বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী কবে গৃহীত হয়?
A
১৯৭২ সালে
B
১৯৭৩ সালে
C
১৯৭৪ সালে
D
১৯৭৫ সালে
উত্তরের বিবরণ
বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী বিল ১৯৭৩ সালের ১৫ জুলাই সংসদে গৃহীত হয়, যার মূল উদ্দেশ্য ছিল যুদ্ধাপরাধী এবং অন্যান্য গণবিরোধী অপরাধীদের বিচার নিশ্চিত করা। এর পর, ১৯৭৩ সালের ২০ সেপ্টেম্বর সংবিধানের দ্বিতীয় সংশোধনী গৃহীত হয়।
-
প্রথম সংশোধনীর মূল উদ্দেশ্য ছিল যুদ্ধাপরাধী এবং গণবিরোধী অপরাধীদের বিচার নিশ্চিত করা।
-
দ্বিতীয় সংশোধনীর পরিপ্রেক্ষিতে সংবিধানে কিছু পরিবর্তন আনা হয়।
0
Updated: 1 day ago
(তৎকালীন সাম্প্রতিক তথ্যের প্রশ্ন। সঠিক উত্তর নেই, সঠিক তথ্যের জন্য ব্যাখ্যা দেখুন) বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে?
Created: 2 months ago
A
১৬ (ভুল উত্তর)
B
২৭
C
১০
D
১৯
বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত ১৭টি সংশোধনী আনা হয়েছে।
বাংলাদেশের সংবিধান:
- সংবিধান গণপরিষদে গৃহীত হয় ১৯৭২ সালের ৪ নভেম্বর।
- সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
⇒ সংবিধান সংশোধন হয়েছে ১৭ বার।
- এর মধ্যে চারটি সংশোধনী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বাতিল করেছে।
- সংবিধানের ১৭টি সংশোধনীর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ে ৪ বার, জিয়াউর রহমানের সময় ২ বার, এরশাদের সময় ৪ বার, শেখ হাসিনার সরকারের সময় ৩ বার ও খালেদা জিয়ার সরকারের সময়ে ৪ বার সংবিধান সংশোধন করা হয়।
⇒ ১৯৭৩ সালের ১৫ জুলাই সংসদে সংবিধানের ১ম সংশোধনী পাশ হয়।
- সংবিধানের সর্বশেষ, অর্থাৎ সপ্তদশ সংশোধনী হয় ২০১৮ সালের ৮ জুলাই।
উৎস: বাংলাদেশের সংবিধান, দৈনিক ইত্তেফাক।
0
Updated: 2 months ago
সংবিধানের কোন সংশোধনীতে "রাষ্ট্রধর্ম ইসলাম" সংযোজিত হয়?
Created: 1 month ago
A
দ্বিতীয় সংশোধনী
B
চতুর্থ সংশোধনী
C
অষ্টম সংশোধনী
D
দশম সংশোধনী
অষ্টম সংশোধনী সংসদে ১১ মে ১৯৮৮ তারিখে উত্থাপিত হয়, উত্থাপনকারী ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ। সংসদে এটি গৃহীত হয় ৭ জুন ১৯৮৮ এবং রাষ্ট্রপতির সম্মতি লাভ করে ৯ জুন ১৯৮৮ তারিখে।
মূল বিষয়বস্তু:
-
ইসলাম ধর্মকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা।
-
হাইকোর্ট বিভাগের ছয়টি বেঞ্চ যথাক্রমে বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, রংপুর ও সিলেট এ স্থাপন।
-
বাংলাদেশের নাগরিকরা রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে বিদেশ থেকে কোনো উপাধি গ্রহণ করতে পারবে।
-
রাজধানীর নামের ইংরেজি বানান Dacca এর পরিবর্তে Dhaka, এবং বাংলা ভাষার ইংরেজি নাম Bengali এর পরিবর্তে Bangla গৃহীত হয়।
প্রসঙ্গ:
-
হাইকোর্ট বিভাগের বেঞ্চ স্থাপনের বিষয়ে দুটি নাগরিক রীট পিটিশন দায়ের করেন—আনোয়ার হোসেন চৌধুরী ও জালাল উদ্দিন।
-
তাদের রীট পিটিশনের কারণে ঢাকার বাইরে হাইকোর্ট বিভাগের ৬টি স্থায়ী বেঞ্চ স্থগিত হয়। পরবর্তীতে এটি বাতিল করা হয়।
উৎস:
0
Updated: 1 month ago
সংবিধানের কোন অনুচ্ছেদে ন্যায়পাল প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে?
Created: 1 month ago
A
৭২ অনুচ্ছেদে
B
৭৭ অনুচ্ছেদে
C
৭৯ অনুচ্ছেদে
D
৮২ অনুচ্ছেদে
বাংলাদেশের সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে ‘ন্যায়পাল’ পদটির বিধান রয়েছে।
-
সংসদ ন্যায়পালের পদ প্রতিষ্ঠার জন্য আইন প্রণয়ন করতে পারবে।
-
সংসদ আইনের মাধ্যমে ন্যায়পালকে মন্ত্রণালয়, সরকারী কর্মচারী বা সংবিধিবদ্ধ সরকারী কর্তৃপক্ষের কার্য সম্পর্কিত তদন্ত পরিচালনার ক্ষমতা এবং অন্যান্য দায়িত্ব প্রদান করা যেতে পারে। ন্যায়পাল সেই ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
-
ন্যায়পাল তার দায়িত্বপালন সম্পর্কে বাৎসরিক রিপোর্ট প্রস্তুত করবেন, যা সংসদে উপস্থাপন করা হবে।
অন্যদিকে:
-
৭২ নং অনুচ্ছেদ: সংসদের অধিবেশন
-
৭৯ নং অনুচ্ছেদ: সংসদ-সচিবালয়
-
৮২ নং অনুচ্ছেদ: আর্থিক ব্যবস্থাবলীর সুপারিশ
উৎস:
0
Updated: 1 month ago