বাংলাদেশ - ভারত স্থলসীমান্ত চুক্তি বিল লোকসভায় কবে পাশ হয়?
A
৬ মে ২০১৫
B
৭ মে ২০১৫
C
৭ জুন ২০১৫
D
৭ জুলাই ২০১৫
উত্তরের বিবরণ
বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি ২০১৫ সালের ৫ মে ভারতের কেন্দ্রীয় মন্ত্রীসভায় অনুমোদন পায়। এর পর ৬ মে ২০১৫ তা ভারতের রাজ্য সভায় এবং ৭ মে ২০১৫ লোকসভায় পাশ হয়।
-
৫ মে ২০১৫: ভারতের কেন্দ্রীয় মন্ত্রীসভায় চুক্তির অনুমোদন।
-
৬ মে ২০১৫: ভারতের রাজ্য সভায় চুক্তি পাশ।
-
৭ মে ২০১৫: ভারতের লোকসভায় চুক্তি পাশ।
এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ৪,০০০ কিলোমিটার দীর্ঘ স্থলসীমান্ত নির্ধারণ করা হয়, যা দুই দেশের মধ্যকার সীমানা সংকট সমাধানে সাহায্য করে।
0
Updated: 1 day ago