They ___________ yoga every day.
A
used to practicing
B
are used to practice
C
are used to practicing
D
use to practice
উত্তরের বিবরণ
• Complete sentence: They are used to practicing yoga every day.
- Bangla meaning: তারা প্রতিদিন যোগব্যায়াম করতে অভ্যস্ত।
• অতীতের অভ্যাস/ অভস্ত্যতা বোঝাতে used to ব্যবহৃত হয়।
- শুধু used to এর পর verb এর Base form বসে।
• Structure: subject + used to + verb এর base form + ext.
- Example: I used to live alone.
• কিন্তু, Be/ get used to (বর্তমানেও অভ্যস্থ থাকা)
- be used to/ get used to এর পর verb+ing বসে।
• Structure: subject + be/ get + used to + (verb + ing) + ext.
• প্রদত্ত প্রশ্নে 'every day' থাকায় এর দ্বারা বর্তমান অভস্ত্যতা বোঝাচ্ছে, তাই be used to এর পর verb+ing বসবে।
- সুতরাং, সঠিক উত্তর হবে- are used to practicing.

0
Updated: 2 months ago
Who is the speaker in “The Solitary Reaper”?
Created: 2 weeks ago
A
A traveler in the Geogian Highlands
B
A farmer
C
A fellow reaper
D
Wordsworth himself
“The Solitary Reaper” কবিতায় বক্তা নিজেই William Wordsworth। কবিতায় তিনি স্কটিশ হাইল্যান্ডের প্রান্তরে এক কৃষক মেয়ের গান শুনে মুগ্ধ হন। মেয়েটি একাকী ধান কেটে কাজ করছে, এবং তার গান এত মধুর ও হৃদয়স্পর্শী যে Wordsworth তা অনুভব করে আবেগপূর্ণভাবে বর্ণনা করেছেন। বক্তা শুধু মেয়ের কাজের দৃশ্য নয়, তার অনুভূতি, গান এবং প্রকৃতির সঙ্গে সংযোগকেও লক্ষ্য করেছেন। কবিতার দৃষ্টিকোণ থেকে এটি স্পষ্ট যে, বক্তা একজন সাধারণ পর্যবেক্ষক নয়, বরং কবিই।
• The Solitary Reaper:
-
এটি William Wordsworth রচিত একটি কবিতা।
-
প্রথম প্রকাশিত হয় ১৮০৭ সালে।
-
কবিতায় দেখা যায়, একটি তরুণী মেয়ে স্কটল্যান্ডের গ্রামীণ ও পাহাড়ী অঞ্চলে একাকী কাজ করছে।
-
কাজের পাশাপাশি সে করুণ ও মর্মস্পর্শী গান গাইছে।
-
কবিতার শিরোনামের বাংলা অর্থ হলো “একাকী শস্যচ্ছেদক”।
• William Wordsworth (1770–1850):
-
তিনি ছিলেন একজন প্রখ্যাত ইংরেজ কবি এবং Romantic Movement-এর প্রধান স্থপতি।
-
১৭৯৮ সালে Samuel Taylor Coleridge-এর সঙ্গে যৌথভাবে প্রকাশিত কাব্যগ্রন্থ Lyrical Ballads ইংরেজি রোমান্টিক সাহিত্যের সূচনা করে।
-
১৮০০ সালের দ্বিতীয় সংস্করণের Preface-এ তিনি সাহিত্যের নীতি ও দর্শন তুলে ধরেন, যা রোমান্টিক সাহিত্যকে বিপ্লবী রূপ দিয়েছিল।
-
তিনি বিশ্বাস করতেন, কবিতাকে এমনভাবে লেখা উচিত যাতে সাধারণ জীবনের ঘটনা এবং মানুষের প্রকৃত ভাষা প্রতিফলিত হয়।
• Wordsworth-এর উল্লেখযোগ্য রচনা:
-
Lines Composed a Few Miles Above Tintern Abbey
-
Lyrical Ballads
-
Michael
-
Ode: Intimations of Immortality
-
Peter Bell
-
The Excursion
-
The Prelude
-
The Recluse
-
The Ruined Cottage
-
The Solitary Reaper
-
Rainbow
-
Lucy Poems
• উপাধিসমূহ:
-
Poet of Nature
-
Poet of Childhood
-
Lake Poet

0
Updated: 2 weeks ago
The Character 'Alfred Doolittle' is taken from G. B. Shaw's play titled-
Created: 3 weeks ago
A
Mrs. Warren's Profession
B
Candida
C
Pygmalion
D
The Doctor's Dilemma
Alfred Doolittle হলো G. B. Shaw রচিত Pygmalion নাটকের একটি জনপ্রিয় চরিত্র।
Pygmalion:
-
এটি G. B. Shaw রচিত একটি রোমান্টিক কমেডি নাটক।
-
নাটকটি পাঁচটি অঙ্কে (five acts) রচিত।
-
প্রথম প্রকাশিত হয় ১৯১৩ সালে।
-
নাটকটি মানবিক কমেডি হিসেবে প্রেম এবং ইংল্যান্ডের তৎকালীন সামাজিক শ্রেণিবিন্যাসকে কেন্দ্র করে রচিত।
প্রধান চরিত্রসমূহ:
-
Alfred Doolittle
-
Mrs. Higgins
-
Ezra D. Wannafeller
-
Eliza Doolittle
-
Henry Higgins
-
Colonel Pickering
-
Clara Eynsford Hill
-
Freddy Eynsford Hill ইত্যাদি
G. B. Shaw (1856–1950):
-
পুরো নাম: George Bernard Shaw
-
আধুনিক (Modern period) এর একজন আইরিশ নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
-
তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
প্রখ্যাত নাটকসমূহ:
-
Pygmalion (Romantic play)
-
Major Barbara (Social satire)
-
Mrs. Warren's Profession
-
Arms and the Man (Romantic comedy)
-
Heartbreak House
-
Caesar and Cleopatra
-
Man and Superman (Comedy play)
-
The Doctor's Dilemma (Satire drama)
-
St. Joan of Arc ইত্যাদি
উৎস:

0
Updated: 3 weeks ago
She is committed to _______ her skills.
Created: 1 month ago
A
improving
B
be improved
C
be improving
D
improve
Use of Verb+ing after Certain Phrases with “to”
-
সাধারণত to এর পর Verb এর base form আসে, তবে কিছু বিশেষ phrase বা expression এর পরে verb+ing ব্যবহার হয়।
প্রধান phrase সমূহ:
-
With a view to
-
With an eye to
-
Accustomed to
-
Adhere to
-
Adverse to
-
Addicted to
-
Committed to
-
Confess to
-
Devoted to
-
Look forward to
-
Conducive to
-
Be used to
-
Get used to
Correct Sentence Example:
-
She is committed to improving her skills.
-
এখানে committed to phrase এর পরে improving ব্যবহার করা হয়েছে।
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain

0
Updated: 1 month ago