A
Where have you been born?
B
Where had you been born?
C
Where were you born?
D
Where was your birth?
উত্তরের বিবরণ
• Correct sentence: Where were you born?
- Bangla: আপনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
• এটি একটি past simple tense (অতীত কাল) এর প্রশ্ন। জন্ম হওয়া একটি অতীতের ঘটনা, তাই এখানে "were you born" ব্যবহার করতে হবে। এটি সাধারণত passive voice-এ ব্যবহৃত হয়।
- জন্ম নেওয়া অর্থে 'bear' verb-টি সর্বদা passive voice এ থাকে।
- জন্ম হওয়া (to be born) — এটি নিজের দ্বারা ঘটে না, বরং কার্যটি ঘটে, অর্থাৎ এটি একটি passive structure.
Options,
- "Where have you been born?" (present perfect is not used for birth, which is a single past event).
- "Where had you been born?" (past perfect is unnecessary for this simple past question)
- "Where was your birth?" (Unnatural phrasing in English)

0
Updated: 4 weeks ago
Choose the best option.
The scientist was praised for her __________ approach to solving the complex problem, relying on data rather than assumptions.
Created: 4 weeks ago
A
arbitrary
B
methodical
C
capricious
D
reckless
The scientist was praised for her __________ approach to solving the complex problem, relying on data rather than assumptions.
- অর্থাৎ বিজ্ঞানীকে প্রশংসা করা হয়েছে তার এমন একটি পদ্ধতির জন্য, যা তথ্য-নির্ভর, অনুমানের ওপর নয়।
ক) arbitrary (ইচ্ছামতো / খামখেয়ালীভাবে)
- এই শব্দটি বোঝায় এমন সিদ্ধান্ত যা যুক্তিহীন বা এলোমেলো।
- উদাহরণ: "He made an arbitrary decision without any evidence."
- এই শব্দটি নেতিবাচক, যা প্রশ্নের প্রেক্ষাপটে উপযুক্ত নয়।
খ) methodical (পদ্ধতিগত / সুশৃঙ্খল)
- এর মানে: কাজটি পরিকল্পিত ও ধাপে ধাপে সংগঠিতভাবে করা হয়েছে।
- উদাহরণ: "Her methodical research led to a breakthrough."
- এটি প্রশ্নে দেওয়া তথ্য-নির্ভর, গঠনমূলক কাজের সঙ্গে ভালোভাবে মানানসই।
গ) capricious (খামখেয়ালী / পরিবর্তনশীল মেজাজ)
- এর মানে: যার সিদ্ধান্ত বা আচরণ হঠাৎ বদলায়, অবিশ্বাসযোগ্য।
- উদাহরণ: "His capricious behavior made him hard to work with."
- এটি নেতিবাচক এবং প্রশ্নের প্রেক্ষাপটে মানায় না।
ঘ) reckless (উদ্বিগ্নভাবে সাহসী / দায়িত্বজ্ঞানহীনভাবে সাহসী)
- মানে: দায়িত্বজ্ঞানহীন বা ঝুঁকিপূর্ণভাবে কাজ করা।
- উদাহরণ: "Reckless driving causes many accidents."
- এটিও নেতিবাচক এবং তথ্য-নির্ভর বা সুশৃঙ্খল পদ্ধতির বিপরীত।
- সঠিক উত্তর: খ) methodical
- কারণ: প্রশ্নটি বলছে বিজ্ঞানী তথ্যের ওপর নির্ভর করেছেন, অনুমানের ওপর নয়। এটি একটি সুশৃঙ্খল ও পদ্ধতিগত (methodical) আচরণকে নির্দেশ করে।

0
Updated: 4 weeks ago
“He prayeth best who loveth best, all things both great and small” was quoted by-
Created: 1 week ago
A
William Wordsworth
B
P. B. Shelley
C
Lord Alfred Tennyson
D
Samuel Taylor Coleridge
English
English Grammar
English Literature
Samuel Taylor Coleridge (1772-1834)
No subjects available.
Famous Quotations
From Samuel Taylor Coleridge’s poems:
-
“Alone, alone, all, all alone,
Alone on a wide sea.” -
“Water, water everywhere,
Not any drop to drink.” -
“He prayeth best, who loveth best
all things both great and small.”
Samuel Taylor Coleridge (1772–1834)
-
Coleridge ছিলেন একজন ইংরেজ কবি, সাহিত্য সমালোচক এবং দার্শনিক।
-
তিনি তার কবিতায় একটি সুরুচিপূর্ণ লিরিকাল স্টাইল প্রতিষ্ঠা করেছেন, যা পরবর্তী অনেক কবির ওপর প্রভাব ফেলেছে।
-
Lyrical Ballads (১৭৯৮) – উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে প্রকাশিত; এতে অন্তর্ভুক্ত বিখ্যাত কবিতা The Rime of the Ancient Mariner এবং Frost at Midnight, যা ইংরেজি রোমান্টিসিজমের সূচনা করেছে।
-
Biographia Literaria (১৮১৭, ২ খণ্ড) – রোমান্টিক যুগের সাধারণ সাহিত্য সমালোচনার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।
Notable Works
-
Biographia Literaria
-
Christabel
-
Kubla Khan
-
Dejection: An Ode
-
The Rime of the Ancient Mariner
-
Frost at Midnight
-
On the Constitution of the Church and State
Sources:
-
Britannica
-
Goodreads

0
Updated: 1 week ago
Choose the correct superlative form: "He is better than any other student in the batch."
Created: 2 weeks ago
A
No other student is as good as he.
B
He is the best student in the batch.
C
He is good like every student.
D
He is one of the good students.
Correct Answer
খ) He is the best student in the batch. ✅
Explanation:
-
এই ধরণের comparative বাক্যকে Superlative এ রূপান্তর করতে হলে the + superlative form ব্যবহার করতে হয়।
-
Best হলো good/better এর Superlative Degree।
-
সুতরাং Superlative Sentence: He is the best student in the batch.
Other Options
ক) No other student is as good as he → Positive Degree; Superlative নয়।
গ) He is good like every student → অর্থ পরিবর্তিত হচ্ছে; সে অন্যদের মতোই, সেরা নয়।
ঘ) He is one of the good students → বোঝাচ্ছে সে ভালোদের একজন, কিন্তু সবচেয়ে ভালো নয়।

0
Updated: 2 weeks ago