বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় কত?
A
১২১৪ মার্কিন ডলার
B
১৩১৪ মার্কিন ডলার
C
১৯০৯ মার্কিন ডলার
D
১৪৬৫ মার্কিন ডলার
উত্তরের বিবরণ
বাংলাদেশের মাথাপিছু আয় বর্তমানে ১৯০৯ মার্কিন ডলার, যা ২০১৯ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী নির্ধারিত হয়েছে।
-
মাথাপিছু আয় হল, একটি দেশের মোট আয়ের তুলনায় জনসংখ্যার প্রতি অংশের আয়।
-
এটি একটি দেশের অর্থনৈতিক অবস্থার মানদণ্ড হিসেবে ব্যবহৃত হয়।
-
২০১৯ সালের হিসাব অনুযায়ী, বাংলাদেশে মাথাপিছু আয় ১৯০৯ মার্কিন ডলার।
-
এই আয় একটি দেশের আর্থিক উন্নয়ন এবং নাগরিকদের জীবনের মানের উপর প্রভাব ফেলে।
0
Updated: 1 day ago
২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা কত?
Created: 1 month ago
A
৪৬.৫ বিলিয়ন ডলার
B
৬৩.৫ বিলিয়ন ডলার
C
৫২.৫ বিলিয়ন ডলার
D
৭৫.৫ বিলিয়ন ডলার
রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা (২০২৫-২৬ অর্থবছর)
-
মোট লক্ষ্যমাত্রা: ৬৩.৫ বিলিয়ন ডলার
-
২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ১৬.৫% বৃদ্ধি।
-
লক্ষ্য অর্জিত হবে বিশ্ববাজারে পণ্য ও সেবা রপ্তানির মাধ্যমে।
-
-
আয় ভাগ:
-
পণ্য রপ্তানি: ৫৫ বিলিয়ন ডলার
-
সেবা রপ্তানি: ৮.৫ বিলিয়ন ডলার
-
-
প্রধান পণ্যভিত্তিক আয়ের আশা:
-
তৈরি পোশাক (ওভেন খাত): ২০.৭৯ বিলিয়ন ডলার
-
তৈরি পোশাক (নিট খাত): ২৩.৭০ বিলিয়ন ডলার
-
চামড়া ও চামড়াজাত পণ্য: ১.২৫ বিলিয়ন ডলার
-
পাট ও পাটপণ্য: ৯০০ মিলিয়ন ডলার
-
কৃষিপণ্য: ১.২১ বিলিয়ন ডলার
-
-
সূত্র:
-
তথ্য জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবর রহমান, ১২ আগস্ট ২০২৫।
-
উৎস: The Business Standard
0
Updated: 1 month ago
জাতীয় বাজেট ২০২৫-২৬ অনুযায়ী, মাথাপিছু আয় -
Created: 1 month ago
A
২,৬৮৫ মার্কিন ডলার
B
২,৭৩৬ মার্কিন ডলার
C
২,৮২০ মার্কিন ডলার
D
২,৯১৪ মার্কিন ডলার
জাতীয় বাজেট ২০২৫-২৬:
-
বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা
-
অনুদান ব্যতিত বাজেট ঘাটতি: ২ লাখ ২৬ হাজার কোটি টাকা
-
অনুদান সহ বাজেট ঘাটতি: ২,২১,০০০ কোটি টাকা
-
সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন
-
উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ
-
অনুন্নয়ন (পরিচালন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: সুদ
-
মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার
-
বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা (জিডিপির ৩.৭%)
-
উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৪৫,৬০৯ কোটি টাকা
-
অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
বর্তমানে দেশের মানুষের মাথাপিছু আয় কত? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
২৮২০ মার্কিন ডলার
B
২৮৪০ মার্কিন ডলার
C
২৭২০ মার্কিন ডলার
D
২৭৪০ মার্কিন ডলার
মাথাপিছু আয় ও সাময়িক জিডিপি তথ্য (বাংলাদেশ, ২০২৪-২৫ অর্থবছর)
-
মাথাপিছু আয়: দেশের অভ্যন্তরের আয়সহ প্রবাসী আয় অন্তর্ভুক্ত করে মোট জাতীয় আয়কে দেশের জনসংখ্যায় ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়।
-
বর্তমান মাথাপিছু আয়: ৩৩৯,২১১ টাকা (২,৮২০ মার্কিন ডলার)।
-
মাথাপিছু জিডিপি: ২,৬৭১ মার্কিন ডলার।
-
জিডিপি প্রবৃদ্ধির হার: ৩.৯৭%।
খাতভিত্তিক প্রাক্কলিত প্রবৃদ্ধি (২০২৪-২৫):
-
কৃষি খাত: ১.৭৯%
-
শিল্প খাত: ৪.৩৪%
-
সেবা খাত: ৪.৫১%
জিডিপি সম্পর্কিত অনুপাত:
-
বিনিয়োগ: ২৯.৩৮%
-
দেশজ সঞ্চয়: ২৩.২৫%
-
জাতীয় সঞ্চয়: ২৯.০১%
পূর্ববর্তী অর্থবছরের তুলনা (২০২৩-২৪):
-
মাথাপিছু আয়: ৩০৪,১০২ টাকা (২,৭৩৮ মার্কিন ডলার)
-
উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS), ২০২৪-২৫ অর্থবছরের জিডিপি সাময়িক হিসাব।
0
Updated: 1 month ago