Because of his ill health , the doctor advised Sakib ---- smoking.
A
to refrain to
B
to be refrained from
C
to refrain from
D
to not refrain from
উত্তরের বিবরণ
Refrain from (doing something): এটি একটি সচেতন প্রচেষ্টা যা কাউকে কিছু না করার জন্য উদ্দীপ্ত করে।
-
এটি এমন একটি আচরণ বা সিদ্ধান্তকে নির্দেশ করে যেখানে ব্যক্তিটি নিজেকে কিছু না করার জন্য নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে।
-
উদাহরণস্বরূপ: "আমি সবাইকে অনুরোধ করছি যে, উপস্থাপনার শেষ না হওয়া পর্যন্ত প্রশ্ন না করতে।"
-
"দয়া করে লাইব্রেরিতে থাকা অবস্থায় কথা না বলার চেষ্টা করুন।"
0
Updated: 1 day ago
The masculine form of “ewe” is —
Created: 2 months ago
A
ram
B
dame
C
hind
D
wizard
The masculine form of “ewe” is ram.
-
Ram – ভেড়া
-
Ewe – ভেড়ী
Some Examples of Masculine and Feminine Forms:
| Masculine | Feminine |
|---|---|
| man | woman |
| master (প্রভু, শিক্ষক) | mistress (প্রভুপত্নী, শিক্ষয়িত্রী) |
| monk, friar (মঠবাসী) | nun (মঠবাসিনী, সন্ন্যাসিনী) |
| nephew (ভাইপো, ভাগ্নে) | niece (ভাইঝি, ভাগ্নী) |
| ram, wether (ভেড়া) | ewe (ভেড়ী) |
| sir, sire (জনাব) | madam (জনাবা) |
| sire (পশুদের সম্রাট) | dame (পশুদের সম্রাজ্ঞী) |
| stag (হরিণ) | hind (হরিণী) |
| swain (গ্রাম্য যুবক) | nymph (অল্পবয়স্কা মহিলা) |
| tailor (দরজী) | seamstress (মহিলা দরজী) |
| widower (বিপত্নীক) | widow (বিধবা) |
| wizard (যাদুকর) | witch (যাদুকরী) |
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain
0
Updated: 2 months ago
He always has me _____ his work.
Created: 1 month ago
A
to do
B
do
C
done
D
has done
Complete sentence: He always has me do his work.
Causative Verb:
-
Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
-
Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verbs।
-
Make, Have, Get প্রভৃতি যোগে অনেক verb-কে causative verb এ পরিণত করা যায়।
Causative Verb Structure:
1. Have (ব্যক্তি)
-
Structure: Subject + have (any tense) + object (usually person) + base form of verb + ...
-
Examples:
-
Jonny had Ronny clean the bedroom.
-
He always has me do his work.
-
Mary will have Alex prepare her homework.
-
2. Have (বস্তু)
-
Structure: Subject + have (any tense) + object (usually thing) + past participle form of verb + ...
-
Examples:
-
John had his car washed.
-
He always has his work done.
-
Lopa will have her homework prepared.
-
3. Get (ব্যক্তি/বস্তু)
-
Structure (person): Subject + get (any tense) + object + infinitive (to + v1)
-
Example: John got Alex to clean the bedroom.
-
-
Structure (thing): Subject + get (any tense) + object + past participle
-
Example: John got his car washed.
-
4. Make (ব্যক্তি)
-
Structure: Subject + make (any tense) + object (always person) + base form of verb + ...
-
Examples:
-
Robert made me beat that little child.
-
He always makes me do his work.
-
Mary will make me prepare her homework.
-
I made him wash my car.
-
He makes me laugh whenever I am down.
-
Other options:
-
ক) to do: ভুল, causative structure এ সরাসরি base form আসে।
-
গ) done: past participle; এখানে ব্যবহার হয় না।
-
ঘ) has done: present perfect tense; causative structure এর ক্ষেত্রে প্রযোজ্য নয়।
0
Updated: 1 month ago
The waitress ____ to take the order.
Created: 3 weeks ago
A
comes off
B
comes out
C
comes over
D
comes round
Sentence: The waitress comes over to take the order.
Come over:
-
Bangla Meaning: আসা, স্থানান্তরে যাওয়া, চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পাওয়া, হঠাৎ করে কোনো বিশেষ ধরনের আচরণ করা।
-
English Meaning: To visit casually or drop in; to move from one place to another; or to change from one side or opinion to another.
-
Explanation: এখানে “comes over” বলতে বোঝানো হয়েছে “ওয়েট্রেস কাছে আসছে” বা “ওদিকে চলে আসছে”— অর্থাৎ কারও দিকের দিকে আগমন বোঝানো হয়েছে।
-
Example Sentence: Why don’t you come over this evening for dinner?
Other Options:
-
Come off: জয়ী হওয়া; সার্থক হওয়া; খসা; স্খলিত হওয়া।
-
Example: The event came off successfully.
-
-
Come out: প্রচারিত হওয়া; প্রকাশিত হওয়া।
-
Example: His new book will come out next month.
-
-
Come round: আরোগ্যলাভ করা; সুস্থ হওয়া; অচেতনতা থেকে জ্ঞান ফিরে পাওয়া।
-
Example: She fainted but came round soon after.
-
Conclusion:
বাক্য “The waitress comes over to take the order” এ “comes over” অর্থ হলো “ওয়েট্রেস অর্ডার নিতে কাছে আসে”, যা আসা বা কারও দিকে আগমন বোঝাতে ব্যবহৃত হয়েছে।
0
Updated: 3 weeks ago