A
What
B
What many
C
How many
D
How much
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হল ক) How much.
Complete sentence: How much sugar should I buy for the cake?
• "Sugar" একটি uncountable noun, তাই এর সাথে "How much" ব্যবহার হয়।
- how much- কতটা; কী পরিমাণ; কতখানি।
• How much ব্যবহার হয় uncountable noun এর সাথে:
Example: How much sugar?
• How many ব্যবহার হয় countable noun এর সাথে:
Example: How many books?

0
Updated: 4 weeks ago
Choose the word from the alternatives, where the prefix or suffix has not been used properly.
Created: 1 week ago
A
unassuming
B
unbelievable
C
unabated
D
uncautious
Correct Prefix Usage
• Answer:
-
ঘ) uncautious → ভুল প্রিফিক্স ব্যবহার হয়েছে
-
সঠিক শব্দ: incautious (prefix "in-")
• Incautious (Adjective)
-
Bangla Meaning: অসাবধান; অসতর্ক
• অন্যান্য উদাহরণ (সঠিক প্রিফিক্স “un-” ব্যবহার করা হয়েছে):
-
unassuming (Adjective): Modest, not arrogant — নিজেকে জাহির করে না এমন; নিরাভিমান; অপ্রগলভ; বিনয়ী; অমায়িক
-
unbelievable (Adjective): Difficult to believe — (১) অবিশ্বাস্য; (২) কথ্য: অত্যন্ত বিস্ময়কর
-
unabated (Adjective): Without weakening — (ঝড় ইত্যাদি) আগের মতোই তীব্র, প্রচণ্ড; অপ্রতিহত
• Note:
-
uncautious-এ “un-” প্রিফিক্সটি ভুলভাবে ব্যবহার হয়েছে; সঠিক রূপ হলো incautious।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 week ago
I ran fast but I could not get the train.
Make it simple-
Created: 2 weeks ago
A
In spite of my running fast, I could not get the train.
B
Though I ran fast, I missed the train.
C
Running fast, I missed the train.
D
I ran fast, yet I missed the train.
• Correct Answer: In spite of my running fast, I could not get the train.
• But যুক্ত Compound sentence কে Simple Sentence এ পরিণত করার নিয়ম-
- প্রথমে Inspite of বসে + প্রথম Sentence এর Subject এর Posssesive form বসেছে + প্রথম Sentence এর am/is/are/was/were এর পরিবর্তে being বসে বা has, have, had, এর পরিবর্তে having বসে বা প্রথম বাক্যের মূল verb এর সাথে ing যোগ করতে হয়+ but এর পরিবর্তে comma (,) বসে+ দ্বিতীয় Sentence টি বসে।
• Compound: He is ill but he can run fast.
- Simple: In spite of his being ill, he can run fast.
• Compound: I ran fast but I could not get the train.
- Simple: In spite of my running fast, I could not get the train.

0
Updated: 2 weeks ago
One must take care of _____ health.
Created: 6 days ago
A
his
B
one's
C
their
D
their's
English
Completing Sentence
English Grammar
English Literature
The Adjective
The Pronoun
No subjects available.
Complete Sentence:
👉 One must take care of one's health.
ব্যাখ্যা:
-
প্রশ্নটি মূলত possessive pronoun-এর ব্যবহারের উপর ভিত্তি করে।
-
এখানে one একটি pronoun। এর possessive form হলো one's।
-
যখন one subject হিসেবে ব্যবহৃত হয়, তখন possessive adjective হিসেবেও সবসময় one's বসে।
-
তাই এখানে one's সঠিক উত্তর। অন্য কোনো possessive form যেমন his, her, their, it ব্যবহার করা যাবে না।
অন্য উদাহরণ:
-
He → possessive form his
-
She → possessive form her
-
Each / each of / anybody / everyone / no one / one of → possessive adjective হিসেবে his/her ব্যবহৃত হয়।

0
Updated: 6 days ago