অন্তঃস্থ বর্ণ কোন কোন দুটো?
A
শ এবং হ
B
ন এবং ম
C
ষ এবং ষ
D
য এবং র
উত্তরের বিবরণ
য, ব, র, ল বর্ণগুলোকে অন্তঃস্থ ধ্বনি বা অন্তঃস্থ বর্ণ বলা হয়।
-
এই বর্ণগুলো সাধারণত উচ্চারণের সময় গলার কাছ থেকে ধ্বনি উৎপন্ন হয়।
-
বর্ণগুলো নির্দিষ্ট শ্বাসনালী বা গলার মধ্যে থেকে বের হয়, যা তাদের অন্তঃস্থ ধ্বনি হিসেবে চিহ্নিত করে।
-
বাংলায় এই ধরনের বর্ণগুলোর উচ্চারণে মুখের অঙ্গভঙ্গি কম থাকে এবং অধিকাংশ সময় শ্বাসপ্রশ্বাসের ভেতর দিয়ে শব্দ তৈরি হয়।
-
অন্তঃস্থ বর্ণগুলোর মধ্যে য, ব, র, ল উল্লেখযোগ্য।
0
Updated: 1 day ago