_______ summer, the park is busiest ________ Monday afternoons.
A
On/in
B
At/on
C
In/in
D
In/on
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হল - In/on.
Complete sentence: In summer, the park is busiest on Monday afternoons.
• ঋতুর নাম (seasons) এর আগে সবসময় "in" ব্যবহার হয়।
Example: in summer, in winter, in spring, in autumn.
• সপ্তাহের দিনের নাম এর আগে "on" ব্যবহার হয়।
Example: on Sunday, on Monday, on Friday mornings.

0
Updated: 2 months ago
If you stay calm, you will succeed.Make it compound.
Created: 2 months ago
A
Staying calm makes you successful.
B
Stay calm and you will succeed.
C
Keep calm to succeed.
D
In order to be successful, you need to be calm.
Complex Sentence থেকে Compound Sentence এ রূপান্তর (Negative অর্থসহ)
মূল নিয়ম:
-
Complex sentence-এর subordinate clause (যেমন If-Clause) থেকে If ও subject তুলে নিয়ে বাক্য শুরু করা যায়।
-
বাকী clause-এর সাথে coordinating conjunction ব্যবহার করে সংযুক্ত করা হয়। সাধারণ conjunction: and, but, or।
-
If-Clause কে imperative (command/নির্দেশ) আকারে রূপান্তর করা যায়।
উদাহরণ:
-
Complex Sentence: If you stay calm, you will succeed.
-
Compound Sentence: Stay calm and you will succeed.
বিস্তারিত ব্যাখ্যা:
-
মূল Complex Sentence: If you stay calm → subordinate clause
-
Compound Sentence-এ: Stay calm (imperative) + and + you will succeed
-
অর্থ একই থাকে, কিন্তু sentence structure পরিবর্তিত হয়।

0
Updated: 2 months ago
Synonym of 'Luminous' -
Created: 3 weeks ago
A
Circumlocution
B
Lucid
C
Honest
D
Hedge
Luminous (adjective) শব্দের অর্থ হলো এমন কিছু যা মৃদুভাবে উজ্জ্বল বা দীপ্তিময়। বাংলায় এর অর্থ হতে পারে:
-
আলোকোজ্জ্বল, উজ্জ্বল – যেমন: luminous paint।
-
(লাক্ষণিক) স্পষ্ট, সহজবোধ্য।
সমার্থক শব্দসমূহ: Radiant (দীপ্তিমান), Dazzling (চোখধাঁধানো), Glowing (অনুরঞ্জিত), Lucid (স্বচ্ছ, নির্মল), Vivid (স্পষ্ট, উজ্জল)।
বিপরীতার্থক শব্দসমূহ: Dark (অন্ধকার), Dim (আবছা), Dull (নিস্তেজ), Gloomy (বিষন্ন), Shadowy (ছায়াময়)।
উদাহরণ বাক্য:
-
চাঁদ পূর্ণ ছিল এবং একটি উজ্জ্বল নীল দীপ্তি ছড়াচ্ছিল।
-
আমি গাড়ির হেডলাইটে বিড়ালের উজ্জ্বল চোখ দেখতে পেলাম।
সঠিক অপশন:
-
Honest (সৎ),
-
Hedge (বাজে),
-
Circumlocution (আড়ম্বর, বাকচাতুর্য)।
উৎস:

0
Updated: 3 weeks ago
The Character 'Alfred Doolittle' is taken from G. B. Shaw's play titled-
Created: 3 weeks ago
A
Mrs. Warren's Profession
B
Candida
C
Pygmalion
D
The Doctor's Dilemma
Alfred Doolittle হলো G. B. Shaw রচিত Pygmalion নাটকের একটি জনপ্রিয় চরিত্র।
Pygmalion:
-
এটি G. B. Shaw রচিত একটি রোমান্টিক কমেডি নাটক।
-
নাটকটি পাঁচটি অঙ্কে (five acts) রচিত।
-
প্রথম প্রকাশিত হয় ১৯১৩ সালে।
-
নাটকটি মানবিক কমেডি হিসেবে প্রেম এবং ইংল্যান্ডের তৎকালীন সামাজিক শ্রেণিবিন্যাসকে কেন্দ্র করে রচিত।
প্রধান চরিত্রসমূহ:
-
Alfred Doolittle
-
Mrs. Higgins
-
Ezra D. Wannafeller
-
Eliza Doolittle
-
Henry Higgins
-
Colonel Pickering
-
Clara Eynsford Hill
-
Freddy Eynsford Hill ইত্যাদি
G. B. Shaw (1856–1950):
-
পুরো নাম: George Bernard Shaw
-
আধুনিক (Modern period) এর একজন আইরিশ নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
-
তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
প্রখ্যাত নাটকসমূহ:
-
Pygmalion (Romantic play)
-
Major Barbara (Social satire)
-
Mrs. Warren's Profession
-
Arms and the Man (Romantic comedy)
-
Heartbreak House
-
Caesar and Cleopatra
-
Man and Superman (Comedy play)
-
The Doctor's Dilemma (Satire drama)
-
St. Joan of Arc ইত্যাদি
উৎস:

0
Updated: 3 weeks ago