একটি মোটরসাইকেলের সামনের চাকা ঘণ্টায় ৮৪০ বার ঘুরে। 'ক' সেকেণ্ডে চারটি কতবার ঘুরবে?
A
১৮ ক / ৩৩ বার
B
৭ক / ৩০ বার
C
১১ ক/ ৩৬ বার
D
৯ ক / ৩০
উত্তরের বিবরণ
৩৬০০ সেকেন্ডে ঘুরে = ৮৪০ বার।
১ সেকেন্ডে ঘুরে = ৮৪০/৩৬০০ = ৭/৩০ বার।
ক সেকেন্ডে ঘুরে = ৭ক/৩০ বার।
0
Updated: 1 day ago
একই হার মুনাফায় ৩০০ টাকার ৪ বছরের সরল মুনাফা এবং ৪০০ টাকার ৫ বছরের সরল মুনাফা একত্রে ১৬০ টাকা হলে, শতকরা মুনাফা হার কত?
Created: 1 month ago
A
৫%
B
১২%
C
১০%
D
৮%
প্রশ্ন: একই হার মুনাফায় ৩০০ টাকার ৪ বছরের সরল মুনাফা এবং ৪০০ টাকার ৫ বছরের সরল মুনাফা একত্রে ১৬০ টাকা হলে, শতকরা মুনাফা হার কত?
সমাধান:
৩০০ টাকার ৪ বছরের মুনাফা = (৩০০ × ৪) = ১২০০ টাকায় ১ বছরের মুনাফা
৪০০ টাকার ৫ বছরের মুনাফা = (৪০০ × ৫) = ২০০০ টাকায় ১ বছরের মুনাফা
এখন,(১২০০ + ২০০০) বা ৩২০০ টাকার ১ বছরের মুনাফা = ১৬০ টাকা
১ টাকার ১ বছরের মুনাফা = ১৬০/৩২০০ টাকা
∴ ১০০ টাকার ১ বছরের মুনাফা = (১৬০ × ১০০)/৩২০০ টাকা
= ৫ টাকা বা, ৫%
0
Updated: 1 month ago
একজন বিক্রেতা ২০% ক্ষতিতে একটি টেবিল বিক্রয় করেন। যদি তিনি টেবিলটি ২৪০ টাকা বেশী মূল্যে বিক্রয় করতেন তাহলে তার ১০% লাভ হতো। টেবিলের ক্রয়মূল্য কত?
Created: 1 month ago
A
১০০০ টাকা
B
৮০০ টাকা
C
৭৫০ টাকা
D
১২৫০ টাকা
প্রশ্ন: একজন বিক্রেতা ২০% ক্ষতিতে একটি টেবিল বিক্রয় করেন। যদি তিনি টেবিলটি ২৪০ টাকা বেশী মূল্যে বিক্রয় করতেন তাহলে তার ১০% লাভ হতো। টেবিলের ক্রয়মূল্য কত?
সমাধান:
মনে করি,
ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ ১০% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ১০০ এর ১০% = (১০০ + ১০) টাকা = ১১০ টাকা
এবং
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ১০০ এর ২০% = (১০০ - ২০) টাকা = ৮০ টাকা
∴ বিক্রয়মূল্য বেশী হয় = (১১০ - ৮০) টাকা = ৩০ টাকা
এখন,
বিক্রয়মূল্য ৩০ টাকা বেশী হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশী হলে ক্রয়মূল্য = ১০০/৩০ টাকা
∴ বিক্রয়মূল্য ২৪০ টাকা বেশী হলে ক্রয়মূল্য = (১০০ × ২৪০)/৩০ টাকা = ৮০০ টাকা
সুতরাং টেবিলের ক্রয়মূল্য = ৮০০ টাকা
0
Updated: 1 month ago
একটি ক্লাসে ৬৪০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৪০% ছাত্র। সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত?
Created: 3 days ago
A
২৫৬
B
৩৮৪
C
২৫২
D
২৬৫
সমাধান:
১. মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা = ৬৪০
২. ছাত্রদের সংখ্যা = ৪০% of ৬৪০
৩. ছাত্রীর সংখ্যা = মোট - ছাত্র
উত্তর: ৩৮৪
0
Updated: 3 days ago