কোন একটি নির্দিষ্ট সংখ্যাকে ১৩ দিয়ে ভাগ করলে ৩ অবশিষ্ট থাকে। যদি সংখ্যাটির ছয়গুণকে ১৩ দিয়ে ভাগ করা হয় তাহলে অবশিষ্ট কত থাকবে ?
A
৫
B
৩
C
৯
D
১২
উত্তরের বিবরণ
Shortcut:
ধরি, সংখ্যাটি = ১৬ এবং এর ৬ গুন = ৯৬
সুতরাং ৯৬ কে ১৩ দিয়ে ভাগ করলে ভাগশেষ ৫ থাকে।
0
Updated: 1 day ago
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৮ মিটার এবং প্রস্থ ৪ মিটার, এর চারপাশে বেড়া দিতে প্রতি মিটারে ৩৬.৫ টাকা খরচ হলে বাগানটি বেড়া দিতে মোট কত টাকা লাগবে?
Created: 4 weeks ago
A
৯৭৬ টাকা
B
৮৭৬ টাকা
C
৮৯৬ টাকা
D
৬৭৬ টাকা
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৮ মিটার এবং প্রস্থ ৪ মিটার, এর চারপাশে বেড়া দিতে প্রতি মিটারে ৩৬.৫ টাকা খরচ হলে বাগানটি বেড়া দিতে মোট কত টাকা লাগবে?
সমাধান:
দেওয়া আছে,
আয়তাকার বাগানের দৈর্ঘ্য = ৮ মিটার
আয়তাকার বাগানের প্রস্থ = ৪ মিটার
∴ আয়তাকার বাগানের পরিসীমা = ২ × (৮ + ৪) মিটার
= ২ × ১২ মিটার
= ২৪ মিটার
এখন,
১ মিটারে খরচ হয় = ৩৬.৫ টাকা
∴ ২৪ মিটারে খরচ হয় = (২৪ × ৩৬.৫) টাকা
= ৮৭৬ টাকা।
0
Updated: 4 weeks ago
ঘণ্টায় a মাইল বেগে b দূরত্ব অতিক্রম করতে কত ঘণ্টা সময় লাগবে?
Created: 1 month ago
A
(ab/b)2
B
(a/b)
C
(b/a)
D
ab/2
প্রশ্ন: ঘণ্টায় a মাইল বেগে b দূরত্ব অতিক্রম করতে কত ঘণ্টা সময় লাগবে?
সমাধান:
বেগ = a মাইল/ঘণ্টা
দূরত্ব = b মাইল
a মাইল যায় 1 ঘণ্টায়
1 মাইল যায় 1/a ঘণ্টায়
b মাইল যায় b/a ঘণ্টায়
0
Updated: 1 month ago
5 + 8 + 11 + 14 + …… ধারাটির কত তম পদ 302?
Created: 3 months ago
A
60 তম পদ
B
70 তম পদ
C
90 তম পদ
D
100 তম পদ
প্রশ্ন: 5 + 8 + 11 + 14 + …… ধারাটির কত তম পদ 302?
সমাধান:
5 + 8 + 11 + 14 + ............................
এটি একটি সমান্তর ধারা,
যার প্রথম পদ, a = 5
সাধারণ অন্তর d = 8 - 5 = 3
ধরি,
ধারাটির n তম পদ 302
n তম পদ = a + (n - 1)d
⇒ 302 = 5 + (n - 1)3
⇒ 302 = 5 + 3n - 3
⇒ 3n + 2 = 302
⇒ 3n = 302 - 2
⇒ 3n = 300
⇒ n = 300/3
∴ n = 100
0
Updated: 3 months ago