা
-
’টুপ ভুজঙ্গ’ – নেশাগ্রস্ত
-
’ডাকাবুকো’ – নির্ভীক
-
এই বাগ্ধারাগুলো বাংলা ভাষায় চলতি কথ্যভাষা ও সাহিত্যিক ভাষায় বিশেষ অর্থ প্রকাশে ব্যবহৃত হয়।
-
প্রতিটি বাগ্ধারার ব্যবহার সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের সঙ্গে সম্পর্কিত।
0
Updated: 1 month ago