__________ sugar should I buy for the cake?
A
What
B
What many
C
How many
D
How much
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হল ক) How much.
Complete sentence: How much sugar should I buy for the cake?
• "Sugar" একটি uncountable noun, তাই এর সাথে "How much" ব্যবহার হয়।
- how much- কতটা; কী পরিমাণ; কতখানি।
• How much ব্যবহার হয় uncountable noun এর সাথে:
Example: How much sugar?
• How many ব্যবহার হয় countable noun এর সাথে:
Example: How many books?

0
Updated: 2 months ago
The Canterbury Tales was authored by-
Created: 3 weeks ago
A
Geoffrey Chaucer
B
John Donne
C
Thomas More
D
William Langland
The Canterbury Tales হলো Geoffrey Chaucer-এর একটি বিখ্যাত সাহিত্যকর্ম, যা মধ্য ইংরেজিতে লেখা এবং এক গল্পের মধ্যে বহু গল্পের সংকলন।
-
Novel/Work: The Canterbury Tales
-
লেখক: Geoffrey Chaucer
-
লেখা হয়েছে ১৩৮৭–১৪০০ সালে, মধ্য ইংরেজিতে
-
স্বরূপ: Frame story (এক গল্পের ভিতরে আরও অনেক গল্প)
-
গল্পের শুরু লন্ডনের Tabard Inn-এ, যেখানে ৩০ জন তীর্থযাত্রী একত্রিত হন এবং Canterbury শহরের St. Thomas Becket-এর মাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন।
-
যাত্রাপথে ক্লান্তি দূর করতে প্রত্যেকে চারটি করে গল্প বলবে (দু'টি যাত্রাপথে, দু'টি ফেরার পথে)।
-
প্রতিযোগিতার আয়োজক: Harry Bailly, হোটেলের মালিক
-
মূলত এটি কবিতা হলেও এতে ২৪টি গল্প রয়েছে। Chaucer বাস্তবে সব ২৪টি গল্প শেষ করতে সক্ষম হননি।
-
-
Geoffrey Chaucer (১৩৪২/৪৩–১৪০০):
-
ইংরেজি কবি ও লেখক, নাগরিক কর্মকর্তা, কূটনীতিবিদ ও সেক্রেটারিয়েট হিসাবে কাজ করেছেন
-
তাকে "father of English literature" বলা হয়
-
Middle English-কে সাহিত্য ভাষা হিসেবে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন
-
প্রথম ইংরেজি ব্যবহার করে iambic pentameter এবং rhyme royal-এর মতো ছন্দ চালু করেন
-
-
Famous Works:
-
The Canterbury Tales
-
The Nun’s Priest’s Tale
-
The Book of the Duchess
-
The House of Fame
-
Troilus and Criseyde
-
Parlement of Foules
-
The Legend of Good Women
-

0
Updated: 2 weeks ago
She hopes to visit Paris next summer.
Here, the underlined phrase is a/ an -
Created: 1 month ago
A
Noun Phrase
B
Adjective Phrase
C
Adverbial Phrase
D
None of these
• Noun Phrase
-
যে শব্দগুচ্ছ (phrase) Noun-এর কাজ করতে পারে, তাকে Noun Phrase বলা হয়।
-
Noun Phrase সাধারণত একটি Noun বা Pronoun-এর কাজ করে।
-
Noun Phrase প্রায়শই Adjective দ্বারা modify হয়।
-
বাক্যে Noun Phrase বিভিন্ন ভূমিকা পালন করতে পারে, যেমন:
-
Subject হিসেবে
-
Object of a verb হিসেবে
-
Object of a preposition হিসেবে
-
Subject complement হিসেবে
-
Object complement হিসেবে
-
-
Example: প্রদত্ত বাক্যে "to visit Paris next summer" phrase টি Verb (hopes) এর Object হিসেবে ব্যবহৃত।
-
Infinitive marker (to + verb) যদি বাক্যে Subject বা Object হিসেবে আসে, তখন এটি Noun Phrase হিসেবে গণ্য হয়।
-
Correct Answer: She hopes to visit Paris next summer.
-
এখানে underlined phrase হলো Noun Phrase।
-

0
Updated: 1 month ago
What does "Mendacious" mean?
Created: 1 month ago
A
Honest
B
Lying
C
Generous
D
Funny
Correct Answer: খ) Lying
Mendacious (Adj)
-
Bangla Meaning: মিথ্যা; মিথ্যাবাদী
-
English Meaning: given to or characterized by deception or falsehood
Lying (Adj)
-
Bangla Meaning: মিথ্যা; মিথ্যাবাদিতা
-
English Meaning: marked by or containing untrue statements; false
Other Options:
-
Honest – সত্যবাদী; free from fraud or deception
-
Generous – উদার; liberal in giving; openhanded
-
Funny – মজার; affording light mirth and laughter; amusing
Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary

0
Updated: 1 month ago