Choose the best option.
The scientist was praised for her __________ approach to solving the complex problem, relying on data rather than assumptions.
A
arbitrary
B
methodical
C
capricious
D
reckless
উত্তরের বিবরণ
The scientist was praised for her __________ approach to solving the complex problem, relying on data rather than assumptions.
- অর্থাৎ বিজ্ঞানীকে প্রশংসা করা হয়েছে তার এমন একটি পদ্ধতির জন্য, যা তথ্য-নির্ভর, অনুমানের ওপর নয়।
ক) arbitrary (ইচ্ছামতো / খামখেয়ালীভাবে)
- এই শব্দটি বোঝায় এমন সিদ্ধান্ত যা যুক্তিহীন বা এলোমেলো।
- উদাহরণ: "He made an arbitrary decision without any evidence."
- এই শব্দটি নেতিবাচক, যা প্রশ্নের প্রেক্ষাপটে উপযুক্ত নয়।
খ) methodical (পদ্ধতিগত / সুশৃঙ্খল)
- এর মানে: কাজটি পরিকল্পিত ও ধাপে ধাপে সংগঠিতভাবে করা হয়েছে।
- উদাহরণ: "Her methodical research led to a breakthrough."
- এটি প্রশ্নে দেওয়া তথ্য-নির্ভর, গঠনমূলক কাজের সঙ্গে ভালোভাবে মানানসই।
গ) capricious (খামখেয়ালী / পরিবর্তনশীল মেজাজ)
- এর মানে: যার সিদ্ধান্ত বা আচরণ হঠাৎ বদলায়, অবিশ্বাসযোগ্য।
- উদাহরণ: "His capricious behavior made him hard to work with."
- এটি নেতিবাচক এবং প্রশ্নের প্রেক্ষাপটে মানায় না।
ঘ) reckless (উদ্বিগ্নভাবে সাহসী / দায়িত্বজ্ঞানহীনভাবে সাহসী)
- মানে: দায়িত্বজ্ঞানহীন বা ঝুঁকিপূর্ণভাবে কাজ করা।
- উদাহরণ: "Reckless driving causes many accidents."
- এটিও নেতিবাচক এবং তথ্য-নির্ভর বা সুশৃঙ্খল পদ্ধতির বিপরীত।
- সঠিক উত্তর: খ) methodical
- কারণ: প্রশ্নটি বলছে বিজ্ঞানী তথ্যের ওপর নির্ভর করেছেন, অনুমানের ওপর নয়। এটি একটি সুশৃঙ্খল ও পদ্ধতিগত (methodical) আচরণকে নির্দেশ করে।

0
Updated: 4 weeks ago
Choose the correct sentence.
Created: 1 month ago
A
Rahim ate almost the whole fish.
B
Rahim almost ate the whole fish.
C
Almost Rahim ate whole fish.
D
Rahim ate the whole fish almost.
• Almost (adverb)- (প্রায়)
- এই বাক্যে almost একটি adverb যা বাক্যের verb, adjective এর পূর্বে বসে তার দোষ গুণ প্রকাশ করে
- Almost যার পূর্বে বসবে, তাকে Modify করবে।
- যার কারণে ate ও Rahim এর পূর্বে বসালে কোন Sense প্রকাশ করে না। আর বাক্যের শেষেও almost বসে না।
- সে হিসেবে গ এবং ঘ ভুল।
- Ate almost the whole fish অর্থ প্রায় সম্পূর্ণ মাছটি খেল, এটা যথার্থ অর্থবোধক।
- তাই এটিই সঠিক উত্তর।

0
Updated: 1 month ago
Which one of Lear’s daughters is sent into exile?
Created: 6 days ago
A
Goneril
B
Ophelia
C
Regan
D
Cordelia
English
Corruption wins not more than honesty-William Shakespeare
English Grammar
English Literature
The upright judge condemns crimes but he does not hate the criminals-William Shakespeare
William Shakespeare (1564-1616)
No subjects available.
Cordelia’s Disownment and Exile in King Lear
-
Context: Act 1, Scene 1 – Lear asks his three daughters to declare their love to decide who will receive the largest share of the kingdom.
-
Goneril and Regan: Give flattering, exaggerated speeches.
-
Cordelia: Refuses to flatter and says she loves him as a daughter should.
-
Lear’s Reaction: Misinterpreting her honesty as a lack of affection, he disowns Cordelia and banishes her from the kingdom.
-
Exile: Cordelia leaves for France after marrying the French king.

0
Updated: 6 days ago
Choose the correct superlative form: "He is better than any other student in the batch."
Created: 2 weeks ago
A
No other student is as good as he.
B
He is the best student in the batch.
C
He is good like every student.
D
He is one of the good students.
Correct Answer
খ) He is the best student in the batch. ✅
Explanation:
-
এই ধরণের comparative বাক্যকে Superlative এ রূপান্তর করতে হলে the + superlative form ব্যবহার করতে হয়।
-
Best হলো good/better এর Superlative Degree।
-
সুতরাং Superlative Sentence: He is the best student in the batch.
Other Options
ক) No other student is as good as he → Positive Degree; Superlative নয়।
গ) He is good like every student → অর্থ পরিবর্তিত হচ্ছে; সে অন্যদের মতোই, সেরা নয়।
ঘ) He is one of the good students → বোঝাচ্ছে সে ভালোদের একজন, কিন্তু সবচেয়ে ভালো নয়।

0
Updated: 2 weeks ago