একটি শ্রেণিতে ছাত্র ও ছাত্রীর অনুপাত ৯ : ১৩ । যদি শ্রেণিতে ছাত্র অপেক্ষা ২৪ জন ছাত্রী বেশি থাকে, তাহলে শ্রেণিতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কতজন ?
A
১৩২
B
১০৬
C
১২০
D
১২৮
উত্তরের বিবরণ
ধরি,
ছাত্র সংখ্যা= 9x
ছাত্রী সংখ্যা= 13x
প্রশ্নমতে,
9x+24 = 13x
⇒4x = 24
⇒x = 6
শ্রেণিতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা = 9×6+13×6 = 132 জন
0
Updated: 1 day ago
3x + (3/x) = 15 হলে, x2 + (1/x2) এর মান কত?
Created: 1 month ago
A
18
B
23
C
34
D
30
প্রশ্ন: 3x + (3/x) = 15 হলে, x2 + (1/x2) এর মান কত?
সমাধান:
দেওয়া আছে,
3x + (3/x) = 15
⇒ 3(x + 1/x) = 15
∴ x + 1/x = 5
প্রদত্ত রাশি: x2 + (1/x2)
= {x + (1/x)}2 - 2 . x . 1/x
= 52 - 2
= 25 - 2
= 23
0
Updated: 1 month ago
At what rate of compound interest per annum will a sum of Tk. 4000 becomes Tk. 4840 in 2 years?
Created: 4 weeks ago
A
20%
B
10%
C
9%
D
12%
Question: At what rate of compound interest per annum will a sum of Tk. 4000 becomes Tk. 4840 in 2 years?
Solution:
Principal, P = Tk. 4000
Compound Amount, C = Tk. 4840
Time, n = 2 years
Rate, r = ?
We know,
C = P × (1 + r/100)n
⇒ 4840 = 4000 × (1 + r/100)2
⇒ (1 + r/100)2 = 4840/4000
⇒ (1 + r/100)2 = 484/400
⇒ 1 + r/100 = 22/20 [উভয়পাশে বর্গমূল করে]
⇒ r/100 = (11/10) - 1
⇒ r/100 = (11 - 10)/10
⇒ r/100 = 1/10
⇒ r = (1 × 100)/10
∴ r = 10
∴ Interest Rate = 10%
0
Updated: 4 weeks ago
একটি ব্যাগে ৪ টি লাল, ৫ টি সাদা ও ৬ টি নীল বল আছে। দৈবভাবে একটি বল তুলে নেওয়া হল। বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত?
Created: 1 month ago
A
২/৩
B
৩/৪
C
১/২
D
১/৩
প্রশ্ন: একটি ব্যাগে ৪ টি লাল, ৫ টি সাদা ও ৬ টি নীল বল আছে। দৈবভাবে একটি বল তুলে নেওয়া হল। বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত?
সমাধান:
থলেতে মোট বলের সংখ্যা = (৪ + ৫ + ৬) টি = ১৫ টি
সুতরাং সমগ্র সম্ভাব্য ফলাফল = ১৫
সাদা বলের সংখ্যা = ৫ টি
সুতরাং সাদা বলের অনুকুল ফলাফল = ৫
বলটি সাদা হওয়ার সম্ভাবনা = সাদা বলের অনুকুল ফলাফল / সমগ্র সম্ভাব্য ফলাফল = ৫/১৫ = ১/৩
∴ বলটি সাদা না হওয়ার সম্ভাবনা = ১ - (১/৩)
= (৩ - ১)/৩
= ২/৩
0
Updated: 1 month ago