A
used to practicing
B
are used to practice
C
are used to practicing
D
use to practice
উত্তরের বিবরণ
• Complete sentence: They are used to practicing yoga every day.
- Bangla meaning: তারা প্রতিদিন যোগব্যায়াম করতে অভ্যস্ত।
• অতীতের অভ্যাস/ অভস্ত্যতা বোঝাতে used to ব্যবহৃত হয়।
- শুধু used to এর পর verb এর Base form বসে।
• Structure: subject + used to + verb এর base form + ext.
- Example: I used to live alone.
• কিন্তু, Be/ get used to (বর্তমানেও অভ্যস্থ থাকা)
- be used to/ get used to এর পর verb+ing বসে।
• Structure: subject + be/ get + used to + (verb + ing) + ext.
• প্রদত্ত প্রশ্নে 'every day' থাকায় এর দ্বারা বর্তমান অভস্ত্যতা বোঝাচ্ছে, তাই be used to এর পর verb+ing বসবে।
- সুতরাং, সঠিক উত্তর হবে- are used to practicing.

0
Updated: 4 weeks ago
'He was a rather disagreeable man.' Here the underlined word is a/an-
Created: 1 week ago
A
Noun
B
Adjective
C
Adverb
D
Preposition
উদাহরণ:
He was a rather disagreeable man.
-
এখানে disagreeable শব্দটি হলো adjective।
-
কারণ এটি man নামক noun-এর আগে বসে সেই noun-এর বৈশিষ্ট্য বা মানে সম্পর্কে তথ্য দিচ্ছে।
-
অর্থাৎ disagreeable এই শব্দটি noun কে modify করছে, তাই এটি adjective।
Adjectives সম্পর্কে সহজ ব্যাখ্যা:
-
Adjectives হলো সেই শব্দগুলো যা noun বা pronoun-এর বিশেষণ বা বৈশিষ্ট্য প্রকাশ করে।
-
সাধারণত এগুলো noun-এর আগে আসে, যেমন: a tall building, a happy child।
-
Adjectives মানুষের চরিত্র, জায়গার বৈশিষ্ট্য বা জিনিসের ধরন এবং পরিমাণ ইত্যাদি প্রকাশ করতে ব্যবহৃত হয়।
-
সংক্ষেপে, যে শব্দ noun/pronoun-এর অবস্থা, বৈশিষ্ট্য, সংখ্যা বা পরিমাণ প্রকাশ করে তাকে adjective বলে।
উৎস: Advanced Learner's Grammar and Composition – Chowdhury & Hossain

0
Updated: 1 week ago
Synonym of “Elated”?
Created: 1 week ago
A
Sad
B
Cheerful
C
Angry
D
Slow
Correct Answer: খ) Cheerful
Elated (Adj)
-
Bangla Meaning: অনুপ্রাণিত হওয়া
-
English Meaning: marked by high spirits; exultant
Cheerful (Adj)
-
Bangla Meaning: আনন্দদায়ক বা আনন্দব্যঞ্জক; মনোরম
-
English Meaning: full of good spirits; merry
Other Options:
-
Sad – দুঃখজনক; affected with or expressive of grief or unhappiness
-
Angry – ক্রুদ্ধ; feeling or showing anger
-
Slow – ধীর, মন্থর; mentally dull
Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary

0
Updated: 1 week ago
You need not _________, it wasn’t your fault.
Created: 4 weeks ago
A
apologize
B
apologized
C
apologizing
D
apologizes
• Negative sentence এ ‘need’ modal auxiliary হিসেবে ব্যবহৃত হলে need এর পরে not বসে এবং এর পরে to বসাতে হয়না।
- অর্থাৎ, need not এর সাথে infinitive to এর ব্যবহার উহ্য সাথে।
- এক্ষেত্রে need এর সাথে কখনো s/es যুক্ত হয় না।
• Need বাক্যে মূল verb হিসেবে ব্যবহৃত হয় আবার modal হিসেবেও ব্যবহৃত হয় তাই এর সাধারণ নাম semi-modal.
- We use need mostly in the negative form to indicate that there is no obligation or necessity to do something:
Example:
- You needn’t take off your shoes.
- You need not spend a lot of money on presents.
Complete sentence: You need not apologize; it wasn’t your fault.

0
Updated: 4 weeks ago