when I was at the University , I used study regularly .
A
to
B
had to
C
have
D
into
উত্তরের বিবরণ
Used to: আমরা used to ব্যবহার করি যখন আমরা এমন কিছু নিয়ে কথা বলি যা অতীতে ঘটত, কিন্তু এখন আর ঘটে না বা সত্য নয়। এটি একটি পুনরাবৃত্তি ঘটনার বা একটি অবস্থা বা পরিস্থিতির দিকে ইঙ্গিত করতে পারে। উদাহরণস্বরূপ:
-
"সে আগে স্থানীয় দলের জন্য ফুটবল খেলত, কিন্তু এখন সে খুব বৃদ্ধ হয়ে গেছে।" (এখানে ফুটবল খেলার অভ্যাস অতীতে ছিল, কিন্তু এখন আর নেই।)
-
"সেখানে যে সাদা বাড়িটি রয়েছে, সেটা আগে আমার পরিবারের ছিল।" (এটি অতীতে আমার পরিবারের ছিল, কিন্তু এখন আর নয়।)
0
Updated: 1 day ago
Which sentence contains an adverb of frequency?
Created: 5 months ago
A
He runs fast
B
She shouted loudly
C
The live here
D
I always brush my teeth before going to bed
0
Updated: 5 months ago
What is the synonym of 'Competent'?
Created: 5 months ago
A
Circumspect
B
Discrete
C
Capable
D
Prudent
• Competent:
English meaning: able to do something well.
Bangla meaning: উপযুক্ত; সক্ষম; দক্ষ।
• অন্য অপশন গুলোর মধ্যে -
ক) Circumspect - কাজে নামার আগে সবকিছু খুঁটিয়ে খেয়াল করে এমন; সতর্ক।
খ) Discrete - পৃথক; বিযুক্ত; ধারাবাহিকতাহীন; অসংলগ্ন।
গ) Capable - শক্তিমান; সক্ষম; শক্তিধর; দক্ষ।
ঘ) Prudent - সতর্ক; দূরদর্শী; কৃতাবধান; পরিণামদর্শী; সুবিবেচক; বিচক্ষণ।
• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Capable শব্দটি Competent এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy.
0
Updated: 5 months ago
They have ____ their support for our case.
Created: 3 months ago
A
pledged
B
disavowed
C
provided
D
defered
Complete Sentence: They have pledged their support for our case.
-
Bangla Meaning: তারা আমাদের মামলার পক্ষে তাদের সমর্থনের অঙ্গীকার করেছে।
• Pledge
-
English Meaning: To make a sincere or official promise to provide or take an action.
-
Bangla Meaning: প্রতিজ্ঞা করা, প্রতিশ্রুতি দেওয়া, কোনো কাজ বা সহায়তা করার অঙ্গীকার করা।
• 'Pledged' শব্দটি শূন্যস্থান পূরণে ব্যবহার করলে বাক্যটি যথার্থ ও অর্থবোধক হয়।
-
অন্যান্য বিকল্প শব্দগুলো দিয়ে বাক্যটি গঠন করলে মূল অর্থ প্রকাশ পায় না।
Sources:
-
অ্যাক্সেসিবল ডিকশনারি (বাংলা একাডেমি)
-
ক্যামব্রিজ ডিকশনারি
0
Updated: 3 months ago