Find the error.
She likes swimming, to run, and biking every morning.
A
She likes
B
swimming
C
to run
D
biking
উত্তরের বিবরণ
• Incorrect Sentence: She likes swimming, to run, and biking every morning.
- Correct Sentence: She likes swimming, running, and biking every morning.
- এখানে, "to run" এর পরিবর্তে "running" হবে।
- কারণ বাক্যটিতে ক্রিয়াগুলোর ধরনে সামঞ্জস্য (parallelism) রক্ষা করা হয়নি।
• Parallelism:
- Parallelism in Bengali (or সামান্তরালতা) refers to the use of similar grammatical structures or syntactical patterns to create balance or rhythm in writing or speech. It is a rhetorical device that enhances clarity, elegance, and emphasis in language. By using parallel structure, writers or speakers can highlight similarities between ideas, making the text or speech more cohesive and easier to follow.
Examples of Parallelism in Bengali:
- অথবা/এবং ব্যবহার:
"সে খেলে, সে শিখে, সে হাসে।"
- (He plays, he learns, he laughs.)
- Here, the repetition of the verb forms "খেলে" (plays), "শিখে" (learns), and "হাসে" (laughs) in a parallel structure creates rhythm and emphasizes the actions.
- বাক্য গঠন:
- "আমি জানি, আমি বুঝি, আমি বিশ্বাস করি।"
- (I know, I understand, I believe.)
- The repetition of the verb "আমি" (I) followed by a verb in the same form, creates a balanced structure, making the sentence more powerful and unified.
- বৈসাদৃশ্যতা (Contrast):
- "সে বই পড়ে, আমি সিনেমা দেখি।"
- (He reads books, I watch movies.)
- Here, both parts of the sentence have the same structure, showing a contrast between two different actions.
- In these examples, the use of parallelism helps maintain balance, creates harmony between ideas, and makes the message more persuasive and memorable.

0
Updated: 2 months ago
I'm not conversant _____ the rules of chess.
Created: 3 weeks ago
A
of
B
on
C
with
D
off
শূন্যস্থানে সঠিক preposition হলো with, যা কোনো বিষয়ের সঙ্গে পরিচিত বা জ্ঞানসম্পন্ন থাকা বোঝাতে ব্যবহার হয়।
-
Complete sentence: I'm not conversant with the rules of chess.
-
Conversant (with) / be conversant with something
-
English Meaning: to be familiar with, and have knowledge or experience of the facts or rules of something
-
Bangla Meaning: অবগত; গভীর জ্ঞানসম্পন্ন
-
-
অর্থাৎ, কোনো বিষয়ে অবগত থাকা বা জ্ঞান থাকা বোঝাতে conversant এর পরে with বসানো হয়।

0
Updated: 2 weeks ago
Choose the correct sentence:
Created: 1 week ago
A
He insisted to be moving the car.
B
He insisted in moving the car.
C
He insisted for moving the car.
D
He insisted on moving the car.
সঠিক বাক্য: He insisted on moving the car.
-
Insist on / upon / Insist on doing something:
-
অর্থ: কোনো কিছুতে জোর দেওয়া বা পীড়াপীড়ি করা; কোনো কাজ অব্যাহত রাখার জন্য অন্যদের উপেক্ষা করা।
-
বাংলায়: কোনো বিষয়ে জোর দেওয়া বা প্রবলভাবে দাবী করা।
-
-
Insist on / upon এর সাথে সর্বদা verb এর -ing form ব্যবহৃত হয়।
উদাহরণ:
-
He insisted on my going there.
-
She insists on doing everything her own way.

0
Updated: 1 week ago
The Canterbury Tales was authored by-
Created: 3 weeks ago
A
Geoffrey Chaucer
B
John Donne
C
Thomas More
D
William Langland
The Canterbury Tales হলো Geoffrey Chaucer-এর একটি বিখ্যাত সাহিত্যকর্ম, যা মধ্য ইংরেজিতে লেখা এবং এক গল্পের মধ্যে বহু গল্পের সংকলন।
-
Novel/Work: The Canterbury Tales
-
লেখক: Geoffrey Chaucer
-
লেখা হয়েছে ১৩৮৭–১৪০০ সালে, মধ্য ইংরেজিতে
-
স্বরূপ: Frame story (এক গল্পের ভিতরে আরও অনেক গল্প)
-
গল্পের শুরু লন্ডনের Tabard Inn-এ, যেখানে ৩০ জন তীর্থযাত্রী একত্রিত হন এবং Canterbury শহরের St. Thomas Becket-এর মাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন।
-
যাত্রাপথে ক্লান্তি দূর করতে প্রত্যেকে চারটি করে গল্প বলবে (দু'টি যাত্রাপথে, দু'টি ফেরার পথে)।
-
প্রতিযোগিতার আয়োজক: Harry Bailly, হোটেলের মালিক
-
মূলত এটি কবিতা হলেও এতে ২৪টি গল্প রয়েছে। Chaucer বাস্তবে সব ২৪টি গল্প শেষ করতে সক্ষম হননি।
-
-
Geoffrey Chaucer (১৩৪২/৪৩–১৪০০):
-
ইংরেজি কবি ও লেখক, নাগরিক কর্মকর্তা, কূটনীতিবিদ ও সেক্রেটারিয়েট হিসাবে কাজ করেছেন
-
তাকে "father of English literature" বলা হয়
-
Middle English-কে সাহিত্য ভাষা হিসেবে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন
-
প্রথম ইংরেজি ব্যবহার করে iambic pentameter এবং rhyme royal-এর মতো ছন্দ চালু করেন
-
-
Famous Works:
-
The Canterbury Tales
-
The Nun’s Priest’s Tale
-
The Book of the Duchess
-
The House of Fame
-
Troilus and Criseyde
-
Parlement of Foules
-
The Legend of Good Women
-

0
Updated: 2 weeks ago