একটি ছাত্রাবাসে টিভি কেনার জন্য চাঁদা তোলা হয় । যদি মোট ১৭,৮৯০ টাকা চাঁদা উঠে থাকে এবং প্রতি ছাত্র কমপক্ষে ৩৫০ টাকা চাঁদা দিয়ে থাকে তাহলে ছাত্রাবাসের ছাত্র সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে?
A
৩১
B
৪৯
C
৫৭
D
৫১
উত্তরের বিবরণ
350×57 = 19950
350×51 = 17850
যেহেতু 17,890 টাকা চাঁদা উঠেছে তাই ছাত্র সংখ্যা 57 জন হওয়া সম্ভব নয়। অর্থাৎ ছাত্রাবাসের ছাত্র সংখ্যা সর্বোচ্চ 51 জন।
0
Updated: 1 day ago
(১৯X১০)-(২৩৫+৩৩৫)+(৩৪২+১২৮) = কত?
Created: 3 days ago
A
১২০
B
১৩০
C
৯০
D
১৮০
সমাধান:
১. প্রথমে গুণ করি:
২. প্রথম বন্ধনীর যোগফল করি:
৩. দ্বিতীয় বন্ধনীর যোগফল করি:
৪. মূল সমীকরণে বসাই:
৫. ধাপে ধাপে করি:
উত্তর: গ) ৯০
0
Updated: 3 days ago
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৫ সে.মি. এবং ১২ সে.মি.। রম্বসটির ক্ষেত্রফল কত?
Created: 1 month ago
A
৩০ বর্গ সে.মি.
B
৬০ বর্গ সে.মি.
C
১২০ বর্গ সে.মি.
D
৭০ বর্গ সে.মি.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৫ সেমি এবং ১২ সেমি হলে, রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করা যায়।
-
রম্বসের ক্ষেত্রফল সূত্র: (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
-
ক্ষেত্রফল = (১/২) × ৫ × ১২
-
ক্ষেত্রফল = (১/২) × ৬০
-
ক্ষেত্রফল = ৩০ বর্গ সেমি
সুতরাং, রম্বসটির ক্ষেত্রফল ৩০ বর্গ সেমি।
0
Updated: 1 month ago
প্রথম 12 টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত?
Created: 1 month ago
A
560
B
605
C
650
D
660
প্রশ্ন: প্রথম 12 টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত?
সমাধান:
আমরা জানি,
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি = {n(n + 1)(2n + 1)}/6
∴ 12টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি = {12 × (12 + 1) × (2 × 12 + 1)}/6
= {12 × 13 × 25}/6
= 3900/6
= 650
0
Updated: 1 month ago