There is no glory in war considering the blood it -----.
A
demands
B
costs
C
spills
D
sheds
উত্তরের বিবরণ
Spill (ক্রিয়া): Spill অর্থ হলো কোনো কিছু ঝরিয়ে পড়া, গড়িয়ে পড়া বা সীমার বাইরে ছড়িয়ে পড়া। এটি সাধারণত এমন সময় ব্যবহার হয় যখন কিছু কোনো বস্তুর প্রান্ত বা সীমানা ছাড়িয়ে পড়ে।
উদাহরণ: "আমি আমার সিল্ক শার্টে কফি ঢেলে ফেললাম।"
Shed (ক্রিয়া) (প্রসূত করা): Shed মানে হলো কোনো কিছু উৎপন্ন বা নির্গত করা, যেমন অশ্রু, রক্ত ইত্যাদি। এটি এমন কিছু যা সাধারণত শারীরিক বা আবেগিকভাবে নির্গত হয়।
উদাহরণ: "সে তার মেয়েের বিয়েতে কিছু অশ্রু ঝরিয়েছিল।"
"এই যুদ্ধের মধ্যে অনেক রক্ত ঝরানো হয়েছে (অনেক মানুষ মারাত্মকভাবে আহত বা নিহত হয়েছে)।"
0
Updated: 1 day ago
He not only repaired the car ___________.
Created: 1 month ago
A
he has repaired it the bike
B
but also repaired the bike
C
but also repaired it the bike
D
but also he repairs it the bike
Correct sentence: He not only repaired the car but also repaired the bike। এটি Parallelism এর নিয়ম মেনে গঠিত।
Parallelism হলো যখন কোনো বাক্যে ধারাবাহিক কিছু তথ্য বা কাজ উল্লেখ করা হয়, তখন প্রত্যেক তথ্যকে একই ধরনের গঠন বা part of speech ব্যবহার করে সাজানো হয়। এটি বাক্যকে সুষম এবং পাঠযোগ্য করে তোলে।
Parallelism এর নিয়ম:
-
And, or, but, be verb ইত্যাদির আগে এবং পরে সমজাতীয় parts of speech বসতে হবে।
-
Both...and, Not only...but also, Either...or, Neither...nor ইত্যাদি correlatives এর উভয় পাশে সমজাতীয় parts of speech বসতে হবে।
-
উদাহরণস্বরূপ, যদি একটি অংশ noun হয়, অন্যগুলোও noun হবে; যদি adjective হয়, সবগুলো adjective হবে।
-
Infinitive বা Gerund ব্যবহার করলে সবগুলো অংশ একই রূপের Infinitive বা Gerund হবে।
Use of Not only...but also:
-
Not only যদি subject-এর আগে বসে, তাহলে But also ও subject-এর আগে বসবে।
-
Not only যদি object-এর আগে বসে, তাহলে But also ও object-এর আগে বসবে।
Examples:
-
Robert is not only talented but also handsome।
-
He writes not only correctly but also neatly।
-
Beth plays not only the guitar but also the violin।
0
Updated: 1 month ago
A ____ of sightseers descends upon the island every summer.
Created: 1 month ago
A
school
B
swarm
C
cluster
D
flight
The sentence "A swarm of sightseers descends upon the island every summer" illustrates the use of a collective noun.
-
Swarm: English meaning – a large number of honeybees, ants, locusts, sightseers, tourists, meteors, or children.
-
Bangla meaning – জাঁক, পাল, দল।
-
Example usage: a swarm of ants, a swarm of bees, swarms of children in the park.
-
Other related collective nouns:
-
School: a group of fish – a school of fish (মাছের ঝাঁক বা ভিড়)
-
Cluster: a number of similar things occurring together – a cluster of trees, flowers, bees (গুচ্ছ, ঝাঁক, ঝাড়, স্তবক)
-
Flight: a group of similar beings or objects flying together – typically birds or insects – a flight of birds
-
-
Collective Noun: এটি এমন একটি Noun যা একত্রে কয়েকজন ব্যক্তি বা বস্তুর সমষ্টি বোঝায় এবং এককভাবে বিবেচিত হয়।
-
উদাহরণস্বরূপ: cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority।
0
Updated: 1 month ago
The doctor recommended _____ a new treatment.
Created: 1 month ago
A
to
B
with
C
on
D
No preposition
Transitive Verb এর পর সাধারণত কোনো Preposition বসে না; এর পর সরাসরি Object বসে।
-
কিছু প্রচলিত Transitive Verb: reach, resemble, violate, discuss, resign, sign, investigate, recommend, order, command, enter
-
সঠিক উদাহরণ: The doctor recommended a new treatment.
-
এখানে recommended হলো Transitive Verb
-
a new treatment হলো Object
-
0
Updated: 1 month ago