Hardly ________ a word when she interrupted me.
A
I spoken
B
I had spoken
C
have I spoken
D
had I spoken
উত্তরের বিবরণ
• Complete Sentence: Hardly had I spoken a word when she interrupted me.
- Bangla Meaning: আমি কথাটা বলতেই না বলতেই ও আমাকে থামিয়ে দিল।
- কোনো বাক্যে hardly had থাকলে, hardly had যুক্ত অংশটি past perfect tense এ হয় ও verb এর past participle form হয় এবং hardly had এর পরবর্তী clause টি শুরু করতে হয় when দিয়ে এবং বাকি অংশ টুকু past indefinite tense এ হয়।
- Structure: Hardly had + sub + verb এর past participle form + When + past indefinite tense.
- যেহেতু প্রদত্ত প্রশ্নের প্রথম Clause টি hardly had যুক্ত এবং past perfect tense-এ আছে তাই এর পরবর্তী clause অবশ্যই শুরু করতে হবে when দিয়ে এবং tense হবে past indefinite.
- তাই, এখানে, Hardly এর পরে শূন্যস্থানে - had I spoken হয়েছে।
সহজে মনে রাখার সুবিধার্থে,
- কোনো কিছু হওয়া/ করা মাত্রই অন্য কিছু হয়েছিল/ করেছিল বোঝাতে অথবা হতে না...হতেই / করতে না No sooner had......than এভাবে আসে। করতেই বোঝাতে বাক্যে সবসময় Hardly had.......when, scarcely had...when,
- আর When ও than এর পূর্বে Past perfect Tense এবং When ও than এর পরে Past Indefinite Tense ব্যবহৃত হয়।

0
Updated: 2 months ago
It is important that she follows the instructions carefully.
Created: 1 month ago
A
important
B
instructions
C
follows
D
carefully
• The error is — গ) follows
• Correct sentence:
It is important that she follow the instructions carefully.
-
Bangla: তার জন্য নির্দেশাবলী সাবধানে অনুসরণ করা গুরুত্বপূর্ণ।
• Present Subjunctive:
-
চাওয়া বা ইচ্ছা প্রকাশ করতে subordinate clause-এ verb-এর base form ব্যবহার করা হয়।
-
Formal English-এ, "It is important that...", "advised", "necessary", "recommended", "urgent", "obligatory", "required", "imperative", "mandatory", "proposed", "suggested" ইত্যাদি adjectives-এর পরে subjunctive mood ব্যবহার করা হয়।
-
Structure: It + be (any tense) + adjective + that + subject + simple verb (base form)
-
Negative ক্ষেত্রে verb-এর base form-এর আগে শুধু not বসবে; verb-এর সাথে কোনো -s/-es/-ed/-ing/-d/-t যুক্ত হবে না।
-
Be-verb থাকলে শুধু be বসবে।
-
American English-এ should ব্যবহার হয় না; British English-এ should + base form ব্যবহার হতে পারে।
Source: A Passage to the English Language, S. M. Zakir Hussain

0
Updated: 1 month ago
The burning candle gave off a soft light.- Here, 'burning' is an example of
Created: 3 weeks ago
A
Gerund
B
Main verb
C
Participle
D
Finite verb
"Burning" শব্দটি candle শব্দটিকে বর্ণনা করছে, অর্থাৎ এটি adjective-এর মতো কাজ করছে এবং চলমান ক্রিয়ার বোধ প্রকাশ করছে। এই কারণে এটিকে participle বলা হয়।
-
Participle হলো এমন একটি verb যা noun বা pronoun কে describe বা modify করতে পারে এবং adjective-এর কাজ করতে পারে।
-
Present participle: verb + -ing
-
Past participle: verb + -ed, -d, -t, -en, -n
-
Participle একই সাথে verb এবং adjective-এর কাজ করে।
-
মূল প্রকার:
-
Present Participle – চলমান sense বোঝায়
-
উদাহরণ: Do not disturb a sleeping dog.
-
-
Past Participle – সম্পন্ন কাজ বোঝায়
-
উদাহরণ: This is a book written by Charles Dickens.
-
-
Perfect Participle – পূর্ববর্তী কাজ বোঝায়
-
উদাহরণ: Having eaten rice, he went to bed.
-
-
-
উদাহরণ বাক্য: The burning candle gave off a soft light.

0
Updated: 2 weeks ago
What may be considered ''courteous'' in one culture may be arrogant in another.
Created: 2 months ago
A
flimsy
B
coarse
C
gracious
D
Friendly
What may be considered ''courteous'' in one culture may be arrogant in another.
- প্রদত্ত বাক্যে বলা হচ্ছে, যেটি এক সংস্কৃতিতে বিনয় বা সৌজন্য প্রকাশক অন্য সংস্কৃতিতে সেটি অহমিকা বা অহংকারের অর্থ প্রদান করে। অন্যভাবে বলা যায়, এক দেশের গালি অন্য দেশের বুলি।
- এখানে, courteous (adjective) শব্দটি দ্বারা মূলত: বোঝাচ্ছে ভদ্র; নম্র; সজ্জনসুল আচরণ।
- অপশনে প্রদত্ত চারটি শব্দের মধ্যে, কেবলমাত্র gracious (adjective) ব্যক্তি ও ব্যক্তিগত আচরণ) সদয়; উদার; ভদ্র; সৌজন্যময় দ্বারাই এই অর্থ প্রকাশ পাচ্ছে।
• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) flimsy (adjective) [noun] [Uncountable noun]
- (বস্ত্র) হালকা ও পাতলা; ফিনফিনে; (বস্তু) পলকা; ভঙ্গুর; ঠুনকো; (লাক্ষণিক) ঠুনকো অজুহাত/যুক্তি। ফিনফিনে পাতলা কাগজ যেমন, বহুসংখ্যক অনুলিপি তৈরি করার জন্য মুদ্রাক্ষরযন্ত্রে ব্যবহৃত কাগজ।
খ) coarse (adjective)
- মোটা; অসূক্ষ্ম; (খাদ্য) সাধারণ; নিকৃষ্টমানের; বাজে; অমার্জিত; অনিষ্ট।
ঘ) Friendly (adjective)
- বন্ধুত্বপূর্ণ; বন্ধুজনোচিত; বন্ধুভাবাপন্ন; সহৃদয়; মিত্রোচিত; বন্ধুসুলভ; সানুরাগ; প্রীতিপূর্ণ।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 months ago